সীতাকুণ্ডে সওজ’র জায়গা দখল করে অবৈধ স্থাপনার হিড়িক
ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক সীতাকুণ্ড অংশে প্রায় ৩৫ কিলোমিটার জুড়ে সওজ’র (সড়ক ও জনপদ) জায়গা একের পর এক দখল করছে ভূমিদস্যুরা। সড়কের দুই পাশে দেখা মিলে অসংখ্য অবৈধ দালান, আধাঁ পাকা, দোচালা-চৌচালা টিনের দোকান ও মার্কেট নির্মাণ করা হয়েছে। সড়কের দুই পাশ দখল করে বালুর ব্যবসা করছেন কেউ কেউ। এসব অবৈধ স্থাপনার কারণে সড়ক দিন দিন সংকুচিত হচ্ছে। যানজট সৃষ্টির পাশাপাশি প্রায়ই ঘটছে নানা ধরনের দুর্ঘটনা।
এসব দখলে সহায়তাকারী অধিকাংশেরই রাজনৈতিক ব্যাক্তি, বড় বড় গ্রুপ অব কোম্পানিসহ খোদ সওজের কর্মকর্তা-কর্মচারী জড়িতর থাকার অভিযোগ রয়েছে।
বাংলাদেশ সড়ক ও মহাসড়ক আইন অনুযায়ী সড়ক বা মহাসড়কের ৩০ ফুটের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করা নিষিদ্ধ। কিন্তু সেসব আইন যে কাগজে কলমেই সীমাবদ্ধ তা বুঝা যায় সীতাকুণ্ড উপজেলায় সড়ক ও জনপথের (সওজ) জায়গায় হাজার হাজার অবৈধ স্থাপনা গড়ে তোলার দৃশ্য দেখে।
এসব অবৈধ স্থাপনা রাতারাতি গড়ে ওঠে না সওজ ও প্রশাসনের লোকজনের চোখের সামনেই সেগুলো বহুদিন ধরে গড়ে ওঠে। মাঝেমধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়, কিন্তু কিছুদিন পরেই আবার সেগুলো বেদখল হয়ে পড়ে। সওজের লোকজনের জ্ঞাতসারেই এসব হয় বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা।। নাম প্রকাশ না করার শর্তে একাধিক দোকান মালিক বলেন, ঘর তোলার সময় সওজ’র লোক এসেছিল, তাঁদের ম্যানেজ করেই ঘর তোলা হয়েছে। এই ‘ম্যানেজ করা’র ফলেই সরকারি জায়গায় অবৈধ স্থাপনা গড়ে ওঠা সম্ভব হয়। এসব বন্ধ করতে হলে সর্ষের মধ্যের ভূত তাড়াতে হবে আগে। সীতাকুণ্ড বাজারের উত্তর বাইপাসে অবৈধ দখলকৃত দোকানের মালিক জানান দোকান স্থাপনের সময় সওজ’র এক কর্মচারীকে উপঢৌকন দিতে হয়েছে। শুধু আমি নয় এখানে সবাই নির্মানের শুরুতে ও মাসিক মাসোয়ারা দিয়ে দোকান চালায়। টাকা না দিলে ভোলডোজার দিয়ে দোকান গুড়িয়ে দেওয়ার হুমকি ও ভয়ভীতিও আসে। সম্প্রতি সীতাকুণ্ড বাইপাসের মোড়ে এক ফানির্চার ব্যাবসায়ি তার দোকান মেরামতের সময় সওজ’র এক কর্মচারীকে দিতে হয়েছে চাঁদা । এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় এইভাবে এককালীন ও মাসিক মাসোয়ারাই চলে এসব অবৈধ স্থাপনা।
সরেজমিন দেখা যায়, উপজেলার ছোট-কুমিরা এলাকায় রাস্তার পূর্বপাশে ছোট ছোট পাম্পের দোকানসহ ধীরে ধীরে গড়ে উঠছে স্থায়ী স্থাপনা। যা সওজ ও এলাকার নেতাদের ম্যানেজ করে স্থাপন করেছে। একবার খুঁটি গেরে বসতে পারলেই কেল্লাফতে।
মহাসড়কের উভয়পার্শ্বে ১০ মিটারের মধ্যে হাট-বাজার বাসার ব্যাপারে আইনগত বিধিনিষেধ থাকলেও এআইন উপেক্ষা করে সীতাকুণ্ডে সড়কের পাশে রয়েছে জমজমাট হাট-বাজার। উপজেলার শুকলাল-হাট, বাড়বকুণ্ড, বাঁশবাড়িয়া, ছোট-কুমিরা, মাদামবিবির হাট, কদম-রসূল,ভাটিয়ারী, ফৌজদারহাট এলাকায় রয়েছে অনেক জনবহুল বাজার। এসবের ফলে সৃষ্টি হয় তীব্র যানজট, ঘটে দূর্ঘটনাও।
অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ অধিদপ্তরের জায়গাজুড়ে বিস্তৃত হচ্ছে জিপিএইচ ইস্পাতের দখল সাম্রাজ্য। উপজেলা ভূমি অফিসের জরিপেও দখলের সত্যতা পাওয়া গেছে তবুও জমি উদ্ধারে কোন উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্টরা।
গত ৬ জুলাই উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ১ নং ওর্য়াড কদম রসূল এলাকায় রমজান আলি নামের এক ছাত্রলীগ নেতার দখলকৃত প্রায় ২ একর জমি উপজেলা প্রশাসন ও সওজ অভিযান করে, এতে নির্মান করা হয় প্রায় ৩৫ টি অবৈধ ভাড়া দোকান। এসব দোকানের মালামাল সরিয়ে নিতে দশ দিনের আল্টিমেটাম দেয়া হয় । একমাসের বেশি সময় হলেও এখনো উচ্ছেদ করা হয়নি।
এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন জায়গার দাবিদার রমজান আলি জায়গার মালিকানা দাবি করে আদালতে মামলা করেছে। আশা করি আদালতের রায়ে সওজ এই জায়গার মালিক হবে। আমরা এই জায়গা উদ্ধার করবো। এখানে আর নতুন করে দখলের সুযোগ নেই।
এসব অবৈধ দখলের বিষয়ে সড়ক ও জনপথ চট্টগ্রামের উপ-বিভাগীয় প্রকৌশলি রুকন উদ্দীন খালেদের কাছে জানতে চাইলে তিনি বলেন আমাদের যথেষ্ট লোকবল সংকট ও নিজেস্ব কোন ম্যাজিষ্ট্রেড না থাকায় অভিযান পরিচালনা করতে সমস্যা হয়। উপজেলা প্রশাসনের সহায়তা চাইলে, অনেক সময় সাড়া পাওয়া যায়না। তাঁরা নানা ধরণের ব্যস্ততা দেখায়, থানা পুলিশের টিমও যথাসময়ে পাওয়া যায় না। এজন্য অনেক সময় উচ্ছেদ -অভিযানে বিলম্ব হয়। এছাড়া যারা অবৈধ স্থাপনা করছে তাদের সবাইকে নোটিশ দেওয়া হয়েছে । নিদিষ্ট সময়ে না সরালে পরবতর্তীতে অভিযান পরিচালনা করা হবে।
সওজ’র কর্মচারীদের ম্যানেজ করে মোটা অংকের টাকা ও মাসিক মাসোয়ারা বিনিময়ে এসব অবৈধ স্থাপনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এমন অভিযোগও পাওয়া গেছে ! যদি কেউ নিদিষ্ট অভিযোগ দেয় ও টাকা লেনদেনের সত্যতা পাওয়া যায়। এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম
আদমদীঘির কাঞ্চনপুর হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ
চট্টগ্রাম ৯ আসনে শামসুল আলমকে বিএনপি’র মনোনয়নের দাবি ১৫ সংগঠনের
গোপালগঞ্জে গ্রাম আদালত উন্নয়নে ডিএমআইই প্রশিক্ষণ অনুষ্ঠিত
সিরাজদিখানে প্রবাসীর স্ত্রী শিউলি আক্তারের রহস্যজনক মৃত্যু
ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সাবেক ছাত্রনেতাদের মতবিনিময়
নরসিংদীর চরাঞ্চলে খেয়াঘাটে টাকা আদায় নিয়ে সংঘর্ষ, আহত ১০
ভোলায় ৬৭৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ
মহেশপুরে আলমসাধুর ধাক্কায় মোটরসাইকেল চালক কলেজ ছাত্র নিহত
ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান
সংবাদ প্রকাশের পর ডালারপাড়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসনসহ নৌপুলিশ
হাতিয়ায় ৬ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড
আল্লাহ ও রাসূলকে নিয়ে কটুক্তি করায় চাঁদপুরের পুরাণবাজারে বিক্ষোভ মিছিল