ঢাকা বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

মান্দায় মাদক ব্যবসায়ীর ঘটনা ধামাচাপা দিতে মিথ্যা সংবাদ সম্মেলন


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৮-২০২২ বিকাল ৫:৫৩

পুলিশ যোগসাজসে নওগাঁর মান্দায় মাদক ব্যবসায়ী  আনিছুর রহমান (৪৫)কে মিথ্যা মামলা দিয়ে জেল-হাজতে পাঠানো হয়েছে। এমন অভিযোগ এনে গত মঙ্গলবার মান্দা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন মাদকসহ আটককৃত আনিছুরের ছেলে নাঈম আহমেদ ও তার স্ত্রী নারগিস আক্তার । তারা মাদক মামলা থেকে বাঁচতে মনগড়া মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে সংবাদ প্রকাশ করিয়েছেন বলে অভিযোগ উঠেছে। মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রকাশের  প্রতিবাদে বুধবার মান্দা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী খাজা শাহাবুদ্দিন (৬০) নামে এক ব্যবসায়ী। 

ভূক্তভোগী খাজা শাহাবুদ্দিন কুসুস্বা ইউপির কিত্তলী গ্রামের মৃত নজীবুল্লার ছেলে।

সংবাদ সম্মেলনে খাজা শাহাবুদ্দিন অভিযোগ করে বলেন, গত ১৯ আগষ্ট চক্কানু গ্রামের মোঃ সাহেব আলী ছেলে  মাদক ব্যবসায়ী আনিছুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বর্তমান এমপি জনাব মুহা: ইমাজ উদ্দিন প্রামানিকের ছবি আমার দোকান ঘরের দরজায় টাঙ্গিয়ে আ.লীগের কর্মী পরিচয় দিয়ে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে ঘরে তালা দেয়। সেই সাথে বেআইনি জনতায় সংঘবদ্ধ হয়ে এক পার্যায়ে দোকান ঘর দখলের চেষ্টা করেন। তখন নিরুপায় হয়ে আমার ছেলে শরিফ উদ্দিন  ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশি সহযোগিতা চায়। ৯৯৯ এর ফোন পেয়ে মান্দা থানার উপপরিদর্শক জান্নাতুল ফেরদৌস ঘটনাস্থলে পৌছালে, বেআইনি জনতায় সংঘবদ্ধ দখলবাজ,চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ আনিছুর রহমান ঘটনাস্থল ত্যাগ করেন। পুলিশ ঘটনার বিষয়টি জানতে মাদক ব্যবসায়ীর বাড়িতে গেলে, চোলাই মদের সন্ধান পায়। পরে তার বাড়ি তল্লাশি চালিয়ে ৭০ বোতল চোলাই মদ সহ ৪ জনকে আটক করে থানায় নিয়ে আসেন। আটকের পর আমার ছেলে মোঃ শরিফ উদ্দিন থানায় তার বিরুদ্ধে চাঁদাবাজির একটি লিখিত অভিযোগ করেন। 

তিনি আরো জানান, দীর্ঘদিন থেকে দোকান ঘরের জমি পত্তন নিয়ে ব্যবসা করে আসছি। আমার দোকান ঘরের জমির কেস নম্বর ১৬/৯৯ । ২০ বর্গমিটার জমি নিয়মিত সরকারের ঘরে খাজনা দিয়ে আসছি। হঠাৎ করে তারা দোকান ঘরের জন্য ২ লক্ষ টাকা চাঁদা দাবি করছেন। সে মাদক ব্যবসায়ীর তার বাড়ি থেকে পুলিশ মাদক উদ্ধার করেছে। এঘটনায় বাঁচতে এখন তারা পুলিশসহ আমাদের উপর দোষারোপ করছে। এবং বিভিন্ন ভাবে হুমকি দিয়ে ভয়ভীতি দেখাচ্ছে।

এ ব্যাপারে থানার উপপরিদর্শক জানাতুল ফেরদৌস জানান,দোকান ঘর নিয়ে সমস্যা।  ৯৯৯ ফোন দেওয়ার পর সেখানে গিয়ে বিষয়টি জানতে দোকানে না পেয়ে  আনিছুরের বাড়িতে গেলে সেখানে মাদকের উপস্থিতি দেখতে পাই। এরপর মানুষের উপস্থিতিতে সেখানে ৭০ বোতল চোলাই মদ জব্দ করি। এই জন্য বাড়ির মালিক অভিযুক্ত আনিছুর রহমানসহ ৪ জনকে আটক করে থানায় নিয়ে আসি। মাদক দ্রব্য আটকের সময় ভিডিও ও ছবি তোলা হয়েছে । তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে মান্দা থানার ওসি শাহিনুর রহমান বলেন, দোকান ঘরে  জোরপূর্বক তালা দেওয়ার ঘটনায় ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। ঘটনাস্থলে অভিযুক্ত আনিছুর না পেয়ে তার বাড়িতে পুলিশ যায়। সেখানে চোলাই মদসহ তাদের ৪ জনকে আটক করেন। 

তবে পুলিশ যোগসাজসে তাদেরকে আটক করে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এটা সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন।

এমএসএম / এমএসএম

মোরেলগঞ্জে কেন্দ্রীয় নেতা মনিরসহ ৬ প্রার্থীর দলীয় মনোনয়নপত্র সংগ্রহ

মহেশখালীতে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারকে ২ মাসের কারাদণ্ড

রাজশাহীতে মাধ্যমিক স্তরের বই স্কুল পর্যায়ে পৌঁছানো শুরু

কালিয়ায় অবৈধভাবে টপ সয়েল কাটায় দুইজনকে ৭০ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জে আমান সিমেন্ট এর ব্র্যান্ড প্রমোশনাল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আত্রাইয়ে চলাচলের রাস্তা সংস্কারের দাবিতে ইউএনও বরাবর আবেদন

হালদার জীববৈচিত্র্য রক্ষায় অভিযানঃ দুই ড্রেজার জব্দ, ছয়জনের কারাদণ্ড ও ৬ লক্ষ টাকা জরিমানা

‎কক্সবাজার-২ আসনে বিএনপির মনোনয়ন সংগ্রহ করেছেন আলহাজ্ব আলমগীর মোহাম্মদ মাহাফুজউল্লাহ ফরিদ

কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়নের অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

মধুখালীতে মোটর বাইক চোরচক্রের সদস্য গ্রেফতার

কুমিল্লা-৬ আসনে জামায়াতের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন দ্বীন মোহাম্মদ

মাগুরা-১ আসনে ধানের শীষের চূড়ান্ত প্রার্থী হলেন মনোয়ার হোসেন খান

সিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত