ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

তেজগাঁও ডিসির মতবিনিময় সভা


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ২৫-৮-২০২২ দুপুর ১১:৫৮
রাজধানীর মোহাম্মদপুরের বসবাসরত নাগরিকদের বিভিন্ন সমস্যার কথা জানতে আয়োজন করা হয় আইন-শৃঙ্খলা সম্পর্কিত মতবিনিময় সভা। সভায় প্রধান অতিথি ছিলেন ডিসি তেজগাঁও উপ-পুলিশ কমিশনার এইচ,এম আজিমুল হক। এই সভায় উঠে আসে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় মাদক, কিশোর গ্যাং, চুরি ছিনতাইসহ নানা সমস্যার কথা তুলে ধরেন নাগরিকরা। এ সময় তেজগাঁও বিভাগের নবনিযুক্ত উপ-পুলিশ    কমিশনার(ডিসি)এইচ,এম আজিমুল হক সকল বক্তব্য শোনেন। পরে তিনি বলেন, বাংলাদেশ উন্নত তখনই হবে যখন একটি সুন্দর ও শিক্ষিত প্রজন্ম হবে।
 
বুধবার(২৪ আগস্ট) সন্ধ্যায় লালমাটিয়া মহিলা কলেজ অডিটোরিয়ামে আইন-শৃঙ্খলা সম্পর্কিত মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।মোহাম্মদপুর রায়েরবাজার এলাকার রবিউল আলম ৩৪ নং ওয়ার্ড এর সাবেক আওয়ামী লীগের সভাপতি বলেন,রায়ের বাজার এলাকায় মাদক এবং কিশোর গ্যাংয়ের দৌরাত্ব রয়েছে। কৃষি মার্কেট চালের আড়তের সাধারণ সম্পাদক বলেন, মার্কেট বন্ধ হলে মাদক ব্যবসায়ী এবং মাদক সেবীদের দৌরাত্ব বেড়ে যায়।এছাড়া জেনেভা ক্যাম্পের মাদক ব্যবসা, টাউন হল,কৃষি মার্কেট ও শ্যামলী এলাকায় ফুটপাতে দোকানপাট বসিয়ে চাঁদা আদায়, রাজিয়া সুলতানা রোডে জুয়ার আসর বসানো, বিভিন্ন অলিতে গলিতে বকাটেদের আড্ডা, বিভিন্ন রোডে ছিনতাই,ঢাকা উদ্যান-তুরাগ হাউজিং এলাকায় কিশোর গ্যাং ও ছিনতাই চক্র, বিভিন্ন স্কুলের সামনে ইভটিজিং এবং লালমাটিয়া এলাকায় একাধিক লাইসেন্স বিহীন কোচিং সেন্টার যানজটে অতিষ্ঠ লালমাটিয়ায় বসবাসকারী। 
 
প্রধান অতিথি এসব বক্তব্য শুনে।  নবনিযুক্ত তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার এইচ,এম আজিমুল হক বলেন, আমাদের দেশ তখনই উন্নত হবে যখন একটি শিক্ষিত প্রজন্ম হবে। ১৯৭১ সালে যেরকম যুদ্ধ হয়েছিল তার চেয়েও বেশি গতিতে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। মাদকের কারণে আমাদের প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে। আপনার সন্তান কোথায় যাচ্ছে কার সাথে মিশছে সেগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। এটি এমন নয় কারো সাথে মিশলেই সে মাদকাসক্ত হয়ে যাবে। মাদকাসক্ত হতে হলে তাকে মিনিমাম এক মাস এই মাদক সেবন করতে হবে তাহলেই সে মাদকাসক্ত হয়ে যাবে।আপনি যদি আপনার সন্তানকে সঠিকভাবে মোটিভেশন করতে পারেন তাহলেই আজকের এই সন্তান আগামী দিনে নেতৃত্ব দিবে।
 
তিনি আরো বলেন, আমি সবার কথা মনোযোগ দিয়ে শুনেছি এবং গুরুত্ব দিয়েছি। যারা কিশোর অপরাধের সাথে জড়িয়ে পড়ছে তাদের বয়স ১৫ থেকে ২০ বছর। আমরা সচেষ্ট আছি আপনাদের সাথে নিয়ে এই সমস্যার সমাধান করা সম্ভব বলে জানান তিনি।
 
কোচিং সেন্টার পরিচালনা করে পার্কিং না থাকায় যানজটের সৃষ্টির বিষয় নিয়ে বিভিন্ন মানুষের অভিযোগ রয়েছে। নাগরিকদের অভিযোগ শোনার পরে তেজগাঁও বিভাগের তেজগাঁও জনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(এডিসি) মৃত্যুঞ্জয়ের দে সজল বলেন, মাদকের বিষয়ে যেটি আপনারা অভিযোগ করে বলেছেন মাদক হচ্ছে এই এলাকার অন্যতম সমস্যা। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে। মোহাম্মদপুর থানায় গত মাসে ১৮৭ টি মামলা হয়েছে এর মধ্যে একশোর বেশি মাদকের মামলা রয়েছে। কিশোর গ্যাং এর আরেকটি বিষয় উঠে এসেছে সে বিষয়ে আমি বলবো ইতিমধ্যে ডিসি স্যার আমাদের নির্দেশনা দিয়েছেন আমরা একটি তালিকা করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসব। ছিনতাইকারীর বিষয়ে তিনি বলেন, ছিনতাই প্রতিরোধের জন্য আমরা ১৬৫ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছি।ভাড়াটিয়া তথ্য ফরমের বিষয়টি আমরা গুরুত্ব সহকারে নিয়েছি এ বিষয়েও কাজ চলমান আছে।
 
অনুষ্ঠানের শেষে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ তেজগাঁও বিভাগের নবনিযুক্ত উপপুলিশ কমিশনারের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।এ সময় মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো: মুজিব পাটোয়ারী, এসি পেট্রোল মোহাম্মদ ইব্রাহিম, উপস্থিত ছিলেন।  আরও যারা উপস্থিত ছিলেন তারমধ্যে হচ্ছে পুলিশ-পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান, পরিদর্শক (অপারেশন) তোফাজ্জল হোসেন, ৩২ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্টন,২৯ নং ওয়ার্ড কাউন্সিলর মো সলিমুল্লাহ সলু, ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো আসিফ আহমেদ, অধ্যক্ষ এম এ সত্তার,লালমাটিয়া মহিলা কলেজের অধ্যক্ষ, আলহাজ্ব মকবুল হোসেন কলেজের অধ্যক্ষ, মোহাম্মদপুর আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ,মহিলা আওয়ামী লীগ,ব্যবসায়ী, সিনিয়র সিটিজেন, বাড়ি মালিক সমিতি ও সাধারণ জনগণ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ এর অভিষেক ও শপথ অনুষ্ঠান

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত

ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত

কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত

পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম

ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে

উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ

হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার

ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা