মান্দায় উভয় পক্ষের সংঘর্ষে নিহত ১

নওগাঁর মান্দায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে ১জন নিহত হয়েছে। সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার (২৬ আগষ্ট) রাত ৮ টার দিকে দেলুয়াবাড়ি বাজারের মুরগিপট্টি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, দেলুয়াবাড়ী গ্রামের আব্দুল মজিদ (৫৫) ও চককানু গ্রামের রায়হান উদ্দিন (৩০)।
নিহত ব্যক্তি উপজেলার কুসুম্বা ইউপির হাজীগোবিন্দপুর বালকাপাড়া গ্রামের মোজাহার আলী মন্ডলের ছেলে আতিকুর রহমান (৩৫)।দেলুয়াবাড়ী বাজারের পাইলট এবং ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আইনুল হকের নেতৃত্বে দলবদ্ধ হয়ে দেলুয়াবাড়ী বাজারের মুরগিপট্রি এলাকায় একত্রিত হলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় আহত হয়েছেন, দেলুয়াবাড়ী বাজারের পাইলট (৩৫), হাজী গবিন্দপুর বালকাপাড়া গ্রামের আইনুল হক (৫৫), জিল্লুর রহমান (৩৫) ও আনোয়ার হোসেন (২৮) আহত হন। এদের মধ্যে আইনুল হক ও পাইলটের আবস্থা আশাংঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে দেলুয়াবাড়ি বাজারের প্রতিবন্ধী স্কুলের সামনে দুটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনাকে কেন্দ্র করে অজ্ঞাত মোটরসাইকেলের চালককে মারধর করেন দেলুয়াবাড়ি বাজারের কিছু লোকজন। এসময় হাজীগোবিন্দপুর বালকাপাড়া গ্রামের রুবেল হোসেন নামে ব্যক্তি বাঁধা দিলে তাঁকেও মারধর করেন স্থানীয়রা।
ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার (২৬ আগস্ট) রাত ৮টার দিকে দেলুয়াবাড়ি বাজারের পাইলট এবং আইনুল হকের নেতৃত্বে বাজারের মুরগিপট্টিতে একত্রিত হলে, উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের ঘটনায় আতিকুর রহমান গুরুতর আহত হন।
পরে আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আতিকুর রহমানকে মৃত ঘোষণা করেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, আতিকুর রহমান নিহতের ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।
এমএসএম / এমএসএম

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ডেকোরেশন কর্মীর লাশ উদ্ধার

কুড়িগ্রারে রৌমারীতে সেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

চৌগাছায় পনিতে ডুবে আড়াই বছরের শিশু আবু বক্করের মৃত্যু

কালীগঞ্জে দুই মাদক কারবারী আটক

হাতিয়ায় চেয়ারম্যান ঘাট-নলচিরা নৌরুটে নতুন সি-ট্রাক উদ্বোধন

গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো- মোস্তাফিজুর রহমান

রাজশাহীর সেই বহিস্কৃত এসআই ২ দিনের রিমান্ডে

রাজশাহীতে আদিবাসীদের ভয় দেখিয়ে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

হাসিনার শাসন ইতিহাসের জঘণ্যতম অধ্যায়: অধ্যাপক মুজিবুর রহমান

ছাত্রদলের উগ্র ও সন্ত্রাসী স্লোগানের প্রতিবাদে সাভারে ছাত্রশিবিরের বিক্ষোভ

পটুয়াখালীর জেলের জালে ৪৪ কেজির কোরাল, বিক্রি ৬৬ হাজার টাকায়

কোটালীপাড়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ১৫, আতঙ্কে এলাকাবাসী
