ঢাকা বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

মুন্সিগঞ্জ থেকে গার্মেন্টস পণ্য নিয়ে ভারতের পথে জাহাজ


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ২৭-৮-২০২২ বিকাল ৬:৫৬
গার্মেন্টসের জুট নিয়ে মুন্সীগঞ্জের চরমুক্তারপুর রিভার পোর্ট থেকে ভারতে রওনা হয়েছে বাংলাদেশী পাতাকাবাহী জাহাজ ‘এমভি রাজ্জাকু’ । শনিবার দুপুর পৌনে ১টায় বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘এমভি রাজ্জাকু’ এই প্রথমবারের মতো গার্মেন্টস জুট  নিয়ে ভারতের উদ্দেশ্য রওয়ানা হয়। গার্মেন্টেসের অপ্রয়োজনীয় ১১১ মেট্রিক টন জুট নিয়ে মুন্সীগঞ্জের মুক্তারপুর নদী বন্দর থেকে রওনা হলো জাহাজটি। আসামের ধুবড়ি বন্দরে যাচ্ছে জাহাজটি। বাংলাদেশের মোক্তার হোসেন ট্রেডার্স  রফতানিকৃত এই পণ্য নিচ্ছে ভারতের ভানসালি ইন্টারন্যাশনাল। গার্মেন্টেসের অপ্রয়োজনীয় ১১১ মেট্রিক টন রপ্তানিকৃত জুট থেকে আসবে ২৬ হাজার ৮৫ মার্কিন ডলার। সংশ্লিষ্টরা বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরের আগে নৌপথে এই রফতানি বিশেষ তাৎপর্য বহন করছে। 
 
এ উপলক্ষে মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীর তীরে ‘এমভি ইয়া রাজ্জাকু’ নামে জাহাজটিকে রং বেরংয়ের বেলুন ও পতাকা দিয়ে বর্ণিল সাজে সাজানো হয় । তার আগেই জাহাজ ভর্তি করা হয় রফতানি পণ্য। বাংলাদেশি পণ্য নিয়ে ভারত যাচ্ছে জাহাজ, উৎসাহের যেন শেষ নেই । উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে ধলেশ্বরী তীরে। 
সামিট এলায়েন্স পোর্ট লিমিটেডের সহ-ব্যবস্থাপক মো. রুহুল আমিন বলেন, গার্মেন্টেসের অপ্রয়োজনীয় ১১১ মেট্রিক টন জুট নিয়ে মুন্সীগঞ্জের নদী বন্দর থেকে প্রথমবারের মত রওনা হচ্ছে এমভি ইয়া রাজ্জাকু। এই রফতানি সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হচ্ছে যাচ্ছে। রফতানিকৃত পণ্য ভারতে পৌঁছতে সময় লাগবে ছয় দিন। 
তিনি আরও বলেন, বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় ১ লাখ মেট্রিকটন গার্মেন্টস পণ্য রপ্তানি করা সম্ভব হবে। এই জুট যাবে ভারতের আসাম, মহারাষ্ট্র, হরিয়ানা, তামিলনাড়– ও রাজস্থানে । সেখানে বাংলাদেশী জুটের চাহিদা অনেক বেশি। 
বিআইডব্লিউটিএর পরিচালক (বন্দর) রফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিআইডব্লিটিএর অতিরিক্ত পরিচালক শর্মিলা বেগম, সামিট এলায়েন্স পোর্ট লিমিটেডের চিফ অপারেটিং অফিসার  মো. আব্দুল হাকিম, রাজস্ব কর্মকর্তা আবুল কালাম আজদ ও সজল চক্রবর্তী, রপ্তানিকারক প্রতিষ্ঠান মের্সাস মোক্তার ট্রেডাসের মালিক মো. মোক্তার হোসেন প্রমুখ।

এমএসএম / এমএসএম

বাসের ধাক্কায় হেফাজত নেতার মৃত্যু, চট্টগ্রামে মহাসড়ক অবরোধ

কুয়াকাটায় পরিচ্ছন্নতা ও পর্যটকবান্ধব সেবা নিশ্চিতকরণে রেস্তোরাঁ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা

রামুর বাঁকখালী নদীতে ভাসলো ঐতিহ্যবাহী কল্পজাহাজ

দোহারে স্বেচ্ছাসেবকদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

নওগাঁয় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ; ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা

ক্ষুদে ক্রিকেটার ঈসার পাশে কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিস

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

কোনাবাড়ী থেকে নিখোঁজ গৃহবধূ নাটোর থেকে উদ্ধার

ভূরুঙ্গামারীতে অসহায় দরিদ্র উদ্যোক্তা মহিলাদের সেলাই বিষয়ক প্রশিক্ষনের শুভ উদ্বোধন

ডাকসুর এজিএস মহিউদ্দীন খানকে জয়পুরহাটে সংবর্ধনা

নরসিংদীতে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৬ জন, হাসপাতালে ভর্তি ৩৮ জন

মেহেরপুরে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

টঙ্গীতে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার পরিদর্শন