তবুও লঞ্চে বাড়তি ভাড়া

জ্বালানি তেলের দাম বৃদ্ধির অজুহাতে মুন্সীগঞ্জ-নারায়ণগঞ্জ নৌরুটে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে শনিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনালে গিয়ে জানা যায়, অনেক দিন ধরেই এই রুটে যাত্রীদের কাছ থেকে নেয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া। এক সময় চলমান ভাড়া ২০ টাকা আর কেবিনে ৩৫ টাকা হলেও দেশে করোনার কারণে ভাড়া বেড়ে দাঁড়ায় ৩০ টাকা, কেবিনে ৪৫ টাকা।
এরই ধারাবাহিকতায় জ্বালানি তেলের দাম বৃদ্ধির অজুহাতে সাধারণ যাত্রীদের কাছ থেকে তৃতীয় শ্রেণির ভাড়া নেয়া হচ্ছে ৪০ টাকা, আর কেবিনে ৫০ টাকা। কর্তৃপক্ষের কোনো নোটিস কিংবা বিআইডব্লিউটিএন (নারায়ণগঞ্জ) কোনো নির্দেশনা না মেনেই লঞ্চগুলো যাত্রীদের কাছ থেকে এমন অস্বাভাবিক ভাড়া আদায় করছে বলে জানা যায়।
আরো দেখা যায়, টিকিটের গায়ে ভাড়া নির্ধারণ নেই, অথচ হাতে-কলমে ভাড়া লিখে নিচ্ছেন লঞ্চের স্টাফরা। জানতে চাইলে তারা জানান, আমাদের কিছু করার নেই। মালিকদের নির্দেশ।
নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ নৌরুটে চলাচলকারী যাত্রীদের সাথে কথা বলে জানা যায়, ২০ টাকার ভাড়া এখন ৪০ টাকায় দাঁড়িয়েছে। এটা সম্পূর্ণ বেমানান। আমাদের কিছু করার নেই। ব্যবসা নারায়ণগঞ্জে। যেতেই হয়। তবে ভাড়ার বিষয়টি লঞ্চ মালিকরা নিজেরাই বাড়িয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের আমলে নেয় দরকার।
এমভি বিপ্লব লঞ্চের টিকিট মাস্টার জানান, বেশি ভাড়া আদায় করতে আমাদেরও বিবেকে বাধে। বাড়তি ভাড়ার জন্য অনেক যাত্রী অন্য রুট ব্যবহার করে থাকেন। আমরাও চাই যাত্রীদের সুবিধার্থে লঞ্চ ভাড়া সহনশীল পর্যায় করা হোক।
নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিএ অফিস সূত্রে জানা যায়, দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমানে এই রুটে ১১টি লঞ্চ চলাচল করার রুট পারমিট পেয়েছে। এরমধ্যে ৭ টি লঞ্চ চলমান।
বাড়তি ভাড়ার বিষয়ে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জের উপ-পরিচালক বাবু লাল বৈদ্যর কাছে জানতে চাইলে তিনি জানান, ভাড়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ রুট মাত্র ১৩ কিলোমিটার। প্রতি কিলোমিটারে ২ টাকা ৩০ পয়সার করে ভাড়া নেয়ার জন্য নির্দেশনা দেয়া আছে। অচিরেই ভাড়ার বিষয়টি সমাধান করা হবে বলে আশা করছি।
এমএসএম / জামান

বাসের ধাক্কায় হেফাজত নেতার মৃত্যু, চট্টগ্রামে মহাসড়ক অবরোধ

কুয়াকাটায় পরিচ্ছন্নতা ও পর্যটকবান্ধব সেবা নিশ্চিতকরণে রেস্তোরাঁ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা

রামুর বাঁকখালী নদীতে ভাসলো ঐতিহ্যবাহী কল্পজাহাজ

দোহারে স্বেচ্ছাসেবকদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

নওগাঁয় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ; ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা

ক্ষুদে ক্রিকেটার ঈসার পাশে কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিস

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

কোনাবাড়ী থেকে নিখোঁজ গৃহবধূ নাটোর থেকে উদ্ধার

ভূরুঙ্গামারীতে অসহায় দরিদ্র উদ্যোক্তা মহিলাদের সেলাই বিষয়ক প্রশিক্ষনের শুভ উদ্বোধন

ডাকসুর এজিএস মহিউদ্দীন খানকে জয়পুরহাটে সংবর্ধনা

নরসিংদীতে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৬ জন, হাসপাতালে ভর্তি ৩৮ জন

মেহেরপুরে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
