ঢাকা বৃহষ্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

ব্রিজ ভাঙায় ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ


আবদুর রহিম, মনোহরগঞ্জ photo আবদুর রহিম, মনোহরগঞ্জ
প্রকাশিত: ৪-৯-২০২২ দুপুর ২:৫৯

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঐতিহাসিক লাল হাসনাবাদ বাজারের পূর্ব পাশঘেঁষে ডাকাতিয়া নদী থেকে বয়ে যাওয়া - হাসনাবাদ-নোয়াখালী খালের উপর হাসনাবাদ বাজারে পাশে প্রায় ৩০-৪০ ফুট লাম্বা ব্রিজ ভাঙার ভোগান্তিতে পড়েছে স্কুল, কলেজ, মাদ্রাসা পড়ুয়া কিশোর-কিশোরী, ছাত্র-ছাত্রী, ব্যবসায়ী, ক্রেতা, পরিবহনসহ ১০ গ্রামের কয়েক হাজার মানুষ।

এ ব্রিজ দিয়ে প্রতিদিন হাজার হাজার পরিবহন যাতায়াত করে। এছাড়া নিত্যপ্রয়োজনীয় মালামাল ও যাত্রীবাহী গাড়ি চলাচল করে ট্রাক, ট্রাক্টার, পিকআপ, সিএনজি, অটোরিকসা ও মিশুক। বাজারে আসা-যাওয়া করে কয়েক হাজার ব্যবসায়ী-ক্রেতারা। এলাকার ১০ গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র পথের বেহগাল দশায় ভোগান্তি পোহাচ্ছেন এলাকার মনুষ।

ব্রিজটির সাথে রয়েছে তিন জেলার সড়ক যোগাযোগ। মনোহরগঞ্জ, সোনাইমুড়ি, চাটখিল, শাহারাস্তি, চাঁদপুর, নোয়াখালী, কুমিল্লাসহ বিভিন্ন জেলা থেকে আসা প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। এই ব্রিজের পাশেই বাজারে হাসনাবাদ ইউনিয়ন পরিষদ, শাহারাস্তি পূর্ব দক্ষিণ ইউনিয়ন পরিষদ। ব্রিজের দক্ষিণ পাশে নোয়াখালীর মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ। ব্রিজের পশ্চিম পাড়ে বাজারে দাখিল মাদ্রাসা, সরকারি হাসপাতাল, ব্যাংক-বীমা, তিনটি সিএনজি স্ট্যান্ড, পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়, চিতুশি কলেজ, শত শত ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।

হাসনাবাদ, রামদেবপুর, মানোরা, শাকতলা, নয়নপুর, আশাদারি । হাসনাবাদ বাজারের ব্যবসায়ী বাগদান বেকারীর মালিক মো. নুরুল ইসলাম বলেন -ব্রিজ ভেঙ্গে পেলায় ড্রাইভার্সন না থাকায় যানবাহন ও মনুষের চলাচলের পথ বন্ধ থাকায় আমার বেকারি ২০-২৫ দিন বন্ধ রয়েছে। দোকান বন্ধ রেখে কর্মচারীর বেতন দিতে হয়।

শাহা শরিফ হোটেলের মলিক মো. রোবেল বলেন, ব্রিজ ভাঙার পর ড্রাইভার্সন না থাকার কারণে হোটেল বন্ধ থাকায় প্রতিদিন ৩-৪ হাজার টাকা আমার লোকসান হয়।

ডেকোরেটর দোকানের মালিক আবদুল জালিল বলেন আমার দোকান বন্ধ প্রায় ২০-২২ দিন হয়। কর্মচারীরা বেকার, দোকানে অনেক লোকসান গুনতে হচ্ছে।

জম জম ফার্মেসির মালিক নূর মোহাম্মদ বলেন, আমার দোকানে ৮০-৯০ হাজার টাকা প্রতিদিন বিক্রি হয়। ব্রিজ ভেঙে ফেলায় লোকজনের চলাচলের রাস্তা না থাকায় এখন মাত্র ৮-১০ হাজার টাকা বিক্রি হয়।

ব্যবসায়ী আল আমিনের ফল দোকান বন্ধ রয়েছে ১০-১৫ দিন। শেমোল কাপড় দোকান বন্ধ রয়েছে ১৭-১৮ দিন।

এ বিষয়ে এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. আব্দুর রহমান মুহিম জানান, ড্রাইভার্সন করব কোথায়? পাশে দোকান, কোনো জাগা নেই। চেয়ারম্যানের সাথে আলাপ করব, ঠিকাদারকে চাপ দেওয়া হয়েছে এ মাসে কাজ করতে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা জানান, আমি ইঞ্জিনিয়ারের সাথে আলাপ করব যেন কাজ ধরেন। 

এমএসএম / জামান

কুমিল্লায় নাগরিক সমাজের প্রতিবাদ সমাবেশ

ধামইরহাটে ওয়ার্ড কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মিরসরাইয়ে বিএনপির কর্মসূচিতে সাংবাদিক  হেনস্তার শিকার

পটুয়াখালীতে আলোচি লামিয়া ধর্ষণ ও আত্মহত্যা মামলা: তিন আসামির ১০ বছরের কারাদণ্ড

দোহারে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন

হাটহাজারী মডেল থানা চত্বরে পুলিশের উপর আক্রমণ করে গ্রেফতার হল শিবির নেতা

তজুমদ্দিনে যৌথ বাহিনীর অভিযানে দুইজন আটক

টাঙ্গাইলের নাগরপুরে ব্রিজের ব্লক নির্মাণে এলজিইডির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

মাদারীপুরের কালকিনিতে যুবককে কুপিয়ে যখম

জয়পুরহাটে ফুটবল ও সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

সিরাজদিখানে ১২৮জন গ্রাম পুলিশের মাঝে পোশাক ও সরঞ্জাম বিতরণ

ঠাকুরগাঁওয়ে সার বিক্রেতাদের লাইসেন্স স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ

বগুড়ায় বিষপানে স্ত্রীর আত্মহত্যা: স্বামীসহ পরিবারের সবাই পলাতক