জঙ্গল সলিমপুর নিয়ে মাস্টারপ্ল্যান বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের উচ্চপর্যায়ের বৈঠক ১২ সেপ্টেম্বর

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে চট্টগ্রাম জেলা প্রশাসন কর্তৃক উদ্ধারকৃত অবৈধভাবে দখলকৃত প্রায় ৩ হাজার ১০০ একর জমি, এলাকার পরিবেশ, প্রতিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য পাহাড় রক্ষার্থে বিভিন্ন উদ্যোগ বান্তবায়নের লক্ষ্যে আগামী ১২ সেপ্টেম্বর সোমবার দুপুর আড়াইটায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ডা. মোহাম্মদ মহিবুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
সভায় উপস্থিত থাকবেন- প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস, সভায় জননিরাপত্তা বিভাগ, জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, বিদ্যুৎ বিভাগ, ভূমি মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, সুরক্ষা সেবা বিভাগ, আইন ও বিচার বিভাগ এর সিনিয়র সচিব সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশ, র্যাব, আনসার ও গ্রাম রক্ষা বাহিনী এর প্রধানরা চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ সংশিষ্ট সংস্থার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে।
এছাড়াও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম. রেজাউল করিম ও সিডিএ চেয়ারম্যানকে বিশেষ আমন্ত্রণ জানানো এবার জঙ্গল সলিমপুর নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের উচ্চপর্যায়ের বৈঠক।
উল্লেখ্য, একসময় জঙ্গল সলিমপুর চট্টগ্রামের এক বিচ্ছিন্ন এলাকা হিসেবে পরিচিত ছিল। যেখানে প্রবেশ করতে গেলেও ভূমিখেকো ও সন্ত্রাসীদের দেয়া পরিচয়পত্র ছাড়া কেউ ঢুকতে পারতো না। প্রশাসনের কেউ যাতে প্রবেশ করতে না পারে সেজন্যে তাদের নজরদারী ছিল। এলাকাটি ছিল সন্ত্রাসীদের অভয়ারণ্য। জঙ্গল সলিমপুর এলাকাটিতে অনেক পাহাড় রয়েছে কিন্তু ভূমিখেকো ও সন্ত্রাসীরা পাহাড় কেটে সাবাড় করে প্লট বিক্রয় করছিল। পরিবেশের মারাত্মক ক্ষতি করেছে যা অবর্ণনীয়। ভূমি খেকোরা পাহাড় কেটে, অবৈধ বিদ্যুৎ সংযোগসহ অবৈধভাবে আবসস্থল তৈরি করেছে। ইদানীং এ বিষয়ে নজর দেয় জেলা প্রশাসন, চট্টগ্রাম। এ কয়দিনে জেলা প্রশাসনের উদ্যোগে জঙ্গল সলিমপুরে বেশ কয়েকটি অভিযানে প্রায় ৩১০০ একর খাস জমি উদ্ধার কার্যক্রম চলছে। জঙ্গল সলিমপুরের ভূমিদস্যু ও সন্ত্রাসীদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, গত এক মাস ধরে জেলা প্রশাসন সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করে আসছে। আমরা জঙ্গল সলিমপুর এলাকার বেহাত হয়ে যাওয়া প্রায় ৩১০০ একর খাস জমি উদ্ধার করেছি। বেহাত হওয়া খাস জমি ভূমিদস্যুরা সাধারণ মানুষের কাছে প্লট অনুযায়ী দখলস্বত্ব বিক্রয় করে কোটি কোটি টাকা লুটপাট করেছে। তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই বেশ কয়েকটি মামলা করা হয়েছে এবং কয়েকজন কারাগারেও আছেন। জঙ্গল সলিমপুরের উদ্ধারকৃত ৩ হাজার ১০০ একর খাস জমির বিষয়টি সরকারের নজরে আসে।সেজন্যই পাহাড় ও বন রক্ষা করে পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য আনয়ন ও জীববৈচিত্র রক্ষার্থে পুনরায় কিভাবে জঙ্গল সলিমপুর এলাকাটিকে সবুজায়নের মাধ্যমে সরকারের পরিকল্পনা বান্তবায়ন করা যায় তার নিমিত্তে আগামী ১২ সেপ্টেম্বর ২০২২ তারিখে সরকারের উচ্চপর্যায়ের একটি বৈঠক হতে যাচ্ছে। এ মাস্টার প্ল্যানের মাধ্যেমে জঙ্গল সলিমপুর এলাকার অন্ধকার যুগের অবসান ঘটবে।
এমএসএম / জামান

মধুখালীতে জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির আনন্দ র্যালি অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ও বিজয়ের আনন্দ র্যালি অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বিএনপির দোয়া, বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নেত্রকোনায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ইজারাদারের সংবাদ সম্মেলন

চন্দনাইশে ঐক্যের বন্ধনে আবদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় মিছিল

কুষ্টিয়ায় কোর্টপাড়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে জামায়াতের বিজয় মিছিল

জন্ম-মৃত্যু সনদ নিবন্ধনে রংপুর বিভাগে সেরা ইউএনও রুবেল রানা

নাগেশ্বরীতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বিজয় দিবস আনন্দ র্যালি ও আলোচনা সভা

চট্টগ্রামে ওয়ার্ড বিএনপির সভা অনুষ্ঠিত

তানোরে দুই কেজি আলুতে মিলছে না এক লিটার পানি

চালকের চোখে ঘুম, মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের ৭জনের মৃত্যু

রাণীশংকৈলে গণ-অভ্যুত্থান দিবসে বিএনপি'র বিজয় র্যালি
Link Copied