ঢাকা বুধবার, ৬ আগস্ট, ২০২৫

আলীনগরে প্রশাসনের উপর অবৈধ দখলদারদের হামলায় আহত ৩০


সীতাকুণ্ড প্রতিনিধি photo সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশিত: ৯-৯-২০২২ দুপুর ২:৪২
চট্রগ্রামের সীতাকুণ্ডের আলীনগরে প্রশাসনের উপর অবৈধ দখলদারদের হামলায় ঘটনায় গুলিবৃদ্ধ সহ কমপক্ষে  ৩০  জন আহত হয়েছে। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অবৈধভাবে বসবাসকারীদের সরে যাওয়ার জন্য আল্টিমেটাম দিয়েছিল জেলা প্রশাসন। প্রশাসনের আল্টিমেটাম মাথায় নিয়ে সন্ত্রাসীদের আখড়া থেকে বের হতে চেয়েছিল সেখানকার বাসিন্দারা। তবে তাতে বাধ সাঁধে আলীনগরের সন্ত্রাসীরা। পরে সেখানে আটকে রাখা বাসিন্দাদের নিরাপদে বের করে আনতে গেলে ক্ষিপ্ত হয়ে প্রশাসনের সঙ্গে সংঘর্ষে জড়ায় তারা। এসময় প্রশাসনের উপর তারা ইট-পাটকেল নিক্ষেপ করলে আইনশৃঙ্খলা বাহিনীও আত্মরক্ষার্থে ফাঁকা গুলি ছুঁড়ে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ছিন্নমূল আলীনগরে এ ঘটনা ঘটে। এতে দুই পক্ষের ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের স্টাফ অফিসার প্লাবন কুমার বিশ্বাস
 
জানা গেছে, আলীনগর থেকে নিজ দায়িত্বে মালামাল সরিয়ে জায়গা খালি করতে বলেছিল প্রশাসন। সেইসঙ্গে জায়গা খালি না হলে আইন অনুযায়ী উচ্ছেদ করারও কথা জানানো হয়। প্রশাসনের কথা রাখতে অনেক বাসিন্দা জঙ্গল সলিমপুর ছাড়তে শুরু করে। তাতে বাধা দেয় আলীনগরের সন্ত্রাসীরা। তাই যারা নিজ দায়িত্ব বের হওয়ার জন্য চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তাদের নিরাপদে বের করে আনতে যায় প্রশাসন। এমন সময় অবৈধ দখলদাররা প্রশাসনের লোকজনের উপর অতর্কিতভাবে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আত্মরক্ষার্থে ফাঁকা গুলি ছুঁড়ে।
এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের তথ্যমতে  ‘আলী নগরে রাবার বুলেটে আহতের ঘটনায় ছয়জন চমেক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি আছেন। তাদের মধ্যে আলী রাজ হাসান সাগরের অবস্থা গুরুতর। তাকে হাসপাতালের ২৭ নম্বর সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বাকিদের ২০ ও ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। ৬ জনের মধ্যে এরমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যও রয়েছেন বলে জানা গেছে।
 
আহতরা হলেন— আনসার সদস্য বাবলু মন্ডল (২৮) এবং ছিন্নমূলের বস্তিবাসী মো. আলী রাজ হাসান সাগর (২৬), আমেনা বেগম (৩৫), আমেনা বেগম (৫০), মোহাম্মদ পারভেজ (২৭) ও মোহাম্মদ রসুল (২০)। এদের মধ্যে মো. আলী রাজ হাসান সাগরের অবস্থা গুরুতর। 
 
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ  বলেন, ‘এখানে প্রশাসনের কোনো উচ্ছেদ অভিযান ছিল না। জেলা প্রশাসনের কর্মকর্তারা জায়গা পরিদর্শনে এলে তাদের উপর ইট পাটকেল নিক্ষেপ করতে শুরু করে আলীনগরের অবৈধ বাসিন্দারা। এরপর আমরা আত্মরক্ষার্থে ফাঁকা গুলি ছুঁড়ি।’

এমএসএম / এমএসএম

নাগেশ্বরীতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বিজয় দিবস আনন্দ র‌্যালি ও আলোচনা সভা

চট্টগ্রামে ওয়ার্ড বিএনপির সভা অনুষ্ঠিত

তানোরে দুই কেজি আলুতে মিলছে না এক লিটার পানি

চালকের চোখে ঘুম, মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের ৭জনের মৃত্যু

রাণীশংকৈলে গণ-অভ্যুত্থান দিবসে বিএনপি'র বিজয় র‍্যালি

শিক্ষার্থী হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জয়পুরহাটে জামায়াতের বিশাল গণমিছিল

দাউদকান্দিতে ফ্যাসিস্ট সরকারের পতনের বর্ষপূর্তি উদযাপন

সিলেট এসএমপির ট্রাফিক বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত

পূর্বধলায় যুবককে কুপিয়ে হত্যা

আলফাডাঙ্গায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপি বিজয় মিছিল

থামছেই না কান্না নাঙ্গলকোটের জুলাইযোদ্ধা মিলনের পরিবারের

জনগণের সরকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচন দিতে হবেঃ জয়নাল আবেদীন