ঢাকা মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

বিদেশ নয় লালবাগই আমার প্রাণকেন্দ্র : সোলায়মান সেলিম


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ১৮-৯-২০২২ দুপুর ১:৫২

লালবাগ থানা আওয়ামী লীগের কাউন্সিল ২০২২ শীর্ষ পদে আলোচনায় যারা লালবাগ থানা আওয়ামী লীগের শীর্ষ পদে আলোচনায় রয়েছে, সোলায়মান সেলিম, শাহজাদা সাজু,মতিউর রহমান,মকবুল হোসেন।২০ সেপ্টেম্বর ২০২২ ঢাকা মহানগর দক্ষিণ লালবাগ থানা আওয়ামী লীগের অন্তর্ভুক্ত ২৩,২৪,২৫,২৬ নং ওয়ার্ড এর ত্রি বার্ষিক সম্মেলন।মোট চারটি ওয়ার্ড নিয়ে গঠিত  লালবাগ থানা। 

লালবাগ থানা এলাকা একটি প্রাচীন ইতিহাস বহন করেন,তার সামান্য কিছু তুলে ধরা হলো। ঢাকার লালবাগের ইতিহাস আওরঙ্গবাদ কেল্লা ঢাকার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ। এটির নির্মাণকাজ শুরু হয়েছিল ১৬৭৮ সালে। মুঘল সুবেদার মুহাম্মদ আজম শাহ্ কর্তৃক, যিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে নিজেও সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন।

আওয়ামীলীগের রাজনীতির কোন্দল বিহীন একটি থানা হচ্ছে লালবাগ থানা। ঢাকা মহানগর-দক্ষিণ লালবাগ থানা আওয়ামী লীগের সম্মেলন অতিদ্রুত অনুষ্ঠিত হতে  যাচ্ছে এমনটি ধরে নিয়েই নেতাকর্মীরা তৎপর হয়ে উঠেছে। লালবাগ  থানা আওয়ামী লীগের নেতৃত্বে কারা আসছেন তা নিয়ে নেতাকর্মীদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা ;ইতিমধ্যে চায়ের কাপে ঝড় উঠেছে। কে হচ্ছেন সভাপতি ও সাধারণ সম্পাদক? এই প্রশ্নের উত্তরের নির্ভর করছে অনেক কিছু। এ দিকে সমর্থন পেতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সম্পর্ক বাড়াতে ব্যস্ত হয়ে উঠেছেন পদ প্রত্যাশীরা। ফলে সম্মেলনকে ঘিরে নতুন করে আওয়ামী লীগের রাজনীতিতে ব্যাপক প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, লালবাগ থানা আওয়ামী লীগের সভাপতির পদ-প্রার্থী কেউ কেউ আলোচনায় থাকলেও আদর্শিক নেতৃত্ব হিসেবে পছন্দের শীর্ষে রয়েছেন, হাজী মোঃ সেলিমের পুত্র সোলায়মান-সেলিম।স্থানীয়রা বলেন, ঢাকা মহানগর-দক্ষিণ লালবাগবাসির অহংকার, জামাত-বিএনপির পেট্রোল বোমা ও নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথের প্রতিবাদী সৈনিক,মেহনতি মানুষের অকৃত্রিম বন্ধু সোলায়মান সেলিম। 

স্থানীয় আওয়ামী লীগের নেতাদের দাবি তাদের পছন্দের প্রার্থীকেই যেনো লালবাগ থানা আওয়ামী লীগের সভাপতি হিসেবে উপহার দেন দলের কেন্দ্রীয় নেতারা। 
তারা বলেন বর্তমান এবং আগামীর দিনে নতুনত্বের রাজনীতিতে সোলায়মান সেলিমের বিকল্প নেই। তিনি নির্লোভ তার নেই কোনো হিংসা বিদ্বেষ। তিনি একজন সাদা মনের মানুষ। 

এ বিষয় কথা হয় লালবাগ থানা ছাত্রলীগের সভাপতি সুমনের সাথে।তিনি বলেন, সোলায়মান সেলিম একজন ক্লিন ইমেজের লোক তার তুলনা তিনি নিজেই, রাজনীতির পাশাপাশি তাদের আছে বৃহৎ ব্যবসাবানিজ্য তারা হাজী সেলিম ফ্যামিলি তাদের দলের প্রতি অনুগত, তাদের দল দিয়ে আয় করতে হয় না। উল্লেখ্য করোনা কালে তাদের কাজ থেকে লক্ষ লক্ষ মানুষ সাহায্য পেয়েছে। দলের এবং দেশের যেকোনো দুর্যোগ লালবাগ ও চকবাজার এলাকায় তাদেরই রয়েছে একাধিক সহযোগিতার প্রমাণ তাই (সোলেমান সেলিম) কে লালবাগ থানা আওয়ামী লীগের সভাপতি দায়িত্ব দিলে দল আরও সুসংগঠিত হবে বলে আমি মনে করি। 

এক প্রশ্নেঃ সোলায়মান সেলিম সকালের সময়কে বলেন আমি পড়াশুনা করেছি বিদেশে কিন্তু লালবাগ আমার প্রাণ কেন্দ্র তাই আমার বাবার আদর্শ আওয়ামী লীগের রাজনীতিতে বঙ্গবন্ধুর আদর্শ মনে প্রাণে ধারণ ও লালন করেই দলকে এগিয়ে নিতে চাই। তিনি আরও বলেন লাল বাগের আওয়ামী লীগের প্রবীণ ও নবীনদের নিয়ে আমার রাজনীতি লাল বাগের জনগণকে সাথে নিয়ে বাঁচতে চাই 

এদিকে সাধারন  সম্পাদক পদে বেশ নাম শোনা যাচ্ছে শাহজাদা সাজু'র তিনিও ১৯৫৮ সাল থেকে রাজনীতি করেন। ১৯৬০ সালে  নবাবগঞ্জ ইউনিট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। সাবেক ৫৯( বর্তমান-২৩) নং ওয়ার্ড আওয়ামীলীগের ১ম যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন দীর্ঘদিন যাবৎ,, অতঃপর ২০০৬-২০১৬ অবদি টানা ১০বছর ২৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সফল সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন,  সেইসাথে লালবাগথানা আওয়ামীলীগের কার্যকরী সদস্যেরও দায়িত্বে আছেন। তার বিষয় স্থানীয়রা বলেন, দুর্দিনের লড়াই সংগ্রাম আন্দোলনের ত্যাগী নেতা মোঃ শাহজাদা সাজু লালবাগথানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  হলে এলাকাটি আওয়ামী লীগের একটি শক্তিশালী ঘাঁটি হবে বলে জানান।

এমএসএম / এমএসএম

কৃষক লীগ নেতা মোজাজ্জেল ঢালী এখন স্বেচ্ছাসেবক দলে পদ পেতে মরিয়া

আশুলিয়াকে "উচ্চ শিক্ষা নগরী" গড়তে পাঁচ বিশ্ববিদ্যালয়ের একসাথে পথচলা

কোতোয়ালী থানা প্রেসক্লাবের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: সাংবাদিক সমাজে আনন্দ ও উচ্ছ্বাস

মেহনতী ও শ্রমজীবী মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজপথের নির্ভীক সৈনিক আব্বাস আলী: জয়পুরহাট-২ এ পরিবর্তনের প্রত্যাশা

ইসলামী ক্যাটাগরিতে সেরা অভিনেতার সম্মাননা পেলেন শিশু শিল্পী নাহিদুল ইসলাম

গঠনতন্ত্র ও আরপিও অনুযায়ী কাউন্সিলে নির্বাচিত বৈধ নেতৃত্ব লাঙ্গল প্রতীকের মালিক

মাদকবিরোধী অভিযান, ‎ব্যাপক পরিবর্তন গেন্ডারিয়া এলাকায়

জেএসএস এর নবনির্বাচিত যুগ্ম মহাসচিব শোয়েব রহমান

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রুহুল আমিন গাজীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মন্দির পরিদর্শনে ঢাকা গেন্ডারিয়া থানার ওসি, পূজাকে ঘিরে কড়া নিরাপত্তার আশ্বাস

রূপনগর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) মো.মোরশেদ আলমের যোগদান