ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

মহাসড়ক অবরোধ করে কাঁচপুরে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ


রমজান হাসান, সোনারগাঁও  photo রমজান হাসান, সোনারগাঁও
প্রকাশিত: ৮-৭-২০২১ বিকাল ৬:৩৫

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার শিল্পনগরী কাঁচপুরের সিনহা অ্যান্ড ওপেক্স গ্রুপের শ্রমিকরা দুই মহাসড়কের রাস্তার মাঝে আড়াআড়িভাবে ট্রাক, পিকআপভ্যান ও বিদুতের খুঁটি ফেলে রাস্তা অবরোধ করেন। এ সময় শ্রমিকরা লাঠি হাতে তাদের দাবি আদায়ে বিক্ষোভ করে বিভিন্ন স্লোগান দেন। শ্রমিকদের রাস্তা অবরোধের ফলে দুই মহাসড়কে কয়েকশ মালবাহী যানবাহন ও প্রাইভেটকার আটকা পড়ে। ফলে কাঁচপুর সেতুর দুই পাশে ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এদিকে, কঠোর লকডাউনের মধ্যেও রাস্তায় ছিল পর্যাপ্ত পরিমাণ গাড়ি। কারণ ও অকারণে মানুষ বের হচ্ছেন রাস্তায়। সে কারণে বৃহস্পতিবার থেকে মহাসড়কে ছিল অতিরিক্ত গাড়ির চাপ। অবরোধের কারণে কঠোর লকডাউন ও বিধিনিষেধের মধ্যেও মহাসড়কে এ যানজট হয়। যানজটের কারণে সকাল থেকেই থেমে থেকে চলে গাড়ি। কঠোর লকডাউনের মধ্যেও পুরো উপজেলায় বেড়েছে সাধারণ মানুষের চলাচল ও গাড়ির চাপ। প্রশাসনের কঠোর অবস্থান সত্ত্বেও মানুষ মানছে না লকডাউনের বিধিনিষেধ। তবে শ্রমিকরা কোনো ভাংচুরের ঘটনা ঘটাননি।

খবর পেয়ে সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মো. আতিকুল ইসলাম, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ অঞ্চল) শেখ বিল্লাল হোসেন, সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন। পরে মালিকপক্ষের আশ্বাসে বিকেল ৪টার দিকে শ্রমিকরা তাদের অবরোধ ও অবস্থান প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়। 

মহাসড়ক অবরোধে অংশ নেয়া ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের শ্রমিক আনোয়ার, সিদ্দিক, রফিকুল, নাজমা বেগম, সাথি ও রিনা আক্তার অভিযোগ করেন, ৩ মাস ধরে তারা বেতন-ভাতা পাচ্ছেন না। কারখানাটি বর্তমানে বন্ধ আছে। মালিকপক্ষ বিভিন্ন সময় বেতন দেয়ার আশ্বাস দিলেও তারা তাদের শ্রতিশ্রুতি রাখছে না। বেতন-ভাতা পরিশোধ না করা হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন।

শ্রমিকরা জানান, এর আগেও আমরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করেছি। পুলিশের পক্ষ থেকে মালিকপক্ষের সঙ্গে কথা বলে আমাদের বেতন পরিশোধের আশ্বাস দেয়া হয়। আশ্বাসের কোনো সমাধান হয়নি। আমাদের তিন মাসের বেতন বকেয়া রয়েছে। এখন সরকারের লকডাউন চলছে। আমাদের বাড়িভাড়া, দোকান বাকি, সংসার খরচ চালাতে পারছি না। অনেক পরিবার না খেয়ে দিন পার করছে। আমাদের দেখার মতো কেউ নেই। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।

ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের শ্রমিকরা আরো বলেন, সে ফ্যাক্টরি খোলে না, আমাদের বেতনও দেয় না। শুধু আমাদের কাছ থেকে সময় নেয়। প্রতি মাসের ৭ তারিখের মধ্যে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করার কথা থাকলেও অনেক শ্রমিকের প্রায় তিন-চার মাসের বেতন বকেয়া রয়েছে। এছাড়া  শ্রমিকদের অবসর সার্ভিসের টাকা, মাতৃত্বকালীন ছুটি, বাৎসরিক ছুটির টাকা, মৃত্যুজনিত এককালীন বীমার টাকা পরিশোধ করা হচ্ছে না। এসব বিষয় নিয়ে শ্রমিকরা মালিকপক্ষের লোকজনের সাথে কথা বলতে গেলে তারা কারাখানা লে-অফ ঘোষণা করার ভয়ভীতি দেখাচ্ছে।

তারা আরো বলেন, আমাদের দাবি পূরণের কথা ছিল। আমরা কারখানার প্রধান ফটকে গিয়ে দেখি নোটিসে লেখা রয়েছে এক মাসের বেতন ও একটি বেতন-বোনাস ছাড়া কিছুই দেয়া হবে না। তাই আমরা মহাসড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছি। আমাদের দাবি পূরণ না হলে মহাসড়ক ছাড়ব না। পরিচালক তারেক রহমান কয়েকবার দাবি পূরণের আশ্বাস দিয়েও টালবাহানা শুরু করেছে।

শ্রমিকদের আন্দোলনের বিষয়ে ওপেক্স সিনহা গার্মেন্টের পরিচালক তারেক রহমান জানান, শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি মনিরুজ্জামান জানান, বৃহস্পতিবার সকাল থেকে শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম ও সিলেট মহাসড়কে যাজটের সৃষ্টি হয়েছে। তারা মহাসড়কে অবস্থানকালে পুলিশ তাদের মহাসড়ক ছেড়ে দিতে অনুরোধ করলেও তারা তা শোনেনি। পরে বিকেলে মালিকপক্ষের সাথে বৈঠক শেষে তাদের আশ্বাসের পর শ্রমিকরা তাদের অবরোধ তুলে নিলে পণ্যবাহীসহ সকল যান চলাচল স্বাভাবিক হয়। 

কাঁচপুর শিল্প পুলিশের ইনচার্জ নুরুল ইসলাম জানান, শ্রমিকদের দাবি নিয়ে মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে। তাদের দাবি পূরণের আশ্বাস দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে পণ্যবাহী যান চলাচল স্বাভাবিক হয়। 

সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মো. আতিকুল ইসলাম জানান, কাঁচপুরে শ্রমিকদের রাস্তা থেকে ফেরানোর চেষ্টা করি। সিনহা অ্যান্ড ওপেক্স গ্রুপের মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করার পর মালিকপক্ষ শ্রমিকদের কিছু দাবি মেনে নেয়।

এমএসএম / জামান

ধামইরহাটে ইউনিয়ন পর্যায়ে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা যাচাই কর্মশালা অনুষ্ঠিত

বালাগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

বরিশাল ৩নং আসনে তৃণমুলের পছন্দের প্রার্থী আঃ ছত্তার খান

বাঁশখালীর সেই ভেঙে পড়া কালভার্ট নিজস্ব অর্থায়নে মেরামত করে দিলেন গণ্ডামারা ইউপি চেয়ারম্যান

কাউনিয়ায় আমন মৌসুমের ধান ও চাল ক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু

রাজশাহী-১ আসনে ভোটের মাঠে জনপ্রিয়তার শীর্ষে অধ্যাপক ড. আব্দুর রহমান মুহসেনী

ফ্যাসিস্ট,চাঁদাবাজ,জুলুমবাজদের আর ছাড় দেয়া হবেনাঃ ডাকসু ভিপি সাদিক কায়েম

আদমদীঘিতে জাতীয় প্রানি সপ্তাহ উপলক্ষ্যে প্রানি সম্পদ প্রদর্শনী

হাটহাজারীতে প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

নড়াইলে সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই আমির হোসেন ও এএসআই রুহুল আমিন

পাবিপ্রবির শিক্ষার্থীদের জন্য ‘উচ্চ শিক্ষায় মানসিক চাপ নিয়ন্ত্রণ কৌশল’ শীর্ষক কর্মসূচি ও রিসার্চ মেথোডলোজি বিষয়ে প্রশিক্ষণ

ধামইরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে উদ্বোধনী প্রদর্শনী মেলায় দুম্বা প্রদর্শন

হোসেনপুরে গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের সাথে নবাগত ডিসি মোহাম্মদ আসলাম মোল্লার মতবিনিময়