ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

শহরজুড়ে যত্রতত্র পার্কিং, ফুটপাথ দখল করে ব্যবসা


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ১১-১০-২০২২ দুপুর ১২:১০

মুন্সীগঞ্জ শহরজুড়ে যত্রতত্র পার্কিং ও ফুটপাত দখল করে চলছে ভাসমান ব্যবসা।  এতে সংকীর্ণ হয়ে পড়ছে সড়ক, দেখা দিচ্ছে যানজট। শহরে যানজট যেন নিত্যদিনের ভোগান্তি। অন্যদিকে দিন দিন পাল্লা দিয়ে বেড়েই চলছে অটো-মিশুক। কাঁচাবাজার থেকে শুরু করে কাচারি এলাকা পর্যন্ত রাস্তার দুই ধারে অবাধে বসে ভাসমান দোকান। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রধান সড়কেই চলে বেচাকেনা। 

সাধারণ মানুষের অভিযোগ, অপরিকল্পিতভাবে ফুটপাথ দখল করে পার্কিং ও ব্যবসা চললেও ফুটপাথ দখলমুক্ত করতে উদ্যোগী হয় না প্রশাসন। একদিকে রাস্তার দুই ধারে ভাসমান ভ্যানে করে মালামাল বিক্রিতে ফুটপাধ ধরে সাধারণ মানুষের হাঁটা দুষ্কর হয়ে পড়ছে, অন্যদিকে যত্রতত্র অটো-মিশুক ও অন্যান্য গাড়ি পার্কিং যেন মরার উপর খাঁড়ার ঘা।

ফুটপাথ ব্যবসায়ীরা বলছেন, পুলিশ ও নেতাদের ম্যানেজ করেই ব্যবসা চালাচ্ছেন তারা।

পৌর শহরের বিভিন্ন স্থানের মূল সড়কেই অটো ও সিএনজির স্ট্যান্ড। যেন রাস্তা আর ফুটপাথই তাদের ওয়ার্কশপ। লাগামহীনভাবে বেড়ে চলছে অটো-মিশুক। যানজটের পাশাপাশি নিয়মিত ভোগান্তিতে শহরবাসী। এখনই পদক্ষেপ না নিলে ভবিষ্যতে ভোগান্তির মাত্রা আরো বাড়ার শংকা রয়েছে। 

এদিকে আবার কাচারি এলাকার শিল্পকলা থেকে শুরু করে লিচুতলা পর্যন্ত ফুটপাথ রয়েছে রেন্ট এ কারের দখলে। এখানে সহজেই পাওয়া যায় গাড়ির ইঞ্জিনসহ খুচরা যন্ত্রাংশ। সেখানে ব্যবসায়ীরা ফুটপাথ দখলের পর রাস্তারও অন্তত ১০ ফুট দখল করে যন্ত্রাংশ সাজিয়ে রাখেন। করছেন মোটরসাইকেল মেরামতের কাজও। এই এলাকায় তাদের দখলে থাকে রাস্তার বিশাল একটা অংশ। রাস্তার এক পাশে সব সময় দাঁড়িয়ে থাকে কার, মাইক্রোবাস ও মোটরসাইকেল। এখানেই করা হয় মেরামত। এসব গাড়ি সেখান থেকে নানা জায়গায় ভাড়ায় যায়।

এভাবে দখল-বেদখল আর ম্যানেজে ফুটপাথ আর রাস্তায় বসে কাঁচাবাজারও। বাজার এলাকায় গতকাল সোমবার সন্ধ্যায় ভ্যানগাড়ি নিয়ে ফুটপাথে সবজি বিক্রি করছিলেন এক ব্যক্তি। ব্যবসা করতে কাউকে চাঁদা দিতে হয় কিনা- প্রশ্নে তিনি বলেন, এখানে বসলে ২০ থেকে ৩০ টাকা করে দিতে হয়। 

পথচারীদের চলাচল স্বাভাবিক রাখতে ফুটপাথ দখলমুক্ত অত্যাবশ্যকীয় বলে মনে করছেন সুশীল সমাজের ব্যক্তিবর্গ। সুশীল সমাজের পক্ষে অভিজিৎ দাস ববি বলেন, পৌর শহরে যানজট নিরসনে পার্কিং জায়গা নির্ধারণ করে দেয়া উচিত। তাহলে রাস্তার দুই ধারে ভাসমান দোকান এমনিতেই বন্ধ হয়ে যাবে। 

ট্রাফিক পুলিশের টিআই (সদর) বজলুর রহমান জানান, আমরা সড়কে যানজট নিরসনে ভাসমান গাড়িগুলো না বসার জন্য সব সময় বলে থাকি। এ বিষয়ে আমাদের কার্যক্রম চলমান থাকবে। 

পৌর প্যানেল মেয়র সোহেল রানা রানু জানান, যানজট নিরসন আর ফুটপাথে ভাসমান দোকান উচ্ছেদে আমরা তৎপর। তবে আমাদের একার পক্ষে সম্ভব নয়। জেলা প্রশাসন, জেলা পুলিশ আর পৌরসভার সমন্বয়ে এসব নির্মূল করা সম্ভব। আশা করছি অচিরেই এ সমস্যার সমাধান হবে। 

জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল বলেন, মানুষের চলাফেরা নির্বিঘ্ন করতে ফুটপাথ দখলমুক্ত করা হবে। সেই সাথে অবাধে বেড়ে যাওয়া অটো-মিশুক নিয়ন্ত্রণে পৌরসভাকে অবহিত করা হয়েছে। আশা করছি শীঘ্রই এ সমস্যার সমাধান হবে। 

এমএসএম / জামান

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের প্রাণিসম্পদ সপ্তাহ, প্রদর্শনী এর উদ্বোধন ও দিনব্যাপী প্রশাসনিক কার্যক্রম

ধামইরহাটে ইউনিয়ন পর্যায়ে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা যাচাই কর্মশালা অনুষ্ঠিত

বালাগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

বরিশাল ৩নং আসনে তৃণমুলের পছন্দের প্রার্থী আঃ ছত্তার খান

বাঁশখালীর সেই ভেঙে পড়া কালভার্ট নিজস্ব অর্থায়নে মেরামত করে দিলেন গণ্ডামারা ইউপি চেয়ারম্যান

কাউনিয়ায় আমন মৌসুমের ধান ও চাল ক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু

রাজশাহী-১ আসনে ভোটের মাঠে জনপ্রিয়তার শীর্ষে অধ্যাপক ড. আব্দুর রহমান মুহসেনী

ফ্যাসিস্ট,চাঁদাবাজ,জুলুমবাজদের আর ছাড় দেয়া হবেনাঃ ডাকসু ভিপি সাদিক কায়েম

আদমদীঘিতে জাতীয় প্রানি সপ্তাহ উপলক্ষ্যে প্রানি সম্পদ প্রদর্শনী

হাটহাজারীতে প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

নড়াইলে সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই আমির হোসেন ও এএসআই রুহুল আমিন

পাবিপ্রবির শিক্ষার্থীদের জন্য ‘উচ্চ শিক্ষায় মানসিক চাপ নিয়ন্ত্রণ কৌশল’ শীর্ষক কর্মসূচি ও রিসার্চ মেথোডলোজি বিষয়ে প্রশিক্ষণ

ধামইরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে উদ্বোধনী প্রদর্শনী মেলায় দুম্বা প্রদর্শন