ঢাকা সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

তানোরে আদালতের রায় মানছেন না নাজির ও পাইলটরা


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১৯-১০-২০২২ দুপুর ১:৩৭

রাজশাহীর তানোরে একটি বিরোধপূর্ণ ভিপি সম্পত্তিতে আদালত কর্তৃক রায় পাওয়ার পরও দখল দিচ্ছে না প্রভাবশালীরা। এতে নিরুপায় হয়ে গতকাল আব্দুল লতিফ দিং দরখাস্তকারী বাদী হয়ে তানোর এসিল্যান্ড বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। কিন্তু বিবাদী প্রভাবশালী আসাদুজ্জামান পাইলটের দ্বারা প্রভাবিত হয়ে তানোর উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট সহকারী (ভারপ্রাপ্ত নাজির) সাহিনুর রহমান এই অনৈতিক কাজে তাদের সহায়তা করছেন। এতে ওই সম্পত্তি দখলে নিতে আরো বেপরোয়া হয়ে উঠেছেন পাইলট।

ভুক্তভোগীগের অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মাদারীপুর গ্রামের জমসেদপুর মৌজায় অবস্থিত আরএস ২৫ নম্বর খতিয়ানে ৩৬ নম্বর দাগে ১৭ শতাংশ জমি রয়েছে। এ সম্পত্তি নিয়ে তানোর সহকারী জজ আদালতে কয়েক বছর আগে মামলা হয়, যার নম্বর ৯৯/২০১৩ অঃপ্রঃ। ভিপি কেস নম্বর ১৬১/৭৮। ওই মমলায় দরখাস্তকারী আব্দুল লতিফ দিং রায় পান, যা ১৫০৯ নম্বর স্মারকে অবহিত করা হয়। এর ইনফরমেশন স্লিপসহ রায়ের কপি সংযুক্ত করে লিজ বা খাজনা বন্ধের ব্যাপারে আবেদন দেন আব্দুল লতিফ। এতে বিবাদী করা হয় মৃত আফতাব মাস্টারের পক্ষে ছেলে আসাদুজ্জামান পাইলট।

এ বিষয়ে আব্দুল লতিফ জানান, ওই সম্পত্তি নিয়ে আদালতে মামলার রায় আমরা পেয়েছি। কিন্তু যে কোনো মারফতে জানতে পারি প্রতিপক্ষ প্রভাবশালী মাদারীপুর গ্রামের মৃত আফতাব মাস্টারের ছেলে আসাদুজ্জামান পাইলট যে কোনো মূল্যে জায়গাটি লিজ নিতে চায়। এজন্য উঠেপড়ে লেগেছে। আর তাকে সব ধরনের সহযোগিতা করছেন নাজির সাহিনুর রহমান।

তিনি আরো জানান, বিষয়টি জানতে পেয়ে আবেদনের সঙ্গে আদালতের রায়ের কপি ও দলিলসহ যাবতীয় কাগজপত্র এসিল্যান্ড বরাবর দাখিল করা করা হয়েছে। এরপরও নাজির কোনোকিছুর তোয়াক্কা না করে পাইলটকে অনৈতিক কাজে সহায়তা করছেন।

বুধবার (১৯ অক্টোবর)  সরেজমিন এ প্রতিবেদক দেখতে পান মাদারীপুর প্রাথমিক স্কুলসংলগ্ন গ্রামীণ পাকা রাস্তার দক্ষিণে পতিত অবস্থায় পড়ে রয়েছে ওই সম্পত্তি। এতে সিমেন্টের ছোট খুঁটি ও তার দিয়ে ঘেরা রয়েছে। বেশকিছু গাছও কাটা আছে। মনে হলো দীর্ঘদিনের। সেখানে কয়েকটি চা স্টল রয়েছে। প্রবীণ কিছু ব্যক্তি ছাড়াও নুরুল ইসলাম নামে এক বীর মুক্তিযোদ্ধাও সেখানে ছিলেন।

তারা সবাই বলেন, জায়গাটির মালিক লতিফরা। কিন্তু ক্ষমতার প্রভাব খাটিয়ে পাইলট জুলুম করছেন। জায়গাটি নিয়ে আরেক জমির সাথে বিনিময় করেছিল পাইলটের পিতা। কিন্তু ওই জমিও জালিয়াতি করে বিক্রি করেন পাইলটরা। আবার এই জায়গাও নিতে চান। এটা অমানবিক ও বেআইনি।

তানোর উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট সহকারী (ভারপ্রাপ্ত নাজির) সাহিনুর রহমান অনৈতিক কাজে তাদের সহায়তার বিষয়টি অস্বীকার করে বলেন, তিনি এসব বিষয়ে অবগত নন। পরে অভিযোগের বিষয়ে নাজিরের সাথে কথা বলতে গেলে তিনি হুমকি দিয়ে বলেন, তারা জমি পাবেন না। তাতে হাইকোর্টের অর্ডার নিতে হলেও নেয়া হবে। আমরা অভিযোগ দিলাম। নিয়ম অনুযায়ী উভয়পক্ষকে নোটিসের মাধ্যমে ডেকে যার যে কাগজপত্র আছে দেখবেন বা শুনানি করবেন বলে তার ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি ছাড়া কোনো মন্তব্য নেই বলে এড়িয়ে যান।

তবে এ ব্যাপারে তানোর সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাতের ০১৭১৬-১৪৫৪১৪ নম্বর মোবাইলে একাধিকবার কল করা হলেও রিসিভ হয়নি।

এমএসএম / জামান

রাজশাহী-১ আসনে বিএনপির মনোনয়ন ফরম তুললেন শরীফ উদ্দিন

রাণীনগরে প্রায় ৮০ লক্ষ্য টাকা ব্যয়ে নির্মান হলো বৌদ্ধভূমিতে স্মৃতিসৌধ

নাজিরপুরে নামওয়াস্তে কাজ করে ৪০ লক্ষ টাকার শিংহভাগ আত্মসাতের অভিযোগ

মধুখালীতে বিকল্প আয়ের উৎস হিসেবে জেলেদের বকনা বাছুর প্রদান

চট্টগ্রামে গিয়াস কাদের ও হুম্মাম কাদেরের মনোনয়ন পত্র সংগ্রহ

মুকসুদপুর পৌর আওয়ামী লীগের দুই নেতার দলীয় পদ থেকে পদত্যাগ

এবারের নির্বাচন হবে দেশ ও গণতন্ত্র রক্ষার নির্বাচন- মনিরুল হক চৌধুরী

শৃংখলার সাথে প্রত্যেক ভোটারের বাড়ি গিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করুন : মাহমুদ হাসান খান বাবু

তানোরে তিন ফসলি জমি নষ্ট করে হিমাগার নির্মাণ

যশোরে খেজুরের রস ও গুড় বিক্রির লক্ষ্যমাত্রা ১০০ কোটি টাকা

নোয়াখালীতে মাদক-সন্ত্রাস ও কিশোরগ্যাং রোধে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নেত্রকোনা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

আন্তঃকালেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন