তানোরে ফের সক্রিয় মাটিদস্যুরা, নষ্ট হচ্ছে সরকারি রাস্তা
রাজশাহীর তানোরে ফের সক্রিয় হয়ে উঠেছে ভেকু ও মাটিদস্যুরা বলে অভিযোগ উঠেছে। আর এসব ভেকুদস্যুর কারণে হেরো ট্র্যাক্টরে করে মাটি বহন করায় নষ্ট হচ্ছে সরকারি রাস্তা। কাদা ভিজে মাটি রাস্তায় পড়ার কারণে সামান্য বৃষ্টিতে পিচ্ছিল হয়ে পড়ছে রাস্তা। এতে ঘটছে দুর্ঘটনা। উপজেলার কলমা ইউপির চকপ্রভুরাম গ্রামে ঘটছে এমন ঘটনা। ফলে রাস্তা রক্ষার্থে স্থানীয় প্রশাসনের জোরালো হস্তক্ষেপ বা অভিযানের দাবি তুলেছেন স্থানীয়রা।
জানা গেছে, তানোর উপজেলার আনাচে কানাচে এমপি ফারুক চৌধুরীর নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক সকল রাস্তা নতুনভাবে পাকা করা হয়েছে। বিগত ৩ বছর ধরে রাস্তার কাজ চলমান রয়েছে। কিন্তু সরকারের কোটি কোটি টাকার রাস্তা নষ্ট করে ফেলছে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে সেই মাটি হেরো ট্রাক্টরে করে এসব পাকা রাস্তা দিয়ে বহন করার কারণে নষ্ট হয়ে চরম ঝুঁকিপুর্ণ হয়ে পড়েছে রাস্তা।
আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) সরেজমিন দেখা যায়, উপজেলার কলমা ইউনিয়নের চকপ্রভুরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গ্রামের পাকা রাস্তার পূর্ব দিকে আম বাগানসহ বিভিন্ন প্রজাতির গাছ ধ্বংস করে ভেকু মেশিন দিয়ে মাটি কাটছে মান্দা উপজেলার ভেকুদস্যু রাজ্জাক। ওই মাটি পাঁচটির মতো হেরো ট্যাক্টরে করে সল্লাপাড়া দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ঘৃতকাঞ্চন গ্রামের এক প্রবাসীর জায়গা ভরাটের জন্য। গত কয়েক দিন ধরে চলছে মাটি বহনের কাজ। অন্তত ৫ থেকে ৬ কিলোমিটার রাস্তায় মাটি পড়ে কাদায় একাকার হয়ে পড়েছে।
এদিকে, সিত্রাংয়ের প্রভাবে দুপুরের আগে গুড়িঘুড়ি বৃষ্টি হয়। যার কারনে চরম ঝুকিপূর্ণ হয়ে পড়েছে রাস্তাটি। পায়ে হেঁটে ছাড়া কোন যানবাহনে যাওয়া মানেই বিপদে পড়তেই হবে। ঘৃতকাঞ্চন গ্রামে যে প্রবাসী মাটি ভরাট করছেন তিনি জানান, আমার টাকায় আমি মাটি নিয়ে আসছি তাতে যত যা হয় দেখা হবে। রাস্তা কাদা পিচ্ছিল হয়েছে সেটা সরকার দেখবে। আমার কাজ আমি করে যাব। তার সাথে থাকা আরেকজন বলেন, এসপি, ডিসি, ওসি, ইউএনও যে আসবে তাদের কিভাবে ম্যানেজ করতে হয় জানা আছে। তারা কি সততা নিয়ে চলে সেটাও জানা আছে। আমাদের কাজে বাধা দিলে আমরাও উচিৎ শিক্ষা দিব বলে প্রচুর দাপট দেখান তারা।
যে জমি কাটা হচ্ছে তার মালিক আদিবাসী চকরতিরাম গ্রামের কালিদাসের পুত্র সুনাতন। তিনি জানান, ভেকু মেশিন দিয়ে মাটি কেটে বিক্রি করছেন রাজ্জাক। আর আমাকে কোন টাকা দেওয়া লাগবে না। ভেকু মালিক রাজ্জাক জানান, দু’দিন ধরে কাজ চলছে। মাটি বিক্রি করা হচ্ছে। কোন অনুমতি আছে কি না জানতে চাইলে তিনি জানান, এসব ছোট কাজ কি অনুমতি লাগবে। মাটি বহনের জন্য পাকা রাস্তা কাদায় রুপ নিয়ে পিচ্ছিল হয়ে পড়েছে এর দায় কে নিবে প্রশ্ন করা হলে উত্তরে বলেন, কুদাল দিয়ে কাদা তুলে ফেলা হবে।
উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান জানান, এতো মন্দার মধ্যেও উন্নয়ন থেমে নেয়। তানোরে রাস্তার গলার কাটা ভেকু মেশিনে মাটি কেটে নতুন পাঁকা রাস্তা দিয়ে বহন করা। এজন্য অনেক রাস্তা নষ্ট হয়ে গেছে। আমি বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যারের সাথে বসে অনুরোধ করে বলব জরুরি ভাবে অভিযান চালিয়ে ব্যবস্থা নিতে।
তিনি আরো বলেন, যেখানে রাস্তা দিয়ে মাটি বহন করবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ এবং তৃনমুল জনপ্রতিনিধিরা যেন এসব কাজে সহযোগিতা না করে বাধা প্রয়োগের মাধ্যমে সরকারি রাস্তা রক্ষার জন্য ভুমিকা পালন করেন।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ জানান, আমি বাহিরে আছি। অফিসে থাকলে অবশ্যই অভিযান চালিয়ে কঠোর ব্যবস্থা গ্রহন করতাম। তারপরও বিষয়টি অতি গুরুত্ব সহকারে দেখা হবে বলে জানান ইউএনও।
এমএসএম / জামান
রাজশাহী-১ আসনে বিএনপির মনোনয়ন ফরম তুললেন শরীফ উদ্দিন
রাণীনগরে প্রায় ৮০ লক্ষ্য টাকা ব্যয়ে নির্মান হলো বৌদ্ধভূমিতে স্মৃতিসৌধ
নাজিরপুরে নামওয়াস্তে কাজ করে ৪০ লক্ষ টাকার শিংহভাগ আত্মসাতের অভিযোগ
মধুখালীতে বিকল্প আয়ের উৎস হিসেবে জেলেদের বকনা বাছুর প্রদান
চট্টগ্রামে গিয়াস কাদের ও হুম্মাম কাদেরের মনোনয়ন পত্র সংগ্রহ
মুকসুদপুর পৌর আওয়ামী লীগের দুই নেতার দলীয় পদ থেকে পদত্যাগ
এবারের নির্বাচন হবে দেশ ও গণতন্ত্র রক্ষার নির্বাচন- মনিরুল হক চৌধুরী
শৃংখলার সাথে প্রত্যেক ভোটারের বাড়ি গিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করুন : মাহমুদ হাসান খান বাবু
তানোরে তিন ফসলি জমি নষ্ট করে হিমাগার নির্মাণ
যশোরে খেজুরের রস ও গুড় বিক্রির লক্ষ্যমাত্রা ১০০ কোটি টাকা
নোয়াখালীতে মাদক-সন্ত্রাস ও কিশোরগ্যাং রোধে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নেত্রকোনা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল
আন্তঃকালেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
Link Copied