রাজধানীর মোহাম্মদপুরে আলিফ পরিবহনের বিরুদ্ধে মানববন্ধন

সড়ক দুর্ঘটনায় নিহত আলামীনের হত্যার দাবিতে মানবন্ধন পালন করেছেন রাজধানীর মোহাম্মদপুর এলাকাবাসী। আজ শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত চলে মানববন্ধন। মানববন্ধনটি শিয়া মসজিদ থেকে টোকিও স্কয়ার মার্কেট, জাপান গার্ডেন পর্যন্ত বিস্তৃত হয়। এতে কয়েকশ লোক অংশগ্রহণ করেন।
গত শনিবার সকাল ১০টায় সড়ক দুর্ঘটনায় নিহত আল আমিন হত্যার বিচার দাবিতে ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’ স্লোগানে আদাবর, শিয়া মসজিদসংলগ্ন জাপান সিটি গার্ডেনের সামনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে পরিবারের পক্ষ থেকে পাঁচটি দাবি জানানো হয়। অন্যথায় তাদের আন্দোলন অব্যাহত রেখে কঠিন আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়।
আলামীনের হত্যাকাণ্ডের বিষয়ে তার পরিবারের সদস্যরা বলেন, আমরা এই হত্যাকাণ্ডের সঠিক বিচার চাই।
নিহত আলামীন (২৫) একজন পাঠাও রাইড শেয়ারার করতেন। গত ২৪ অক্টোবর রাত ৮টার দিকে যাত্রীসহ পাঠাও রাইড শেয়ার করার সময় আলিফ পরিবহনের একটি বাসের সাথে বেপরোয়া গতির কারণে নিহতের বাইকের সংঘর্ষ হয়। সাথে সাথেই বাইক চালক আলামীন ও তার পেছনে যাত্রী বাসের নিচে চলে যান।
বাসের ড্রাইভারের খামখেয়ালিপনা ও বেপরোয়া মনোভাবের কারণে সংঘর্ষ হওয়ার পরও ঘাতক আলিফ বাসটি কোনভাবেই গতিরোধ করেনি। ফলে বাসের চাকায় পিষ্ট হতে হতে ন্যূনতম ২০ ফুট সামনে চালিয়ে নিয়ে যাওয়ায় নিহতের বুকের ওপর দিয়ে উঠে যায়। সাথে মাথায় হেলমেট থাকার কারণে মাথার পেছনের অংশ থেঁতলে যায়। তাৎক্ষণিকভাবে পঙ্গু হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বাইকার আলামিনকে মৃত ঘোষণা করেন এবং আহত যাত্রীকে আইসিইউতে প্রেরণ করেন।
আলামীনের পরিবারের দাবি, এই সড়ক দুর্ঘটনা শুধু নিতান্তই একটি দুঘটনা নয়, একটি হত্যাকাণ্ড। আলামীন হত্যার বিচার চেয়ে তার বন্ধু আবিরের নেতৃত্বে একটি মানববন্ধনের আয়োজনের ব্যবস্থা করে মূল ২টি প্রধান দাবিসহ মোট ৫টি দাবি জানানো হয়।
৫ দফা দাবি :
* অনতিবিলম্বে আলামিনের হত্যাকারীদের গ্রেফতার করতে হবে।
* আলামীনের পরিবারকে আর্থিক সহায়তা নিশ্চিত করতে হরে।
* মাদক মুক্ত/সুদক্ষ চালক ও হেলপার দিয়ে গাড়ি চালাতে হবে।
* কোন দুর্ঘটনা হলে এর দায়ভার চালক ও মালিককে বহন করতে হবে।
* সড়ক দুঘটনা রোধে সামাজিক সচেতণামূলক গ্রহণ করতে হবে ।
প্রীতি / জামান

কৃষক লীগ নেতা মোজাজ্জেল ঢালী এখন স্বেচ্ছাসেবক দলে পদ পেতে মরিয়া

আশুলিয়াকে "উচ্চ শিক্ষা নগরী" গড়তে পাঁচ বিশ্ববিদ্যালয়ের একসাথে পথচলা

কোতোয়ালী থানা প্রেসক্লাবের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: সাংবাদিক সমাজে আনন্দ ও উচ্ছ্বাস

মেহনতী ও শ্রমজীবী মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজপথের নির্ভীক সৈনিক আব্বাস আলী: জয়পুরহাট-২ এ পরিবর্তনের প্রত্যাশা

ইসলামী ক্যাটাগরিতে সেরা অভিনেতার সম্মাননা পেলেন শিশু শিল্পী নাহিদুল ইসলাম

গঠনতন্ত্র ও আরপিও অনুযায়ী কাউন্সিলে নির্বাচিত বৈধ নেতৃত্ব লাঙ্গল প্রতীকের মালিক

মাদকবিরোধী অভিযান, ব্যাপক পরিবর্তন গেন্ডারিয়া এলাকায়

জেএসএস এর নবনির্বাচিত যুগ্ম মহাসচিব শোয়েব রহমান

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রুহুল আমিন গাজীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মন্দির পরিদর্শনে ঢাকা গেন্ডারিয়া থানার ওসি, পূজাকে ঘিরে কড়া নিরাপত্তার আশ্বাস
