ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

রাজধানীর মোহাম্মদপুরে আলিফ পরিবহনের বিরুদ্ধে মানববন্ধন


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ২৯-১০-২০২২ দুপুর ১:১৫

সড়ক দুর্ঘটনায় নিহত আলামীনের হত্যার দাবিতে মানবন্ধন পালন করেছেন রাজধানীর মোহাম্মদপুর এলাকাবাসী। আজ শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত চলে মানববন্ধন। মানববন্ধনটি শিয়া মসজিদ থেকে টোকিও স্কয়ার মার্কেট, জাপান গার্ডেন পর্যন্ত বিস্তৃত হয়। এতে কয়েকশ লোক অংশগ্রহণ করেন।

গত শনিবার সকাল ১০টায় সড়ক দুর্ঘটনায় নিহত আল আমিন হত্যার বিচার দাবিতে ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’ স্লোগানে আদাবর, শিয়া মসজিদসংলগ্ন জাপান সিটি গার্ডেনের সামনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে পরিবারের পক্ষ থেকে পাঁচটি দাবি জানানো হয়। অন্যথায় তাদের আন্দোলন অব্যাহত রেখে কঠিন আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়।

আলামীনের হত্যাকাণ্ডের বিষয়ে তার পরিবারের সদস্যরা বলেন, আমরা এই হত্যাকাণ্ডের সঠিক বিচার চাই। 

নিহত আলামীন (২৫) একজন পাঠাও রাইড শেয়ারার করতেন। গত ২৪ অক্টোবর রাত ৮টার দিকে যাত্রীসহ পাঠাও রাইড শেয়ার করার সময় আলিফ পরিবহনের একটি বাসের সাথে বেপরোয়া গতির কারণে নিহতের বাইকের সংঘর্ষ হয়। সাথে সাথেই  বাইক চালক আলামীন ও তার পেছনে যাত্রী বাসের নিচে চলে যান। 

বাসের ড্রাইভারের খামখেয়ালিপনা ও বেপরোয়া মনোভাবের কারণে  সংঘর্ষ হওয়ার পরও ঘাতক আলিফ বাসটি কোনভাবেই গতিরোধ করেনি। ফলে বাসের চাকায় পিষ্ট হতে হতে ন্যূনতম ২০ ফুট সামনে চালিয়ে নিয়ে যাওয়ায় নিহতের বুকের ওপর দিয়ে উঠে যায়। সাথে মাথায় হেলমেট থাকার কারণে মাথার পেছনের অংশ থেঁতলে যায়। তাৎক্ষণিকভাবে পঙ্গু হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বাইকার আলামিনকে মৃত ঘোষণা করেন এবং আহত যাত্রীকে আইসিইউতে প্রেরণ করেন।

আলামীনের পরিবারের দাবি, এই সড়ক দুর্ঘটনা শুধু নিতান্তই একটি দুঘটনা নয়, একটি হত্যাকাণ্ড। আলামীন হত্যার বিচার চেয়ে তার বন্ধু আবিরের নেতৃত্বে একটি মানববন্ধনের আয়োজনের ব্যবস্থা করে মূল ২টি প্রধান দাবিসহ মোট ৫টি দাবি জানানো হয়।  

৫ দফা দাবি :

* অনতিবিলম্বে আলামিনের হত্যাকারীদের গ্রেফতার করতে হবে।

* আলামীনের পরিবারকে আর্থিক সহায়তা নিশ্চিত করতে হরে।

* মাদক মুক্ত/সুদক্ষ চালক ও হেলপার দিয়ে গাড়ি চালাতে হবে।

* কোন দুর্ঘটনা হলে এর দায়ভার চালক ও মালিককে বহন করতে হবে।

* সড়ক দুঘটনা রোধে সামাজিক সচেতণামূলক গ্রহণ করতে হবে ।

প্রীতি / জামান

তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ এর অভিষেক ও শপথ অনুষ্ঠান

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত

ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত

কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত

পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম

ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে

উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ

হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার

ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা