ঢাকা মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

মুন্সীগঞ্জে ইউপি নির্বাচনকেন্দ্রিক সংঘর্ষ


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ১১-৭-২০২১ দুপুর ৩:১৬
মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে ব্যাপক সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটেছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ইউপি সদস্য প্রার্থী চাচা-ভাতিজার মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
 
সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছে বলে জানা গেছে।  গত শুক্রবার (৯ জুলাই) বিকেল থেকে রাত পর্যন্ত মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মুন্সীকান্দি ও বেহের কান্দি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় গত শনিবার সকাল হতে দুই গ্রুপের মধ্যে উত্তোজনা বিরাজ করছে। এলাকাবাসীর মধ্যে বেশ আতংক ছড়িয়ে পড়ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে থানা সূত্রে জানা যায়।
 
 
 
বিশেষ সূত্রে আরো জানা যায়, আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় ইউপি সদস্য স্বপন দেওয়ান ও মেম্বার প্রার্থী চাচা নুরুল আমিন দেওয়ানের সাথে বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধকে কেন্দ্র চাচা ভাতিজার সমর্থকরা দুই গ্রুপে বিভক্ত হয়ে দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলায় ১০ টি বসতবাড়ি ভাংচুর করা হয়। 
 
 
গুলিবিদ্ধ হয়ে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। স্বপন দেওয়ানের লোকজন হামলায় বেশি হতাহত হন। তাছাড়া বাড়িতে ভাংচুর, লুটপাটের মত ঘটনাও ঘটেছে বলে জানান স্থানীয়রা। তারা বলেন, নুরুল আমিনের লোকজনরা সন্ত্রাসী বাহিনী ভাড়া করে আমাদের উপর অতর্কিত এ হামলা চালিয়েছে। সুপরিকল্পিতভাবে এ তান্ডবলীলা চালিয়েছে বলে জানান স্বপন দেওয়ানের স্ত্রী ও আশপাশের মানুষজন। হামলায় দেশীয় অস্ত্র, রাইফেল, ককটেল ব্যবহার করা হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শিরা। 
 
ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে হামলা চালানো সেই সাথে দেশীয় অস্ত্র ব্যবহারে এলাকায় শান্তি শৃঙ্খলা কতটুকু বজায় থাকবে প্রশ্ন জনমনে। এলাকায় নারী পুরুষ, বৃদ্ধ,  যুবক যুবতিদের কি নিরাপত্তা। তাছাড়া সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ভুমিকা যেন উদাসিনতা। সংঘর্ষ হচ্ছে এদিকে, তো পুলিশ তার বিপরীতে। ঘটনা ঘটার পরেই পুলিশ আসছে ঘটনাস্থলে। যেন চোর পুলিশ খেলা। এমনটাই জানিয়েছেন স্থানীয় সুশিল সমাজ। 
 
তবে ভাড়াটিয়া সন্ত্রাসী কেবা কারা, এমন রক্তক্ষয়ী সংঘর্ষে রাইফেল সহ দেশীয় অস্ত্র ব্যবহার এবং এই অস্ত্রের উৎস কোথায়?  কারাই বা তাদের ইন্ধনদাতা এমনিই প্রশ্ন সচেতন মহলের।  কিছুদিন পর পরই সামান্য বিষয় কে কেন্দ্র করে মোল্লাকান্দি ইউনিয়নেই সবচেয়ে বেশি সংঘর্ষের সৃষ্টি হয়। যা থেকে শিশু বুদ্ধরা পর্যন্ত রেহাই পাচছে না। 
 
এ ব্যাপারে চাচা নুরুল আমিন দেওয়ান বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি মেম্বার প্রার্থী হব। এ ঘোষণা দেয়ার পর থেকে বর্তমান মেম্বার স্বপন দেওয়ান আমাকে নানাভাবে হয়রানি করে যাচ্ছে। আমার লোকজনকে মারধরের পাশাপাশি বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে। এসব ঘটনার প্রতিবাদ করায় আমাদের বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর চালিয়ে গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে। এতে আমাদের নারীসহ বেশ কয়েকজন আহত হয়েছে। বর্তমানে আমরা কেউ গ্রামে ফিরতে পারছিনা। আতঙ্কে দিনযাপন করছি।
 
অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য স্বপন মেম্বার দৈনিক সকালের সময় " প্রতিবেদক কে বলেন, নুরুল আমিন ও বিএনপি নেতা উজির আলীর লোকজন আমার বাড়িঘরে হামলা চালিয়ে বাড়িঘরে ভাংচুর চালায় এতে আমার কয়েকজন কর্মি গুলিবিদ্ধ হয়েছে। 
 
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ওসি আবু বক্কর সিদ্দিক সংক্ষিপ্ত পরিসরে দৈনিক সকালের সময়কে জানান, এই ঘটনায় স্বপন দেওয়ান থানায় অভিযোগ দায়ের করেছে। মামলা প্রক্রিয়াধীন। আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করছি। তবে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে। 

এমএসএম / জামান

বিশ্ব বসতি দিবস ২০২৫ উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় দুর্নীতি ও অনিয়র অভিযোগে সিভিল সার্জনের অপসারণের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে দক্ষিণ বাংলা সমাজকল্যাণ সংস্থার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত,

বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে জাল দলিল ও প্রতারণার অভিযোগে মানববন্ধন

কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, ১২২৭ হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত

মানিকগঞ্জে স্বর্ণের দোকানে লুটের ঘটনায় মূলহোতা দোকানের মালিকসহ গ্রেফতার ৩

জীবননগর হাসপাতালে শয্যা ও চিকিৎসক সংকট, ভোগান্তিতে সাধারণ রোগী

গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ছয় ইউনিট

পঞ্চগড়ে ইন্টার্নশিপ বিদ্যালয়ে সহকারি দুই শিক্ষক অনুপস্থিত, একজন হাজতে, ব্যবস্থা নেয়নি কেউ

কোটালীপাড়ায় মায়ের সাথে অভিমান করে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান

লাকসামে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ কাউন্সিল’২৫ অনুষ্ঠিত