ফরিদপুরে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। ফরিদপুর জেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে শনিবার (৫ নভেম্বর) দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা এবং জাতীয় সমবায় পতাকা উত্তোলন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উদযাপন উপলক্ষে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের কবি জসীমউদদীন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে জেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এ সময় পায়রা উড়িয়ে দিবসটির কার্যক্রম উদ্ধোধন করেন অতিথিবৃন্দ। পরে সকাল ১০টায় কবি জসীমউদদীন হল কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা সমবায় অফিসার মো. আলম হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. তাসলিমা আলী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায়ের বিশেষ গুরুত্ব ভূমিকা দিয়েছিলেন। গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে সমবায় কর্মকাণ্ড চালু করেন।
তিনি আরো বলেন, সমবায়ে ঐক্যবদ্ধ হয়ে দেশের গ্রামীণ অর্থনৈতিক চাকা সমৃদ্ধ পেয়েছে। সমবায় দেশের সকল কর্মকান্ডের অঙ্গ হিসেবে ভূমিকা পালন করে আসছে।আগামীতে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে সমবায় সমিতিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সমবায় সমিতি পারে দেশকে পরিবর্তন করতে। সমবায় মাধ্যমে দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি পাবে বলে জানান।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রজ্ঞন সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, আঞ্চলিক সমবায় ইন্সস্টিটিউটের (উপ-নিবন্ধক) অধ্যক্ষ খন্দকার হুমায়ুন কবির, কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতির সভাপতি আলহাজ্ব ওমর আলী খান, সদর উপজেলা সমবায় অফিসার মুহাম্মদ আমানুর রহমান।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একতা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর পরিচালক আব্দুর রহমান লাল্টু।
এ সময় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সমবায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, সমবায়ীবৃন্দ ও সমবায় সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় ও সমবায়ীদের গুরুত্বপূর্ণ ভুমিকা রাখায় সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।
এমএসএম / জামান
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের প্রাণিসম্পদ সপ্তাহ, প্রদর্শনী এর উদ্বোধন ও দিনব্যাপী প্রশাসনিক কার্যক্রম
ধামইরহাটে ইউনিয়ন পর্যায়ে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা যাচাই কর্মশালা অনুষ্ঠিত
বালাগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত
বরিশাল ৩নং আসনে তৃণমুলের পছন্দের প্রার্থী আঃ ছত্তার খান
বাঁশখালীর সেই ভেঙে পড়া কালভার্ট নিজস্ব অর্থায়নে মেরামত করে দিলেন গণ্ডামারা ইউপি চেয়ারম্যান
কাউনিয়ায় আমন মৌসুমের ধান ও চাল ক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু
রাজশাহী-১ আসনে ভোটের মাঠে জনপ্রিয়তার শীর্ষে অধ্যাপক ড. আব্দুর রহমান মুহসেনী
ফ্যাসিস্ট,চাঁদাবাজ,জুলুমবাজদের আর ছাড় দেয়া হবেনাঃ ডাকসু ভিপি সাদিক কায়েম
আদমদীঘিতে জাতীয় প্রানি সপ্তাহ উপলক্ষ্যে প্রানি সম্পদ প্রদর্শনী
হাটহাজারীতে প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন
নড়াইলে সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই আমির হোসেন ও এএসআই রুহুল আমিন
পাবিপ্রবির শিক্ষার্থীদের জন্য ‘উচ্চ শিক্ষায় মানসিক চাপ নিয়ন্ত্রণ কৌশল’ শীর্ষক কর্মসূচি ও রিসার্চ মেথোডলোজি বিষয়ে প্রশিক্ষণ
ধামইরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে উদ্বোধনী প্রদর্শনী মেলায় দুম্বা প্রদর্শন
Link Copied