ঢাকা বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

নাব্যতা সংকটে লঞ্চ চলাচলে বিঘ্নতা


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ১১-১১-২০২২ দুপুর ১২:৪৫

নাব্যতা সংকটের কারনে জেলা সদরের মিরকাদিম ( কাঠপট্রি) লঞ্চঘাটে লঞ্চ চলাচলে দেখা দিয়েছে নানা প্রতিবন্ধকতা। নাব্যতা সংকটে দ্বিতল বিশিষ্ট কোন যাত্রীবাহী লঞ্চ এখন আর এখানে ভিড়তে দেখা যায় না। এক সময়ের ব্যস্ততম এই বন্দরটি যাত্রীদের অভাবে এখন শুধুই সুনসান নিরবতা বিরাজ করছে।

তাছাড়া দুরপাল্লার লঞ্চগুলো এই বন্দরে নোঙ্গর করতো। আর যাত্রীরাও এই ঘাট থেকে তাদের গন্তব্যে যেতে পারতেন। ছোট , মাঝারি আর দ্বিতল বিশিষ্ট লঞ্চ এই ঘাটে অহরহ ভিড়ানো থাকতো। মিরকাদিম ঘাট থেকে ঢাকার ইসলামপুর , বাদামতলী , বঙ্গমার্কেট , সদরঘাট সহ বিভিন্ন স্থানে যাতায়াত এবং প্রতিষ্ঠানের পণ্য আনা নেওয়া করতেন এখানকার মানুষেরা।

নাব্যতা সংকট দুর করে লঞ্চ চলাচল স্বাভাবিক রাখতে গেল বছর ( ২০২১ ) নদী খননের কাজ করে বিআইডব্লিওটিএ নারায়নগঞ্জ । তবে সেই সময় নাব্যতা সংকট দেখা দিলে প্রায় ৮ মাস ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী। কোন লঞ্চ তখন ঘাটে ভিড়তো না।বর্তমানেও সেই  আগের পরিস্থিতির পূনরাবুত্তি দেখা যাচ্ছে।  নাব্যতা সংকটের কারনে প্রায় ৪ মাস ধরে মিরকাদিম লঞ্চ ঘাটে কোন লঞ্চ  ভিড়ছেনা বলে জানিয়েছেন ঘাট ইজারাদার সংশ্লিষ্টরা।

এতে করে শত শত মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। তাছাড়া জোয়ার ভাটার আগমনের উপর নির্ভর করে মাত্র ছোট ২ টি লঞ্চ চলাচল করে বলে জানা যায়।সরেজমিনে  মিরকাদিম লঞ্চঘাট এলাকায় গিয়ে দেখা যায়, লঞ্চঘাটে শুনসান নীরবতা। ঘাট থেকে কোন লঞ্চ ছেড়ে যাচ্ছে, এমনকি কোন লঞ্চ ঘাটেও ভিড়ছেনা। যে ঘাটে ভোর থেকে রাত অবদি মানুষের কোলাহল ছিলো সেই ঘাটে এখন কোন লোকজন নেই।  

যাত্রীদের অভিযোগ , নাব্যতা সংকটে কোন লঞ্চ এখানে ভিড়ে না। আমরা প্রায় সময় এসে ফিরে যাচ্ছি। আমাদের মত শত শত সাধারন যাত্রীগণ ফিরে যাচ্ছে প্রতিনিয়ত।বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হচ্ছে।এ দিকে লঞ্চ ঘাটে আসার চ্যানেলে পানি কোথাও ১০ ফুট আবার কোথাও ৫ ফুট গভীর মাত্র । যেখানে লঞ্চ ভিড়ানো অসম্ভব। দ্রুত ঘাট এলাকা থেকে নদীর মোহনা পর্যন্ত নদীতে ড্রেজিং/খনন করে নাব্যতা দূর করতে সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি স্থানীয় মহল ও সুশিল সমাজের।

তাছাড়া দূর- দূরান্ত থেকে আসা যাত্রীদেরকে মাঝ নদী থেকে ট্রলার দিয়ে ঘাটে এনে নামতে হচ্ছে। এক দিকে মিরকাদিম লঞ্চঘাট থেকে প্রতিবছর রাজস্ব হারাচ্ছে সরকার অন্যদিকে সাধারন মানুষ সেবা থেকে বাঞ্চত হচ্ছে। এ বিষয়ে মিরকাদিম পৌর মেয়র হাজি আব্দুস সালাম জানান , নাব্যতা সংকটের কারনে কোন লঞ্চ ভিড়তে পারছে না । অসংখ্য যাত্রী প্রতিনিয়ত এসে ফিরে যাচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসা দরকার।

বিআইডব্লিওটিএ ( নারায়নগঞ্জ ) সুত্র জানিয়েছে , মিরকাদিম লঞ্চঘাটের –নাব্যতা সংকটের বিষয়টি আমরা শুনেছি। আমরা কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো। যেন মিরকাদিমে লঞ্চ চলাচল স্বাভাবিক করা হয়।

এমএসএম / এমএসএম

জামাই-শাশুড়ির অবৈধ সম্পর্কে কপাল পুড়লো মেয়ের

তানোরে দি পদ্মা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু, থানায় অভিযোগ

বাসের ধাক্কায় হেফাজত নেতার মৃত্যু, চট্টগ্রামে মহাসড়ক অবরোধ

কুয়াকাটায় পরিচ্ছন্নতা ও পর্যটকবান্ধব সেবা নিশ্চিতকরণে রেস্তোরাঁ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা

রামুর বাঁকখালী নদীতে ভাসলো ঐতিহ্যবাহী কল্পজাহাজ

দোহারে স্বেচ্ছাসেবকদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

নওগাঁয় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ; ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা

ক্ষুদে ক্রিকেটার ঈসার পাশে কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিস

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

কোনাবাড়ী থেকে নিখোঁজ গৃহবধূ নাটোর থেকে উদ্ধার

ভূরুঙ্গামারীতে অসহায় দরিদ্র উদ্যোক্তা মহিলাদের সেলাই বিষয়ক প্রশিক্ষনের শুভ উদ্বোধন

ডাকসুর এজিএস মহিউদ্দীন খানকে জয়পুরহাটে সংবর্ধনা

নরসিংদীতে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৬ জন, হাসপাতালে ভর্তি ৩৮ জন