ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

জমি নিয়ে বিরোধ, মুক্তিযোদ্ধাসহ আহত ৫


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ১৮-১১-২০২২ দুপুর ২:৫০

রাজধানীর হাজারীবাগ থানার রায়েরবাজার এলাকায় জমির বিরোধে গোলাগুলি, মুক্তিযোদ্ধাসহ আহত ৫ আহতরা হচ্ছেন, মাহাবুবুর রহমান,নাসিম রহমান,সেলিম রহমান ও ইউনুস আলী।রাজধানীর হাজারীবাগ থানার রায়েরবাজার এলাকায় হামলা,লাইসেন্স করা অস্ত্র নিয়ে গেছে হামলাকারীরা। সূত্রে জানা যায় বারইখালি এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটেছে। এতে একজন বীর মুক্তিযোদ্ধাসহ পাঁচজন আহত হয়েছেন। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি আছেন।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রায়েরবাজার এলাকার সাদেক খান রোড মসজিদের সামনে এই ঘটনা ঘটে। এবিষয় সরেজমিনে গেলে,আহত নাসিম সাহেবের স্ত্রী সকালের সময় কে বলেন আমার শ্বশুর ১৯৯৮ সালে বারইখালী এলাকায় ৮ বিঘা জমি ক্রয় করেন যে জমিতে তিনি ধান চাষ করতেন পরবর্তী সময় আমার স্বামী এবং তার ভাইয়েরা মিলে জমিনটি বালু ভরাট করে স্থাপনা তুলতে গেলে বার-বার বাঁধা সৃষ্টি করে একদল ভূমিদস্যুরা। হামলায় আহত হয় বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান নাসিম রহমান সেলিম রহমান ইউস আলী।নাসিম রহমানের স্ত্রী শামিমা আরা রানু বলেন, রায়েরবাজার বারইখালি এলাকায় আমাদের আট বিঘা জমি এই জমি ১৯৯৮ সালে আমার শ্বশুর  কিনেছিল। কিন্ত দীর্ঘদিন ধরে একটি ভূমিদস্যু চক্র জাল কাগজপত্র ও ভোটার আইডি তৈরি করে আমাদের জমিটি দখলের চেষ্টা করে আসছে। বিষয়টি একাধিকবার থানা পুলিশকে জানানো হয়েছে বলে জানান।

তিনি বলেন,আজ খবর আসে  আমাদের জমিতে একদল সন্ত্রাসী এসে কেয়ারটেকারকে বের করে তালা লাগিয়ে দিয়েছে। খবর পেয়ে   আমার সাহেব এবং আমার ভাসুর এবং দেবড় তালা ভেঙ্গে কেয়ারটেকাসহ সবাইকে ভেতরে প্রবেশ করান। পরে তাদের দুই ভাই ও চাচাতো ভাই একজন কর্মচারীকে নিয়ে বাসায় ফেরার পথে এই হামলার ঘটনা ঘটে। 

নাসিম সাহেবের স্ত্রী শামিমা আরা রানু  সকালের সময় কে আরও বলেন রায়েরবাজার এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু হাসু দুই থেকে তিনশো লোক নিয়ে এসে আমার স্বামী ভাসুর ও দেবড় সহ ম্যানেজার কে  ঘেরাও করে হামলা করে। এতে তাদের মাথায় চাপাতির কোপ লেগেছে, মাহবুবর রহমানের চোখে আঘাত লেগেছে। নাসিম সাহেবের মাথায় কোপ লেগেছে ও কর্মচারী ইউনুসও আহত হয়েছে। 

এই সময়ে তাদের কাছে থাকা লাইসেন্স করা একটি শর্টগান হামলাকারীরা লুট করে নিয়ে গেছে। তাদের  সবাইকে  ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। জমির বিরোধে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি জানান, বিষয়টি জেনেছি। এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাইনি। আমরা কাজ করছি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রায়েরবাজার ছাঁদ থেকে পরিত্যক্ত যায়গা থেকে একটি শর্টগান উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।  এবিষয় মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ সকালের সময় কে বলেন,আমরা একটি অস্ত্র রায়েরবাজার এলাকা থেকে উদ্ধার করেছি কিন্তু এবিষয় এই অস্ত্র টি কার বা কি কাজে ব্যবহার করা হয়েছে তা যাচাই-বাছাই প্রক্রিয়া। 

হামলার বিষয় শামিমা আরা রানু বলেন, এই চক্রটি বিভিন্ন সময়ে হুটহাট হামলা করে চলে যেতো। পুলিশ এসেও তাদের পেতো না। এখন পর্যন্ত পাঁচটি মামলা হয়েছে । তিনি এও বলেন, এ ঘটনায় জেলে থাকা সন্ত্রাসী ক্যাপ্টেন ইমনের ইন্ধন রয়েছে। তার নির্দেশেই হাসু এই সকল কার্যক্রম করে যাচ্ছে। আমরা পারিবারিক ভাবে অনিরাপত্তায় ভুগছি আমরা আতংকিত । আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা।

এমএসএম / এমএসএম

তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ এর অভিষেক ও শপথ অনুষ্ঠান

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত

ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত

কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত

পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম

ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে

উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ

হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার

ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা