উদ্বোধনের আগেই ভেঙে পড়ছে সীতাকুণ্ড পোষ্ট অফিস

উদ্বোধনের আগেই খন্ড খন্ড আকারে ভেঙে পড়ছে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা পোষ্ট অফিসের নব নির্মিত ভবন। এর ফলে ভবনের স্থায়ীত্ব ও কাজের মান নিয়ে উঠেছে প্রশ্ন! সরেজমিন দেখা যায় উপজেলার পৌরসভাস্থ পোষ্ট অফিসের সামনে দরজার প্রবেশ পথের উপরে ছাঁদে ফাঁটল ধরে পড়ছে পানি যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। শুধু ছাদ নয় ভিতরে চোখে পড়ে আরো দূরঅবস্থা । চারদিকে দেওয়াল খসে খসে পড়ছে।
দেয়ালে আস্তরগুলো এমন ভাবে খসে পড়ছে যেন ৩০-৪০ বছর পুরোতন ঘরের দেওয়াল। সরকারের লক্ষ লক্ষ টাকার ভবনের এমন দূর্দশা দেখে যে কারো মনে হবে, ’সরকারি মাল দরিয়া মে ঢাল ’এই অবস্থার কথা। পোষ্ট অফিসের পুরাতন ভবন দেখতে মনে হয় কোন ভূতুড়ে ও ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত ভবন। এমতাবস্থায় ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে কর্মকর্তা-কর্মচারীদের। গ্রাহকরা সেবা নিতে হয় বাইরে দাঁড়িয়ে ।
এর আগে ’বাইরে দাঁড়িয়ে সেবা নিতে হয় সীতাকুন্ড পোষ্ট অফিসে’ এমন শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয় দৈনিক সকালের সময়ে। এর ফলে কতৃপক্ষ দ্রুত অফিস হস্তান্তর করার কথা থাকলেও রয়েছে কিছু প্রশাসনিক জটিলতা। সেবাগ্রহীতাদের দাবি দ্রুত এই জটিলতা নিরসন করা হোক উদ্বোধনের আগে খসে পড়ছে সীতাকুন্ড পোষ্ট অফিস ভবন
ফারহান সিদ্দিক সীতাকুন্ড :- চট্রগ্রামের সীতাকুন্ড উপজেলা পোষ্ট অফিসের নব নির্মিত ভবন উদ্বোধনের আগেই ভেঙ্গে পড়তে দেখা যায়। এতে ভবনের স্থায়ীত্ব ও কাজের মান নিয়ে উঠেছে প্রশ্ন!
সরেজমিন দেখা যায় উপজেলার পৌরসভাস্থ পোষ্ট অফিসের সামনে দরজার প্রবেশ পথের উপরে ছাদ ফাঁটল ধরে পড়ছে পানি যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ । শুধু ছাদ নয় ভিতরে চোখে পড়ে আরো দূরঅবস্থা । চারদিকে দেওয়াল খসে খসে পড়ছে। দেওয়াদের আস্তরগুলো এমন ভাবে খসে পড়ছে যেন ২০-৩০ বছর পুরোতন ঘরের দেওয়াল। সরকারের লক্ষ লক্ষ টাকার ভবনের এমন দূর্দশা দেখে যে কারো মনে হবে, ’সরকারি মাল দরিয়া মে ঢাল ’এই অবস্থার কথা।
পোষ্ট অফিসের পুরাতন ভবন দেখতে মনে হয় কোন ভূতুড়ে ও ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত ভবন। এমতাবস্থায় ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে কর্মকর্তা-কর্মচারীদের। গ্রাহকরা সেবা নিতে হয় বাইরে দাঁড়িয়ে । এর আগে ’বাইরে দাঁড়িয়ে সেবা নিতে হয় সীতাকুন্ড পোষ্ট অফিসে’ এমন শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয় জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকায়। কতৃপক্ষ দ্রুত অফিস হস্তান্তর করার কথা থাকলেও রয়েছে কিছু প্রশাসনিক জটিলতা। জনগণের সেবার কথা চিন্তা করে দ্রুত এই জটিলতা নিরসন করার দাবী সেবাগ্রহীতাদের।
যানাজায়, ২০১৬ সালে সিয়াম কনস্ট্রাকশন নামের ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্টান ৩৫ লক্ষ টাকায় ভবনটির ট্রেন্ডার পেয়েছিলো। কাজ শুরু করে ৬০ শতাংশ শেষ করে অর্থসংকটের অজুহাত দেখিয়ে কাজ বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি। পরবতর্তীতে সাব-কনট্রাক্টর হিসেবে মো: মাইনুল হাসান নামের এক স্থানীয় কনট্রাক্টরকে কাজ দেন সেই ঠিকাদারি প্রতিষ্ঠান।
কাজ শেষে ২০ লক্ষ টাকা বিল পরিশোধ না করে উধাও হয়ে যান ঠিকাদার সিয়াম কনস্ট্রাকশনের মালিক মো. মোস্তফা কামাল। টাকা পরিশোধে ব্যর্থ হলে পরবতর্তীতে তার বিরুদ্ধে ঢাকায় একটি থানায় মামলাও করেন সাব-কনট্রাকটর মাইনুল কিন্তু ঠিকাদার মোস্তফা কামাল রয়েছে ধরা-ছোঁয়ার বাইরে।
এবিষয়ে সীতাকুণ্ড উপজেলার ভারপ্রাপ্ত ইন্সপেক্টর অব পোস্ট অফিস রাজিব পাল বলেন, পুরাতন ভবনের সেবা প্রদান ব্যাহত হচ্ছে। তাই দ্রত নতুন ভবন চালু করা প্রয়োজন। আমি নিজেও আমার অফিসে বসতে পারিনা। আমরাও চাই দ্রুত নতুন ভবনে ফিরতে।
চট্রগ্রামে দায়িত্বপ্রাপ্ত ডেপুটি পোষ্টমাষ্টার জেনারেল মোস্তাফা কামাল বলেন ভবনে ত্রুটি ও কাজের অনিয়মের বিষয়ে একটি অভিযোগ ডাক অধিদপ্তরে পাঠানো হয়েছে। অভিযোগের পর বিভাগীয় তদন্ত চলমান রয়েছে। তার প্রেক্ষিতে ঠিকাদার প্রতিষ্ঠান থেকে কতৃপক্ষ এখনো কাজ বুঝে নেয়নি। পোষ্ট অফিসের ভবনগুলো ঢাকা থেকে টেন্ডার দেওয়া হয়, সেই ক্ষেত্রে চট্রগ্রাম থেকে কিছু করার থাকেনা । আশা করি অচিরেই এর সমাধান হবে।
উল্লেখ্য ভূয়া লাইসেন্স ব্যবহার করে, তদবিরের মাধ্যামে সারাদেশে অসংখ্য টেন্ডার ভাগিয়ে নেয় একটি চক্র । এই চক্র কাজের অর্ধেক শেষ করে হয় লাপাত্তা । তার মধ্যে একটি সীতাকুণ্ড পোষ্ট অফিস।
প্রীতি / প্রীতি

মধুখালীতে জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির আনন্দ র্যালি অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ও বিজয়ের আনন্দ র্যালি অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বিএনপির দোয়া, বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নেত্রকোনায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ইজারাদারের সংবাদ সম্মেলন

চন্দনাইশে ঐক্যের বন্ধনে আবদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় মিছিল

কুষ্টিয়ায় কোর্টপাড়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে জামায়াতের বিজয় মিছিল

জন্ম-মৃত্যু সনদ নিবন্ধনে রংপুর বিভাগে সেরা ইউএনও রুবেল রানা

নাগেশ্বরীতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বিজয় দিবস আনন্দ র্যালি ও আলোচনা সভা

চট্টগ্রামে ওয়ার্ড বিএনপির সভা অনুষ্ঠিত

তানোরে দুই কেজি আলুতে মিলছে না এক লিটার পানি

চালকের চোখে ঘুম, মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের ৭জনের মৃত্যু
