ঢাকা বুধবার, ১ অক্টোবর, ২০২৫

প্রধান আসামি গ্রেফতার না হওয়ায় অনিরাপদে মুক্তিযোদ্ধা পরিবার 


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ২৮-১১-২০২২ দুপুর ৪:৩৯

রাজধানীর রায়েরবাজার এলাকায় জমি সংক্রান্ত হামলার ঘটনায় নিরাপত্তা হীনতায় ভুগছেন মুক্তিযোদ্ধা পরিবার। রাজধানীর রায়েরবাজার এলাকায় জমি সংক্রান্ত হামলার ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান রতনের পরিবার। ঘটনার পর থেকে সন্ত্রাসী গোষ্ঠী বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আসছে বরাবরই। 

রায়েরবাজার এলাকায় 
গত ১৭ নভেম্বর বৃহস্পতিবার  দুপুর ১টার দিকে অতর্কিত হামলার শিকার হন বীর মুক্তিযোদ্ধা রতন সহ তিন ভাই ও তাদের ম্যানেজার, আহত হয়েছিলো। আহতরা হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান,নাসিম রহমান,সেলিম রহমান  ইউনুস আলী। আহত অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিলো এবিষয় হাজারীবাগ থানায় প্রধান আসামি হাসু ও তার বাহিনীর বিরুদ্ধে একটি মামলা করা হয় প্রধান আসামি হাসু এখনো গ্রেফতার হয়নি। 

মুক্তিযোদ্ধার বাসার সামনে কয়েকদিন ধরে 
কিছু সময় পরপর কিছু অপরিচিত লোক মোটরসাইকেলে যোগে এসে অশালীন গালিগালাজ ও হুমকি দিয়ে থাকছে বলে জানান মুক্তিযোদ্ধা মাহবুব রহমান।  

এবিষয়ে মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান রতন অভিযোগ করে বলেন, এ ঘটনার প্রেক্ষিতে কিছু মিডিয়া অসাধু তৎপরতার মাধ্যমে নিউজে সঠিক তথ্য না তুলে বিষয়টা ভিন্ন খাতে নেওয়ার লক্ষ্যে মিথ্যা তথ্যের ভিত্তিতে নিউজ করে যাচ্ছে যেটা অত্যন্ত দুঃখজনক । যার ফলে ঘটনার প্রেক্ষিতে মামলা হলেও অল্পতেই আসামিরা জামিন পেয়ে যাচ্ছে। 

মাহাবুবুর রহমান বলেন প্রধান আসামি গ্রেফতার না হলেও বাকি আসামিরা বিনা বিচারে জামিন পাওয়ায় আমার পরিবার খুব ভীত অসন্তুষ্ট হয়ে পড়েছে আমি একজন বীর মুক্তিযোদ্ধা হয়েও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। এ বিষয়ে তিনি আরো বলেন, বিভিন্ন মিডিয়ায় আমার লাইসেন্সকরা অস্ত্র কে বলা হচ্ছে এটি উজি যেটা বাংলাদেশে অবৈধ বা বৈধ। এ বিষয়ে তিনি সকালের সময়কে স্পষ্ট বলেন, আমার লাইসেন্সকৃত অস্ত্রটি জার্মানের জিএসজি-‌৫ । অস্ত্রসহ সার্বিক বিষয়ে আমরা ২৬ নভেম্বর রিপোর্টার্স ইউনিটে একটি সংবাদ সম্মেলনসহ জার্মানিতেও আমার ছোট ভাই সেলিম রহমান বিস্তারিতভাবে সংবাদ সম্মেলন করেছিলো।

এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী হস্তক্ষেপ কামনা করছেন বীর মুক্তিযোদ্ধা মাহাবুব রহমান। তিনি এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটি সুস্থ বিচার আশা করেন দেশের চলমান আইনপ্রয়োগকারীদের কাছে।  অসন্তোষ প্রকাশ করেছেন কয়েকজন মুক্তিযোদ্ধা,মুক্তিযোদ্ধারা বলেন একজন মুক্তিযোদ্ধার উপর এভাবে হামলা, এ হামলা কোনো রকমই মেনে নেওয়া যায় না। 

বীর মুক্তিযোদ্ধার আরেক ছোট ভাই নাসিম রহমান বলেন, আমাদের উপর যখন হাসু বাহিনী পরিকল্পিতভাবে সশস্ত্র হামলা চালায় তখন এটা বাধা দেয়ার লক্ষ্যে আমার শর্ট গানটি  উচু করে ধরে যখন সামনের দিকে এগোচ্ছিলাম ঠিক তখন কুখ্যাত সন্ত্রাসী হাসু আমাকে বলে তোর তো বৈধ অস্ত্র আমার অবৈধ অস্ত্র তারপর আমাকে মাথায় একাধিক আঘাত করে তার পিস্তল দিয়ে।

এই ঘটনার প্রেক্ষিতে আমরা জিডি সহ্ একাধিক মামলা করেছি এছাড়াও এই সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে তাই আমি আইন প্রয়োগকারীর সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তার উদ্দেশ্যে বলতে চাই এই সন্ত্রাসীদের সমূলে উৎখাতের জন্য অনুরোধ রইলো। সেই সাথে আমার পরিবারের নিরাপত্তা বিষয়টা বিবেচনায় আনার জন্য অনুরোধ করছি। 
এবিষয় হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একে সাইদুল হক ভূঁইয়া সকালের সময়কে বলেন, এবিষয় মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে মামলা হয়েছে আমরা প্রদান আসামি সহ আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছি। 

প্রীতি / প্রীতি

কৃষক লীগ নেতা মোজাজ্জেল ঢালী এখন স্বেচ্ছাসেবক দলে পদ পেতে মরিয়া

আশুলিয়াকে "উচ্চ শিক্ষা নগরী" গড়তে পাঁচ বিশ্ববিদ্যালয়ের একসাথে পথচলা

কোতোয়ালী থানা প্রেসক্লাবের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: সাংবাদিক সমাজে আনন্দ ও উচ্ছ্বাস

মেহনতী ও শ্রমজীবী মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজপথের নির্ভীক সৈনিক আব্বাস আলী: জয়পুরহাট-২ এ পরিবর্তনের প্রত্যাশা

ইসলামী ক্যাটাগরিতে সেরা অভিনেতার সম্মাননা পেলেন শিশু শিল্পী নাহিদুল ইসলাম

গঠনতন্ত্র ও আরপিও অনুযায়ী কাউন্সিলে নির্বাচিত বৈধ নেতৃত্ব লাঙ্গল প্রতীকের মালিক

মাদকবিরোধী অভিযান, ‎ব্যাপক পরিবর্তন গেন্ডারিয়া এলাকায়

জেএসএস এর নবনির্বাচিত যুগ্ম মহাসচিব শোয়েব রহমান

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রুহুল আমিন গাজীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মন্দির পরিদর্শনে ঢাকা গেন্ডারিয়া থানার ওসি, পূজাকে ঘিরে কড়া নিরাপত্তার আশ্বাস

রূপনগর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) মো.মোরশেদ আলমের যোগদান