মুন্সিগঞ্জের বধ্যভূমি যেন মাদক সেবীদের আখড়া

মুন্সিগঞ্জে নির্মিত বধ্যভূমি যেন দিন দিন মাদক সেবীদের আখড়ায় পরিনত হয়ে যাচ্ছে। প্রতিবছর ১১ ই ডিসেম্বর মুন্সিগঞ্জ হানাদার মুক্ত দিবস আর ১৪ ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন ব্যতিত এই বধ্যভূমিতে তেমন নজর নেই কারোর।
জেলা প্রশাসনের নির্দেশনায় পৌরসভার মাধ্যমে বিগত কয়েক বছরে শুধু ডিসেম্বর মাসে বধ্যভূমি পরিস্কার পরিচ্ছন্ন করা হয়। বাকি এগারো মাস স্থানীয় বখাটে আর মাদক সেবীদের দখলে থাকে বধ্যভূমিটি। সরেজমিনে সরকারি হরেগঙ্গা কলেজের বিপরীতে নির্মিত বধ্যভূমিতে গিয়ে দেখা যায় , চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ফেন্সিডিলের অসংখ্য খালি বোতল। রয়েছে ইয়াবা সেবনের বিভিন্ন আলামত , যৌন উত্তেজক ট্যাবলেটের খোসা , তাশ ইত্যাদি।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে হানাদার পাকিস্তানি বাহিনী এদেশের বিশিষ্ট লেখক , কবি , ও বুদ্ধিজীবীদের হত্যা করে। তাদের মরদেহ বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয় মূলত সে স্থানটি বদ্ধভূমি নামে পরিচিত। আজো সাক্ষি হয়ে আছে মুন্সিগঞ্জের বদ্ধভূমিটিও। অথচ সেই বদ্ধভূমিটি আজ ঝোপঝাড় জঙ্গল ও মাদকসেবীদের আড্ডায় পরিনত হয়েছে। এসব নিয়ন্ত্রনে জেলা প্রসাশন কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন নজাদারি নেই।
সংবাদকর্মীদের সাথে সরেজমিনে বদ্ধভূমি পরিদর্শন করেন বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান গাজী , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল। বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান গাজী জানান , মুক্তিযুদ্ধে এই বদ্ধভূমিতে অনেককে হত্যা করা হয়েছে। সেসব স্তৃতি চোখে ভাসলে আজো কান্নায় ভেঙ্গে পড়ি। তাদের শ্মরণে প্রতিবছর এখানে এসে তাদের শ্রদ্ধা জানাতে আসি। কিন্তু আমি অত্যন্ত ব্যথিত আর মর্মাহত হলাম আমাদের এই বদ্ধভূমির অবস্থা দেখে।
চারদিকে ফেন্সিডিলের বোতল ছড়িয়ে ছিটিয়ে আছে , ঝোপঝাড় জঙ্গল আর প্রধান ফটক দিনরাত্রি খোলা। যেখানে বুদ্ধিজীবীদের রক্ত লেগে আছে সেখানে এখন মাদকের ছড়াছড়ি । এটা আমাদের জন্য অনেক লজ্জার। বিষয়টি প্রশাসনের আমলে নেওয়া অত্যন্ত জরুরী। মক্তিযুদ্ধাদের দাবি , বদ্ধভূমির বিষয়টি নজরে এনে দ্রুত প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হোক।
সরকারি হরেগঙ্গা কলেজের প্রফেসর মো.আব্দুল হাই তালুকদার জানান , বিষয়টি আপনাদের কাছ থেকে শুনে খারাপ লাগছে। শীঘ্রই বদ্ধভূমি পরিস্কার পরিচ্ছন্ন , মূল ফটকে তালা এবং বখাটেদের আড্ডা বন্ধ করতে প্রশাসনের নজরদারি বৃদ্ধি করতে হবে।
উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল জানান , আমি নিজে একজন মুক্তিযোদ্ধার সন্তান । বদ্ধভূমিতে এসে এমন দৃশ্য চোখে পড়বে জানা ছিল না। এ অবস্থা বিরাজমান থাকলে তরুন ও নতুন প্রজন্ম বদ্ধভূমি সম্পর্কে তাদের কি ধারনা থাকবে। দ্রুত এই বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হোক এটাই দাবি প্রশাসনের কাছে।
এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলু রায় জানান , বিষয়টি আপনার মাধ্যমে অবগত হলাম। আইনশৃঙ্খলা মিটিংয়ে বিষয়টি উপস্থাপন করা হবে। বিষয়টি দ্রত দেখে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সুমন দেব জানান , বদ্ধভূমিতে বখাটেদের আড্ডা নিয়ন্ত্রণে আমরা প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করছি। বিষয়টি আমরা দেখবো।
প্রীতি / প্রীতি

রায়গঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

ঢাকা-সিলেট যানজট-ভোগান্তি শেষ হবে কবে?

চাঁপাইনবাবগঞ্জে নয় মাসে ১২৮টি ভ্রাম্যমাণ অভিযান: জরিমানা আদায় সাড়ে পাঁচ লাখ টাকা

ফুলছড়িতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

টাঙ্গাইলে পুলিশ ট্রেনিং সেন্টারে বিভাগীয় ক্যাডেট এসআইদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

রাজশাহীতে ১২ অক্টোবর থেকে টায়ফয়েড টিকাদান শুরু

সাংবাদিক মাসুদ রেজা হাই’ র মৃত্যুতে ‘দৈনিক সকালের সময়’ সম্পাদকের শোক

জামাই-শাশুড়ির অবৈধ সম্পর্কে কপাল পুড়লো মেয়ের

তানোরে দি পদ্মা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু, থানায় অভিযোগ

বাসের ধাক্কায় হেফাজত নেতার মৃত্যু, চট্টগ্রামে মহাসড়ক অবরোধ

কুয়াকাটায় পরিচ্ছন্নতা ও পর্যটকবান্ধব সেবা নিশ্চিতকরণে রেস্তোরাঁ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা

রামুর বাঁকখালী নদীতে ভাসলো ঐতিহ্যবাহী কল্পজাহাজ
