মোহাম্মদপুরে বিএনপির সমাবেশের বিরুদ্ধে রাতভর বিক্ষোভ মিছিল

ঢাকা ১৩ আসনের এমপি আলহাজ্ব সাদেক খান ও শেখ বজলুর রহমানের নির্দেশে রাতভর মিছিল করছে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগ। বিএনপির সমাবেশের বিরুদ্ধে মোহাম্মদপুরে গভীর রাতেও মিছিল মিটিং করেছে আওয়ামী লীগের নেতারা।
১০ ডিসেম্বর ঢাকাসহ সারাদেশে বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে মোহাম্মদপুরের কয়েকটি ওয়ার্ডে এতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা যোগ দেন। এতে নেতৃত্ব দেন ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা জনাব লিটন মাস্টার এবং একই ওয়ার্ডের সাবেক আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন দেলু।
শুক্রবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত ১১ টায় মোহাম্মদপুর টাউন হল মার্কেটের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন লিটন মাস্টার। তিনি বলেন ৭১ সালে যেমন মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুর ডাকে বাঙালি ঝাপিয়ে পরেছিলেন ঠিক এখনো দেশে যেকোনো অস্থিতিশীল ও অরাজকতা হবে তা আমরা প্রতিহত করতে সজাগ আছি। ৭১সালের মত আওয়ামী লীগের ডাকে এখনো লক্ষ লক্ষ মানুষ ঝাপিয়ে পড়বে বলে জানান এই নেতা
বিএনপির সমাবেশের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল হয়েছে মোহাম্মদপুর ৩৪ নং ওয়ার্ডেও। ৩৪ নং ওয়ার্ডের সাবেক আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম এবং সাবেক ৩৪ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানে নেতৃত্বে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি সাদেক খান সড়ক ও তার আসপাশের এলাকা ঘুরে শেষ করেন।
৩৪ নং ওয়ার্ডে আওয়ামী লীগ, যুবলীগের নেতারা যোগ দিয়েছিলেন মিছিলে,এতে দেখা যায় মামুন খান,ইউনুস খান,জুলহাস ব্যাপারী রিপন তালুকদার ও অন্যানো নেতারা হাতে লাঠি নিয়ে বিএনপি প্রতিবাদী মিছিল করেছেন।
নেতাকর্মীরা বলেন,১০ ডিসেম্বরকে কেন্দ্র করে ঢাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় বিএনপি। সেই কর্মাকাণ্ড চালাতেই বিএনপির সন্ত্রাসীরা ঢাকায় আশ্রয় নিয়েছে। পুলিশের উপর হামালা চালিয়েছেন। আমরা আওয়ামী লীগ আর ঘরে বসে থাকবো না যেকোনো অস্থিতিশীল ও অরাজকতা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি।
নেতারা বলেন আমাদের ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদেক খানের নির্দেশনা রয়েছে রাজপথে থাকার জন্য। সেই নির্দেশনা মেনেই আমরা রাজপথে রয়েছি।
এমএসএম / এমএসএম

কৃষক লীগ নেতা মোজাজ্জেল ঢালী এখন স্বেচ্ছাসেবক দলে পদ পেতে মরিয়া

আশুলিয়াকে "উচ্চ শিক্ষা নগরী" গড়তে পাঁচ বিশ্ববিদ্যালয়ের একসাথে পথচলা

কোতোয়ালী থানা প্রেসক্লাবের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: সাংবাদিক সমাজে আনন্দ ও উচ্ছ্বাস

মেহনতী ও শ্রমজীবী মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজপথের নির্ভীক সৈনিক আব্বাস আলী: জয়পুরহাট-২ এ পরিবর্তনের প্রত্যাশা

ইসলামী ক্যাটাগরিতে সেরা অভিনেতার সম্মাননা পেলেন শিশু শিল্পী নাহিদুল ইসলাম

গঠনতন্ত্র ও আরপিও অনুযায়ী কাউন্সিলে নির্বাচিত বৈধ নেতৃত্ব লাঙ্গল প্রতীকের মালিক

মাদকবিরোধী অভিযান, ব্যাপক পরিবর্তন গেন্ডারিয়া এলাকায়

জেএসএস এর নবনির্বাচিত যুগ্ম মহাসচিব শোয়েব রহমান

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রুহুল আমিন গাজীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মন্দির পরিদর্শনে ঢাকা গেন্ডারিয়া থানার ওসি, পূজাকে ঘিরে কড়া নিরাপত্তার আশ্বাস
