মোহাম্মদপুরে বিএনপির সমাবেশের বিরুদ্ধে রাতভর বিক্ষোভ মিছিল
ঢাকা ১৩ আসনের এমপি আলহাজ্ব সাদেক খান ও শেখ বজলুর রহমানের নির্দেশে রাতভর মিছিল করছে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগ। বিএনপির সমাবেশের বিরুদ্ধে মোহাম্মদপুরে গভীর রাতেও মিছিল মিটিং করেছে আওয়ামী লীগের নেতারা।
১০ ডিসেম্বর ঢাকাসহ সারাদেশে বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে মোহাম্মদপুরের কয়েকটি ওয়ার্ডে এতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা যোগ দেন। এতে নেতৃত্ব দেন ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা জনাব লিটন মাস্টার এবং একই ওয়ার্ডের সাবেক আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন দেলু।
শুক্রবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত ১১ টায় মোহাম্মদপুর টাউন হল মার্কেটের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন লিটন মাস্টার। তিনি বলেন ৭১ সালে যেমন মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুর ডাকে বাঙালি ঝাপিয়ে পরেছিলেন ঠিক এখনো দেশে যেকোনো অস্থিতিশীল ও অরাজকতা হবে তা আমরা প্রতিহত করতে সজাগ আছি। ৭১সালের মত আওয়ামী লীগের ডাকে এখনো লক্ষ লক্ষ মানুষ ঝাপিয়ে পড়বে বলে জানান এই নেতা
বিএনপির সমাবেশের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল হয়েছে মোহাম্মদপুর ৩৪ নং ওয়ার্ডেও। ৩৪ নং ওয়ার্ডের সাবেক আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম এবং সাবেক ৩৪ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানে নেতৃত্বে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি সাদেক খান সড়ক ও তার আসপাশের এলাকা ঘুরে শেষ করেন।
৩৪ নং ওয়ার্ডে আওয়ামী লীগ, যুবলীগের নেতারা যোগ দিয়েছিলেন মিছিলে,এতে দেখা যায় মামুন খান,ইউনুস খান,জুলহাস ব্যাপারী রিপন তালুকদার ও অন্যানো নেতারা হাতে লাঠি নিয়ে বিএনপি প্রতিবাদী মিছিল করেছেন।
নেতাকর্মীরা বলেন,১০ ডিসেম্বরকে কেন্দ্র করে ঢাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় বিএনপি। সেই কর্মাকাণ্ড চালাতেই বিএনপির সন্ত্রাসীরা ঢাকায় আশ্রয় নিয়েছে। পুলিশের উপর হামালা চালিয়েছেন। আমরা আওয়ামী লীগ আর ঘরে বসে থাকবো না যেকোনো অস্থিতিশীল ও অরাজকতা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি।
নেতারা বলেন আমাদের ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদেক খানের নির্দেশনা রয়েছে রাজপথে থাকার জন্য। সেই নির্দেশনা মেনেই আমরা রাজপথে রয়েছি।
এমএসএম / এমএসএম
তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ এর অভিষেক ও শপথ অনুষ্ঠান
জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত
ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি
জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত
কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত
পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম
ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে
উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ
হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার