নানা আয়োজনে মুন্সিগঞ্জ হানাদার মুক্ত দিবস পালিত

মুন্সিগঞ্জে নানা আয়োজনে জেলা হানাদার মুক্ত দিবস উদযাপন করা হয়েছে। ১১ ই ডিসেম্বর রোববার দিনটি উদযাপন উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড। জেলার ৬ উপজেলা থেকে বীর মুক্তিযোদ্ধাগণের অংশগ্রহনের পাশাপাশি সর্বস্তরের জনগণ সকাল ১১ টায় জেলা প্রশাসক কার্যলয় চত্তর থেকে বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিন করে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডে গিয়ে শেষ হয়।
জেলা প্রশাসন ও মুন্সিগঞ্জ পৌরসভার আয়োজনে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড চত্তরে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মোনাজাত করেন অতিথিরা। জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুন, সরকারি হরগঙ্গা কলেজের প্রফেসর মো. আব্দুল হাই তালুকদার, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোহাম্মদ এনামুল আহসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনিসুজ্জামান, পৌর মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মো. আল জুনায়েদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহানা তাহমিনা, মহিলা আওয়ামী লীগের সভাপতি তহুরা জামান জোস্না, মিরকাদিম পৌর সাবেক মেয়র শহিদুল ইসলাম শাহিন। মুক্তিযোদ্ধা মতিউল ইসলাম হীরুর সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়। আলোচনা সভায় ১১ ডিসেম্বর মুন্সিগঞ্জ হানাদার মুক্ত দিবসে মুক্তিযুদ্ধ কালীন সময়ের ইতিকথা, মুক্তিযুদ্ধে অবদান , বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড ধরে আলোচনা করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলার সকল মুক্তিযোদ্ধাগণ, সকল ইউপি চেয়ারম্যানগন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সরকারি দপ্তরের সকল কর্মকর্তাগণ, আওয়ামী অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের জনসাধারণ।
এমএসএম / এমএসএম

রায়গঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

ঢাকা-সিলেট যানজট-ভোগান্তি শেষ হবে কবে?

চাঁপাইনবাবগঞ্জে নয় মাসে ১২৮টি ভ্রাম্যমাণ অভিযান: জরিমানা আদায় সাড়ে পাঁচ লাখ টাকা

ফুলছড়িতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

টাঙ্গাইলে পুলিশ ট্রেনিং সেন্টারে বিভাগীয় ক্যাডেট এসআইদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

রাজশাহীতে ১২ অক্টোবর থেকে টায়ফয়েড টিকাদান শুরু

সাংবাদিক মাসুদ রেজা হাই’ র মৃত্যুতে ‘দৈনিক সকালের সময়’ সম্পাদকের শোক

জামাই-শাশুড়ির অবৈধ সম্পর্কে কপাল পুড়লো মেয়ের

তানোরে দি পদ্মা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু, থানায় অভিযোগ

বাসের ধাক্কায় হেফাজত নেতার মৃত্যু, চট্টগ্রামে মহাসড়ক অবরোধ

কুয়াকাটায় পরিচ্ছন্নতা ও পর্যটকবান্ধব সেবা নিশ্চিতকরণে রেস্তোরাঁ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা

রামুর বাঁকখালী নদীতে ভাসলো ঐতিহ্যবাহী কল্পজাহাজ

দোহারে স্বেচ্ছাসেবকদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন
Link Copied