ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

সোনারগাঁওয়ে পানাম লেকে অযত্ন অবহেলায় ধ্বংস হচ্ছে পাইলট প্রকল্পের দুটি সোলার বোট


রমজান হাসান, সোনারগাঁও  photo রমজান হাসান, সোনারগাঁও
প্রকাশিত: ১৭-৭-২০২১ দুপুর ৪:৫৮

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রক্ষণাবেক্ষণের অভাবে সরকারের পাইলট প্রকল্পের দুটি সোলার বোট (নৌকা) অযত্ন অবহেলায় পড়ে রয়েছে। সোলার বোট দুটি ব্যবহার না হওয়ায় নষ্ট হয়ে জরাজীর্ণে পরিনত হয়েছে। টেকসই এবং নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) ২০১৮ সালে দেশের তিনটি স্থানে পাঁচটি নৌকা পরীক্ষামূলকভাবে সৌরশক্তি দিয়ে চালানোর জন্য ৫টি বোড দিয়ে এ পরীক্ষামূলক প্রকল্প হাতে নেয় সরকার। বোটগুলোর মধ্যে দুটি বোট সোনারগাঁওয়ে পানাম নগরীর পাশে লেকে নষ্ট হয়ে পড়ে রয়েছে। সরকারী সম্পদ অযত্নে অবহেলায় নষ্ট হওয়ার কারনে অনেকেই ক্ষোভ জানিয়েছেন।  
জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌরশক্তি ব্যবহার করে নৌকা চালানো যায় কি-না তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়ার পর স্রেডা সৌর চালিত নৌকা তৈরির পাইলট  প্রকল্প হাতে নেয়। টেকসই এবং নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) ২০১৮ সালে দেশের তিনটি স্থানে পাঁচটি নৌকা পরীক্ষামূলকভাবে সৌরশক্তি দিয়ে চালানোর জন্য সংশ্লিষ্টদের সঙ্গে চুক্তি করে। এ ৫টি সোলার বোটের ব্যায় ছিল ৭৮ লাখ টাকা। এর মধ্যে রাজধানীর হাতিরঝিলে একটি, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের পানাম নগরের লেকে দুটি এবং চট্টগ্রামের ফয়েজ লেকে দুটি সৌরচালিত নৌকা রয়েছে।
সরেজমিনে পানাম নগরীর লেকের ঘাটে গিয়ে দেখা যায়, নৌকা দুটি পানাম নগরীর পাশ ঘেঁষে লেকের পাড়ে অযত্নে পড়ে রয়েছে। পানির নিচে ১টি নৌকা অর্ধেক ডুবে রয়েছে। সোলার প্লান নষ্ট হয়ে গেছে। সরকারের পাইলট প্রকল্পটি অংকুরেই ধ্বংস হয়ে যাচ্ছে। নৌকা দুটির ব্যাটারি ও অন্যান্য আসবাবপত্র নৌকা থেকে চুরি হয়ে গেছে। 
এলাকাবাসী জানান, নৌকা দুটি এখানে আনার পর কোন কাজেই আসেনি। শুনেছি এগুলো সরকারের কোন এক প্রকল্পের। ৩ বছর হলো এগুলো এভাবেই পড়ে রয়েছে। সরকারের মালামাল এভাবেই ধ্বংস হয়। আবার ধরতে গেলেও ঝামেলা হয়। 
পানাম নগরীরর পাশ্ববর্তী দুলালপুর গ্রামের আরিফ হোসেন, রহমান মিয়া জানান, পানাম নগরীর সোলার নৌকার প্রতি পর্যটকদের আগ্রহ থাকায় এলাকার অনেকেই নৌকা দুটির ইজারা নিতে চেয়েছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা চাহিদা অনুযায়ী ইজারা মূল্য না পাওয়ায় ইজারা দেননি। ওই সময়ে ইজারা দিলে সরকারের সম্পদ নষ্ট হতো না।
আমিনপুর গ্রামের সাদেক মিয়া বলেন, সরকারের জিনিস তাই কেউ ধরতে চায় না। এ বোটগুলো মালিকানায় হলে এভাবে অযত্ন অবহেলায় পড়ে থাকতো না। 
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পানাম নগরীর তত্ত্বাবধায়ক দবির হোসেন জানান, ২০১৮ সালে তৎকালীন নির্বাহী কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাভুক্ত এলাকায় অধিদপ্তরের কাউকে না জানিয়েই পানাম লেকে নৌকা দুটি রেখে যান। আমি নতুন যোগদান করেছি এ বিষয়ে আমার আর কিছু জানা নেই। 
সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আতিকুল ইসলাম জানান, এ বিষয়টি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের। এ সম্পর্কে আমার কিছুই জানা নেই। প্রত্নতত্ত্ব অধিদপ্তর চিঠির মাধ্যমে অবগত করলেই বোটগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। 

এমএসএম / এমএসএম

ধামইরহাটে ইউনিয়ন পর্যায়ে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা যাচাই কর্মশালা অনুষ্ঠিত

বালাগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

বরিশাল ৩নং আসনে তৃণমুলের পছন্দের প্রার্থী আঃ ছত্তার খান

বাঁশখালীর সেই ভেঙে পড়া কালভার্ট নিজস্ব অর্থায়নে মেরামত করে দিলেন গণ্ডামারা ইউপি চেয়ারম্যান

কাউনিয়ায় আমন মৌসুমের ধান ও চাল ক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু

রাজশাহী-১ আসনে ভোটের মাঠে জনপ্রিয়তার শীর্ষে অধ্যাপক ড. আব্দুর রহমান মুহসেনী

ফ্যাসিস্ট,চাঁদাবাজ,জুলুমবাজদের আর ছাড় দেয়া হবেনাঃ ডাকসু ভিপি সাদিক কায়েম

আদমদীঘিতে জাতীয় প্রানি সপ্তাহ উপলক্ষ্যে প্রানি সম্পদ প্রদর্শনী

হাটহাজারীতে প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

নড়াইলে সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই আমির হোসেন ও এএসআই রুহুল আমিন

পাবিপ্রবির শিক্ষার্থীদের জন্য ‘উচ্চ শিক্ষায় মানসিক চাপ নিয়ন্ত্রণ কৌশল’ শীর্ষক কর্মসূচি ও রিসার্চ মেথোডলোজি বিষয়ে প্রশিক্ষণ

ধামইরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে উদ্বোধনী প্রদর্শনী মেলায় দুম্বা প্রদর্শন

হোসেনপুরে গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের সাথে নবাগত ডিসি মোহাম্মদ আসলাম মোল্লার মতবিনিময়