কোনাবাড়ীতে অবৈধভাবে জমি দখলের অভিযোগ
গাজীপুরের কোনাবাড়ীর আমবাগ নছের মার্কেট এলাকায় অবৈধভাবে জমি দখলের অভিযোগ উঠেছে ভূমিদস্যূ শাহজাহান (৫৫) ও তার সহযোগী রুবেল মিয়ার (৩০) বিরুদ্ধে। শাহজাহান আমবাগ নছের মার্কেট এলাকার মৃত আমির আলীর ছেলে এবং রুবেল মিয়া একই এলাকার আবদুল কাদেরের ছেলে। ভুক্তভোগী মো. শরিফুল ইসলাম (৩৮) এ বিষয়ে জিএমপির কোনাবাড়ী থানায় গত বছর ১২ ডিসেম্বর একটি অভিযোগও করেছেন।
শরিফুল ইসলাম জানান, ২০১৭ সালে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী থানাধীন বাঘিয়া মৌজার এসএ ১৭৫নং খতিয়ানে সিএস ও এসএ দাগনং ২৮৮ চালা, ৪ শতাংশ জমি ওই এলাকার স্থায়ী বাসিন্দা জাহাঙ্গীর আলমের কাছ থেকে পাওয়ার সূত্রে ক্রয় করেন। পরে জমির চতুর্পাশে তিন ফুট করে বাউন্ডারি নির্মাণ করেন তিনি। জমিটি ক্রয় করার পর থেকেই ভূমিদস্যু শাহজাহান আমার কাছ থেকে ওই ৪ শতাংশ ক্রয় করতে চান। আমি বিক্রি করতে অস্বীকার করলে ক্রয়কৃত জমিটি জোরপূর্বক দখলের চেষ্টা করের তিনি। পরে স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে বিষয়টি সূরাহার চেষ্টা করেও তা সম্ভব হয়নি।
তিনি আরো বলেন, গত বছরের ২৬ নভেম্বর সকাল সাড়ে ১০টা দিকে ভূমিদস্যু শাহজাহান ও তার সাঙ্গোপাঙ্গরা জমির চারপাশের তিন ফুট করে দেয়া বাউন্ডারির দক্ষিণ পাশের বাউন্ডারি ভেঙে ফেলে। এ সময় বাউন্ডারি ভাঙার কারণ জানতে তার বাসায় গেলে তিনি আমাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি, এমনকি হত্যার হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেন। বিষয়টি কোনাবাড়ী থানায় অবহিত করলে পুলিশ শাহজাহানকে সর্তক করে যেন ভবিষ্যতে জমিটি নিয়ে কোনো সমস্যা সৃষ্টি না করেন। কিন্তু তিনি পুলিশের কথা অমান্য করে তার ভাড়াটে গুণ্ডাবাহিনী রুবেল মিয়া, তার ম্যানেজার বাবু, কাঠমিস্ত্রিরী ইব্রাহিমসহ জোরপূর্বক বাউন্ডারি ভেঙে বালু ভরাট করতে থাকে। বাঁধা দিলেই হত্যাতার হুমকি দেয়।
ভুক্তভোগী কোনো উপায় না পেয়ে চলতি বছরের ৭ মার্চ গাজীপুর সদর কোর্টে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে একটি ফৌজদারি মামলা দায়ের করেন, যা কার্যবিধি ১৪৫। পরে মামলার কপি থানায় জমা দিলে ৮ মার্চ এসআই ইসমাইল এসে উভয়পক্ষের কাছ থেকে দস্তখত নিয়ে যান। তিনি বলেন, আদালতে মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত কেউ কোনো কাজ করতে পারবে না। কিন্তু ভূমিদস্যু শাহজাহান আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাতের আঁধারে বেড়া ও টিনের ঘর নির্মাণ করে আসছে। এ বিষয়ে ভুক্তভোগী শরিফুল ইসলাম গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার বরাবর চলতি মাসের ৩ তারিখ একটি অভিযোগ দায়ের করেন।
বিষয়টি জানতে শাহজাহানের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটা আমার সম্পত্তি। আমি আদালতে কাগজপত্র দাখিল করেছি।
স্থানীয় কাউন্সিলর দেলোয়ার হোসেন দুলাল বলেন, বিষয়টা নিয়ে একাধিকবার বসার চেষ্টা করা হয়েছে। বাদী উপস্থিত থাকলেও শাহজাহান অনুপস্থিত থাকে। এ কারণে বিষয়টি স্থানীয়ভাবে সমাধান করা সম্ভব হয়নি।
জিএমপির কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন জানান, ১৪৫ বিধি জারি করার পরও বিবাদী কাজ চালিয়ে যাচ্ছে। সেজন্য বাদীকে উকিলের মাধ্যমে কোর্টকে অবহিত করতে হবে। কোর্ট আদেশ দিলে আমি আইনি প্রক্রিয়ায় কাজ করতে পারব।
এমএসএম / জামান
তেলের ট্রাকে বিস্ফোরণ : পুড়ল ৪শ ব্যারেল তেল, ৮ দোকান
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন প্রফেসর আবুল কাসেম ফজলুল হক
গোদাগাড়ীতে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা
জয়পুরহাটে ৬০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
গাজীপুরে কারখানায় আগুনে নিহত ১
রৌমারীতে আটক ৯টির মধ্যে ১টি জমা না দেওয়ার অভিযোগ বিজিবি’র বিরুদ্ধে
পটুয়াখালীর ধানক্ষেত থেকে ১টি শঙ্খিনী সাপ উদ্ধার
কামারখন্দে কোনাবাড়ি ইসহাক উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি আলোচনা সভায়
মুন্সীগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে পুলিশ সদস্যকে গুলি
কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে নৌকায় ডাকাতি
পটুয়াখালীতে পৌর মাছ বাজারের ঘাট পুনরুদ্ধার, খুশি ব্যবসায়ীরা
নওয়াপাড়ায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকিং সেমিনার অনুষ্ঠিত
মুন্সীগঞ্জে এক্সপ্রেসওয়েতে ৬ দুর্ঘটনাঃ নিহত ১
Link Copied