ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

রাজধানী থেকে র‍্যাবের হাতে শীর্ষ জঙ্গি নেতা গ্রেফতার


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ২২-১-২০২৩ দুপুর ২:৪৪
র‌্যাব-২ এর অভিযানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর’র শীর্ষ নেতা তৌহিদুর রহমান তৌহিদ দীর্ঘ ১১ বছর পলাতক থাকার পর রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার হয়েছে।  বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-২ এর সিনিয়র এএসপি ফজলু হক। ফজলু হক বলেন, জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে আমাদের অভিযান সবসময়ই অব্যহত আছে কোনো জঙ্গি বা রাষ্ট্রদোহীতার সাথে কোনো গোষ্ঠী জড়িত থাকলে তাদের কোনো রকমই ছাড় দেওয়া যাবেনা। এরই ধারাবাহিকতায় আমাদের অভিযান চলমান থাকবে।
 
তৌহিদুর রহমান তৌহিদ (৩২) নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর শীর্ষ নেতা এবং দাওয়াতি ও অর্থ বিভাগের অন্যতম দায়িত্বপ্রাপ্ত। বাংলাদেশ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিটিং করে হিজবুত তাহরীর লিফলেট এবং পোষ্টার বিতরণের মাধ্যমে সরকার এবং রাষ্ট্রবিরোধী কার্যক্রম করে থাকে। মাদ্রাসা ও স্কুলের ছাত্রদেরকে তথা তরুণ প্রজন্মকে জঙ্গীবাদে উৎসাহিত করে। সে গণতন্ত্রকে ভাইরাস আখ্যা দিয়ে খিলাফত প্রতিষ্ঠার কাজ করতো। গ্রেফতাকৃত তৌহিদ রাজধানীর হাজারীবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলার এজাহার নামীয় ও চার্জশীটভুক্ত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর এর শীর্ষ পর্যায়ের নেতা। সে বিভিন্ন ছদ্মবেশ ধারন করে বিগত ১১ বছর যাবৎ আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে জঙ্গী সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখে। গ্রেফতারকৃত তৌহিদ সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুন্যাল কর্তৃক ইস্যুকৃত গ্রেফতারি পরোয়ানাভুক্ত ০২ বছর সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক জঙ্গি আসামি। তৌহিদুর রহমান তৌহিদ (৩২)‘কে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-২ এর একটি অভিযানিক দল তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে আভিযানিক কার্যক্রম অব্যাহত রাখে।      
 
র‍্যাব বলেন,গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি বিশেষ আভিযানিক দল গত ২১ সে জানুয়ারি রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর শীর্ষ নেতা এবং দাওয়াতি ও অর্থ বিভাগের অন্যতম দায়িত্বপ্রাপ্ত তৌহিদুর রহমান তৌহিদ (৩১) পিতাঃ তোফাজ্জল হোসেন, থানা- গোপালপুর, জেলা- টাঙ্গাইল কে,গ্রেফতার করে। উক্ত গ্রেফতারকৃত আসামি সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনাল কর্তৃক ইস্যুকৃত গ্রেফতারী পরোয়ানাভুক্ত একজন ফেরারি আসামি। সে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত উগ্র জঙ্গীবাদী বই প্রচার ও নওযুবক তথা তরুণ প্রজন্মকে জঙ্গিবাদে উৎসাহিত করে আসছিল। সে বিগত দিন গুলোতে বিভিন্ন উপায়ে রাষ্ট্র ও সরকার বিরোধী লিফলেট বিতরণ ও দাওয়াতি কাজ করত। গ্রেফতারকৃত আসামির নিকট হতে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে তার অন্যান্য সহযোগী সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে বলে র‍্যাব-২ এর সিনিয়র এএসপি ফজলু হক নিশ্চিত করেন। তিনি বলেন বাংলাদেশ কোনো জঙ্গি গোষ্ঠীর আর ঠাঁই হবে না। যেখানেই জঙ্গি গোষ্ঠীর উৎপত্তি হবে বা আছে সেখানেই র‍্যাবের অভিযান হবে।

এমএসএম / এমএসএম

তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ এর অভিষেক ও শপথ অনুষ্ঠান

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত

ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত

কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত

পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম

ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে

উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ

হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার

ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা