ঈদের আনন্দে মেতেছে ভূমিহীন পরিবার
জমিলা বেওয়া। তার স্বামী মারা গেছে অনেক আগেই। সংসারে দুই মেয়ে ও এক ছেলে। দুই মেয়েকে বিয়ে দিয়েছেন। এরমধ্যে এক মেয়ে স্বামীর বাড়ি ছেড়ে মায়ের কাছেই থাকেন। ছেলে ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করে। বিয়ে করে সেখানেই থাকছে ছেলে। ফলে খোঁজখবর তেমন রাখে না মায়ের। স্বামীর জমি যমুনা নদীগর্ভে বিলীন হওয়ায় জমিলা ছিল ভূমিহীন। তবে বর্তমানে সে ভূমিহীন নেই। প্রধানমন্ত্রীর দেয়া উপহার ঘরের মালিক তিনি।
এমন ভূমিহীন শতাধিক পরিবার পেয়েছে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘর। টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ফলদা ইউনিয়নের গারাবাড়ি এলাকায় ৩০টি পরিবার নিয়ে গড়ে উঠেছে গুচ্ছগ্রাম। ছন্নছাড়া এসব পরিবার একই স্থানে পাকা ঘরে থেকে ঈদ উদযাপন করবে। যেন আনন্দের শেষ নেই তাদের মাঝে। তারা কোনোদিন কল্পনাও করেনি পাকা ঘরে দিনযাপন করবেন। আজ তারাই পাকা ঘরের মালিক।
সরেজমিন দেখা গেছে, উপজেলার গারাবাড়ি এলাকায় মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ৩০টি অসহায় ও ভূমিহীনদের জন্য পাকা ঘর নির্মাণ করা হয়। এরপর সেখানে ৩০টি পরিবারকে ঘর বুঝিয়ে দেয়া হলে তারা সেখানে বসবাস শুরু করেছেন। সেখানে বসবাসকারীরা কেউ কারোর আত্মীয় বা আপনজন ছিল না। তবুও তারা সুখে-দুঃখে আপনজন হিসেবে সুন্দরভাবে বসবাস করছে।
এখন তারা সেখানে সবাই একটি পরিবার। গুচ্ছগ্রামে সরকারের দেয়া সকল সুযোগ-সুবিধা পৌঁছে দেয়া হয়েছে। ঘরে ঘরে বিদ্যুত ও পানির জন্য বেশ কয়েকটি টিউওয়েল স্থাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত খোঁজ-খবর নেয়া হচ্ছে। এছাড়াও আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাসকারীদের সরকারি সকল ধরনের ভাতার সুযোগ করে দেয়া হয়েছে।
জানা গেছে, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য ও তৎকালিন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন পারভীন এবং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসলাম হোসাইনের নেতৃত্বে উপজেলার ফলদা ইউনিয়নের গারাবাড়ি এলাকায় প্রধানমন্ত্রীর দেয়া উপহার ঘর নির্মাণের জন্য খাস জমি উদ্ধার করেন। এরপর সেখানে পাকা ঘর নির্মাণ করে অসহায় ও ভূমিহীনদের খুঁজে বের করে তাদের নামে বরাদ্দ দেন। এতে সেখানে বর্তমানে ৩০টি পরিবার প্রধানমন্ত্রীর দেয়া ঘরে বসবাস করছেন।
ঘর পাওয়া জমিলা বেওয়া বলেন, স্বামী নেই। দুই মেয়ে এক ছেলে নিয়ে অন্যের জমিতে ছাপড়া ঘর তুলে কোন রকমে রাত দিন যাপন করতাম। মেয়ে দুইটার বিয়ে দিয়েছিলাম। এরমধ্যে এক মেয়ে আমার কাছেই থাকে। ছেলে বিয়ে করে আলাদা সংসার পেতেছে। ছেলেটা ঢাকায় থাকে। আমাদের দেখাশুনা করে না। কোনদিন ভাবি নাই টাকা ছাড়া ঘর পাবো তাও আবার পাকা ঘর। প্রধানমন্ত্রীর এই ঋণ শোধ করার মত না।
লাল মিয়া বলেন, এখানে সবাই আমরা একটা পরিবার। প্রধানমন্ত্রী যেমন ঘর দিয়েছে সাথে অনেকগুলো পরিবারকে একসাথে করে একটা সমাজ তৈরি করে দিয়েছেন। ঈদে খাই না খাই পাকা ঘরে থেকে ঈদ আনন্দ উদযাপন করতে পারমু। শেখের বেটিকে ধন্যবাদ আমাদের মত অসহায় ভূমিহীনদের ঘর দিয়েছেন। সখিনা বেওয়া বলেন, স্বামী নেই। মেয়ের ঘরে একটা নাতি আছে তাকে নিয়েই এখানে আছি। আগে সড়কের পাশে খুপড়ি ঘরে বসবাস করতাম। এখন পাকা ঘরের মালিক আর কি চাই শেষ বয়সে।
গাড়াবাড়ি আশ্রয়ন প্রকল্পের ঘর পাওয়া জহির বলেন, আমরা যমুনা নদী ভাঙ্গা মানুষ। নদী ভাঙনে ঘর ভিটা হারিয়ে অসহায় হয়ে পড়েছিলাম। শেখের বেটি আমাদের মত অসহায় লোকদের একটি করে পাকাঘর ও দুই শতাংশ জমি উপহার দিয়েছেন। কখনো চিন্তাও করি নাই পাকা ঘরে বসবাস করতে পারবো। এই শেখের বেটি হাসিনা আমাদের তা দিয়েছে। এখানে বিশুদ্ধ খাবার পানির জন্য টিউওয়েল এবং ঘরে বিদ্যুত সংযোগ দেয়া হয়েছে। পাকা ঘর দেওয়ার জন্য শেখের বেটি কে দোয়া করি আল্লাহ যেন তাকে অনেক দিন বাঁচিয়ে রাখে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম গণমাধ্যমকর্মীদের বলেন, মজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী ঘোষণা একটি মানুষও গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প ভূমিহীন ও গৃহহীনদের মাঝে গৃহ প্রদান প্রকল্প গ্রহণ করা হয়। এই প্রকল্পের আওতায় উপজেলার শতাধিক গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমিসহ পাকা ঘর উপহার দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহান গণমাধ্যমকর্মীদের বলেন, উপজেলায় প্রথম পর্যায়ে বরাদ্দ পাওয়া ১১০ টি ঘর ভূমিহীন ও গৃহহীনদের মাঝে বরাদ্দ দেয়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে আরও ৪০টি ঘর বরাদ্দ পাওয়া গেছে সেগুলোর মধ্যে ১০টি ঘর হস্তান্তর কাজ চলছে। বাকি ৩০টি ঘরের কাজ চলমান রয়েছে। নির্মিত ঘরে কোন ত্রুটি দেখা দিলে তাৎক্ষণিকভাবে তার সমাধান করে দেয়া হচ্ছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটি সম্মিলিতভাবে নিয়মিত নির্মিত ঘরগুলো পরিদর্শন করছে।
এমএসএম / জামান
কোচিং থেকে প্রেম, এরপর বিয়ে-ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মিলল ইভার লাশ
বাকেরগঞ্জে মিথ্যা মামলা থেকে অব্যাহতি চেয়ে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন
ঈশ্বরদীতে ট্রেনে কেটে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু
মসজিদের খতিব–ইমাম–মুয়াজ্জিনদের সুরক্ষায় নীতিমালা চূড়ান্তঃ কুমিল্লায় ধর্ম উপদেষ্টা
মেহেরপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পুনঃবিবেচনার দাবিতে গণজমায়েত
চর ওয়াশপুর প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর করেন জাতীয় বীর আমান উল্লাহ আমান
গাজীপুরের রাজনীতিতে ঝড় তুললেন ইরাদ সিদ্দিকী
ধুনটে বালুবাহী দুই ট্রাকের চাপে অটোরিকশাচালক নিহত
পটুয়াখালী প্রেসক্লাবের হীরক জয়ন্তী পালন
হৃদরোগে আক্রান্ত হয়ে চিলমারী মডেল থানার এসআই আসাদুজ্জামানের আকস্মিক মৃত্যু
কোম্পানীগঞ্জে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সম্মাননা ও সহায়তা প্রদান
দুমকিতে সশস্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
দুমকিতে গাভী লুটপাটের অভিযোগ 'মিথ্যা', দাবি করে সংবাদ সম্মেলন
Link Copied