ঢাকা সোমবার, ৪ আগস্ট, ২০২৫

সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলার সমাপনী আজ


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ৩০-১-২০২৩ দুপুর ৩:৫৮

যশোরের কেশবপুরে সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলার সমাপনী আজ। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে সাগরদাঁড়ি সেজেছে বর্ণিল সাজে। গত ২৫ জানুয়ারী সাগরদাঁড়িতে শুরু হয় সপ্তাহব্যাপী মধুমেলা। মহাকবির স্মৃতিবিজড়িত কপোতাক্ষ নদ, জমিদারবাড়ির আম্রকানন, বুড়ো কাঠবাদামগাছের তলা, বিদায় ঘাট, মধুপল্লিসহ মেলা প্রাঙ্গণে মধুপ্রেমী দর্শনার্থীদের উপচেপড়া ভিড় । মধুমেলা সুষ্ঠু ও সুন্দরভাবে উদ্যাপনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সবধরনের প্রস্তুতি রয়েছে। মেলা উপভোগ করতে আসা মানুষের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। এবার মধুমেলায় দর্শনার্থীদের নজর কেড়েছে ‘কৃষি মেলা’ মধুমেলার মধুমঞ্চের পাশে করা হয়েছে ‘কৃষি মেলা’ মহাকবির জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত মধুমেলায় কৃষকদের উৎপাদিত বিভিন্ন ফসল দেখে আগত মধুভক্তরা আনন্দে মেতে উঠেছেন। বড় বড় কলার কাঁদি, লাউ, মুলা, সরিষা গাছ, কচু, ওলকপি, পেঁপেসহ অসময়ের তাল দর্শনার্থীদের আকৃষ্ট করছে।
এছাড়া কৃষি পণ্য প্রদর্শনীর সামনে বিভিন্ন বীজ দিয়ে তৈরি উপজেলার মানচিত্রসহ ফসল উৎপাদনের দৃশ্য সব বয়সী মানুষ ঘুরে ঘুরে উপভোগ করছেন। সকাল থেকে অধিক রাত পর্যন্ত কৃষি মেলায় উপচে পড়া ভিড়। স্কুল, কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা এ মেলায় উপস্থিত হয়ে নিজেদেরকে ভবিষ্যতে এ ধরনের কৃষি পণ্য উৎপাদনে সম্পৃক্ত করার পরিকল্পনার কথাও জানায়।

কৃষি মেলায় আনা ৯ ফুট উচ্চতার সরিষা গাছ, ৬ ফুট উচ্চতার কলার কাঁদি, দুই হাত লম্বা মুলা, পাঁচ কেজি ওজনের পেঁপে, বড় বড় কাঁঠাল, লেবু, তেঁতুলসহ প্রায় ৩ শতাধিক কৃষি পণ্য মেলায় আনা হয়েছে।

কেশবপুর উপজেলার প্রতাপপুর গ্রামের কৃষক আব্দুল কুদ্দুসের নিকট থেকে সংগ্রহ কারা ৯ ফুট উচ্চতার সরিষার গাছ, সাতবাড়িয়া গ্রামের কৃষক আব্দুল ওয়াদুদের পাঁচ কেজি ৫০০ গ্রাম ওজনের ওলকপি ও অসময়ের তাল, আলতাপোল গ্রামের কৃষক আব্দুস সালামের বড় বড় কাঁঠাল, বাগদহা গ্রামের কৃষক রেজাউল করিমের ৫ ফুট উঁচু কচু ও পাশ্ববর্তী তালা উপজেলার কুমিরা গ্রামের কৃষক এস এম তাহসিমের ৬ ফুট উচ্চতার কলার কাঁদি, ইসলামকাটি গ্রামের কৃষক আশরাফুল ইসলামের ৪ কেজি ৭৭৫ গ্রাম ওজনের পেঁপে নজর কাড়েছে সব বয়সী দর্শনার্থীদের।

দৌলতপুর থেকে মেলা দেখতে আসা ৮ম শ্রেণির শিক্ষার্থী মারিয়া ফারজানা ইসলাম বলেন, আমি মধুসূদন দত্ত'র কবিতা পড়েছি কিন্তু এবার এসেছি মধুকবির মধুমেলায় আমার কাছে সকল অনুষ্ঠানের সবচেয়ে ভালো লেগেছে কৃষি মেলা। 

জানা গেছে, মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৯তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে যশোর জেলা প্রশাসনের আয়োজনে সাগরদাঁড়িতে ২৫ থেকে ৩১ জানুয়ারি সপ্তাহব্যাপী ওই মধুমেলা। গত ২৫ জানুয়ারি বুধবার বিকেলে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ মধুমেলার উদ্বোধন করেন। দর্শনার্থীদের বিনোদনের জন্য এবারের মধুমেলার মধুমঞ্চে বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি প্যান্ডেলে সার্কাস, জাদু প্রদর্শনী ও মৃত্যুকূপ । শিশুদের জন্য রয়েছে নাগরদোলাসহ রয়েছে বিভিন্ন আয়োজন।

মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, করোনার কারণে গত দুই বছর সাগরদাঁড়িতে মধুমেলা না হওয়ায় এবারের মেলা ঘিরে বিরাজ করছে একধরনের উৎসবের আমেজ। যশোর শহরসহ কেশবপুর উপজেলার বিভিন্ন স্থানে মধুমেলার ফেস্টুন টাঙানো হয়েছে। স্থানীয় দোকানদারদের পাশাপাশি দূরদূরান্ত থেকে আসা ব্যবসায়ীরা সাজিয়ে রেখেছেন বিভিন্ন পণ্যের পসরা। মেলা দেখতে বিভিন্ন স্থান থেকে ছুটে আসছেন অসংখ্য মানুষ। সাগরদাঁড়িসহ আশপাশের গ্রামে গ্রামে মেলা দেখতে বাড়িতে বাড়িতে আত্মীয়স্বজন আগমন। অনেকেই মেয়ে-জামাই, বন্ধুবান্ধবসহ অতিথিদের দাওয়াতও দিয়েছেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মধুমেলা উদ্যাপন কমিটির সদস্যসচিব এম এম আরাফাত হোসেন বলেন, ‘সাগরদাঁড়িতে মধুমেলা সুষ্ঠু ও সুন্দরভাবে উদ্যাপনের লক্ষ্যে সব প্রস্তুতি রয়েছে। মধুমঞ্চে সপ্তাহব্যাপী কেশবপুর ও যশোরের শিল্পীগোষ্ঠীর পাশাপাশি দেশবরেণ্য কবি, সাহিত্যিক ও শিল্পীরা অংশ গ্রহণ করেছেন। সপ্তাহব্যাপী মধুমেলার সমাপনী দিন ৩১জানুয়ারি। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যশোর -৬ মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ শাহীন চাকলাদার এমপি।আসা করছি সফল ও সুন্দরভাবে ঐতিহ্যবাহী মধুমেলা সম্পন্ন হবে।

এমএসএম / এমএসএম

সিডিএ'র কাজ করতে গিয়ে সন্ত্রাসীদের বাধার মুখে ঠিকাদার

পটুয়াখালীতে কিন্ডারগার্ডেন স্কুলের শত শত কোমলমতি শিশু শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

বেনাপোল বন্দরে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞায় বাণিজ্যে স্থবিরতা

রাণীনগরে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা

সম্প্রীতি বিনিষ্টকারীদের ছাড় নেই: গোপালগঞ্জে সম্মেলনে ডিসি

পল্লী বিদ্যুতের খুঁটির টানায় শক লেগে ৫ শিশু হাসপাতালে

আমন চাষে ব্যস্ত সময় পার করছে হাটহাজারীর কৃষকরা

রৌমারীতে আশ্রয়ণ কেন্দ্রের ঘর সংস্কারের অভাবে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে

ইসলামী আন্দোলনের কর্মীরা মৃত্যুকে ভয় পায় না বলেই আন্দোলন মুছতে পারেনি : এটিএম আজহারুল

বোদায় ১৩৫০ টাকার সার ১৮০০ টাকায় বিক্রি, যৌথ বাহিনীর অভিযান

সমাজ উন্নয়নে শিক্ষার বিকল্প নেই : জহুরুল আলম

নেত্রকোনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ বশির