ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

হরিণাকুণ্ডুতে লাল ধুলায় অতিষ্ঠ জনজীবন


হরিণাকুণ্ডু প্রতিনিধি photo হরিণাকুণ্ডু প্রতিনিধি
প্রকাশিত: ১-২-২০২৩ বিকাল ৫:৩৬

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার নির্মাণাধীন রাস্তার ধুলায় অতিষ্ঠ  হয়ে উঠছে জনজীবন। এমন চিত্র ঝিনাইদহের হরিণাকুণ্ডুর লালন সড়কে।এই সড়কের দুই পাশে আছে বসতবাড়ি,দোকানপাট,স্কুল-কলেজ ও মসজিদ। ইটের গুঁড়ার লাল ধুলায় দুর্ভোগের যেন শেষ নেই পথচারী ও  স্থানীয় লোকজন রয়েছেন ভোগান্তিতে।বেশ কয়েক মাস আগে সড়কের কাজ শুরু হয়েছে। সেজন্য সড়কে বালি মিশ্রিত ইটের খোয়া ও দুই পাশে মাটি ফেলা হয়েছে। রাস্তা নতুন ভাবে কার্পেটিং করার জন্য দীর্ঘদিন দিন ধরে পিচ তুলে খোয়া বিচিয়ে রোলার মেরে ডাব্লিউ বিএম করে লালচে ধুলো অবস্থায় রাখায় এবং সেই লাল ধুলায় নাকাল হতে হচ্ছে পথ চলাচল কারীদের বলে অভিযোগ উঠেছে। এর জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান ও এলজিইডি কে দায়ী করছেন ভুক্তভোগী এলাকার সচেতন মহল। দিনের পর দিন লালচে ধুলায় জনসাধারণ তো নাকাল হচ্ছেন সেই সাথে সবুজ গাছপালা ফসল লালচে আকার ধারন করেছে।এতে করে জনমনে চরম উত্তেজনা বিরাজ করছে।ধুলোবালির কারণে রাস্তার দু-পার্শ্বের বাড়ি ঘরের মানুষের বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে । এ থেকে পরিত্রাণ পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। লালন সড়কের দু-পাশের বসবাসরত একাধিক গৃহিণীরা জানান,ঘর থেকে বের হওয়া যাচ্ছেনা।খাবারের সাথে ধুলাবালু মিশে যাচ্ছে।এমনকি ঘরের জানালার পর্দাও লাল আকার ধারন করেছে। জানিনা এদূর্ভোগ থেকে কবে মুক্তি পাব। 

হরিণাকুণ্ডু উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জামিরুল ইসলাম বলেন, ধুলাবালু নাকে-মুখে দিয়ে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গে প্রবেশ করলে বিভিন্ন রোগজীবাণু ছড়াতে পারে। এই ধুলাবালু নাক-মুখ দিয়ে শরীরে প্রবেশ করলে অ্যাজমা, হাছি, কাশি, স্বাসকষ্টজনিত রোগ বেড়ে যেতে পারে। ফলে ফুসফুস সহ গুরুত্বপূর্ণ অঙ্গে ঢুকে জটিল রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। 
খোঁজ নিয়ে জানা যায়, ২০২১ সালের জানুয়ারিতে ‘আম্ফান ও বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক অবকাঠামো পুনর্বাসন প্রকল্পের আওতায় উপজেলার দোয়েল চত্ত্বর হেডকোয়াটার্স-ঝাউদিয়া জিসি (হরিণাকুণ্ডু অংশ) রাস্তা সংস্কার করা হচ্ছে। এতে ব্যায় ধরা হয়েছে ৯ কোটি ৭২ লক্ষ ৬৩ হাজার ৫০৫ টাকা।  ইপিআইসি-কপোতাক্ষিজেভি,৬/১,তাজমহল সড়ক,ব্লক-সি, মোহাম্মদপুর ঢাকা-১২০৭ নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পেলেও ওই প্রতিষ্ঠানের নামে কাজটি করছেন,ঝিনাইদহের ঠিকাদার বাসের আলম সিদ্দিকী।

এ ব্যাপারে বাসের আলম সিদ্দিকী ঠিকাদারী প্রতিষ্ঠানের ঠিকাদার উজ্জ্বল হোসেন সাংবাদিকদের জানান, যদিও এই সড়কে বালি মিশ্রিত ইটের গুঁড়ার লাল ধুলায় পানি দেওয়ার কথা নেই তারপরও ১ ফ্রেব্রুয়ারী থেকেই আমরা সড়কে পানি দেওয়ার কাজ শুরু করেছি। তিনি আরও জানান আমি আগামী এপ্রিল, ২০২৩ সালের নির্দিষ্ট সময়ের মধ্যেই সম্পূর্ণ কাজ শেষ করে হস্তান্তর করতে পারব বলে মনে করছি।

উপজেলা প্রকৌশলী খএঊউ কর্মকর্তা রাকিব হাসান বলেন, লালন সড়কটি দিয়ে আমি নিজেও মাঝেমধ্যে আসা যাওয়া করি, মাত্রাতিরিক্ত ধুলাবালু উড়ছে এটা অস্বীকার করব না। ২০২১ সালের আগষ্ট হতে ২০২৩ সালের জানুয়ারী মাসের ২ তারিখে কাজটি শেষ হওয়ার কথা ছিলো। পরবর্তীতে সময় বৃদ্ধি করে ০৩-০১-২০২৩ হতে ১২-০৪-২০২৩ ইং তারিখের মধ্যে সড়কটির  নির্মাণকাজ শেষ হওয়ার কথা আছে। ৯ কোটি ৭২ লক্ষ ৬৩ হাজার ৫০৫ টাকা ব্যায়ে নির্মাণকাজ চলছে। আমাদের অফিস থেকে ঠিকাদারী প্রতিষ্ঠানকে বেশ কয়েকবার কাজের ধীরগতির কারণে তাগিদ দেওয়া হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

এমএসএম / এমএসএম

বালাগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

বরিশাল ৩নং আসনে তৃণমুলের পছন্দের প্রার্থী আঃ ছত্তার খান

বাঁশখালীর সেই ভেঙে পড়া কালভার্ট নিজস্ব অর্থায়নে মেরামত করে দিলেন গণ্ডামারা ইউপি চেয়ারম্যান

কাউনিয়ায় আমন মৌসুমের ধান ও চাল ক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু

রাজশাহী-১ আসনে ভোটের মাঠে জনপ্রিয়তার শীর্ষে অধ্যাপক ড. আব্দুর রহমান মুহসেনী

ফ্যাসিস্ট,চাঁদাবাজ,জুলুমবাজদের আর ছাড় দেয়া হবেনাঃ ডাকসু ভিপি সাদিক কায়েম

আদমদীঘিতে জাতীয় প্রানি সপ্তাহ উপলক্ষ্যে প্রানি সম্পদ প্রদর্শনী

হাটহাজারীতে প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

নড়াইলে সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই আমির হোসেন ও এএসআই রুহুল আমিন

পাবিপ্রবির শিক্ষার্থীদের জন্য ‘উচ্চ শিক্ষায় মানসিক চাপ নিয়ন্ত্রণ কৌশল’ শীর্ষক কর্মসূচি ও রিসার্চ মেথোডলোজি বিষয়ে প্রশিক্ষণ

ধামইরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে উদ্বোধনী প্রদর্শনী মেলায় দুম্বা প্রদর্শন

হোসেনপুরে গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের সাথে নবাগত ডিসি মোহাম্মদ আসলাম মোল্লার মতবিনিময়

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উত্তপ্ত রাজনীতি