ঢাকা বৃহষ্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

সীতাকুণ্ডে আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে তরুণ-তরুণীরা


সীতাকুণ্ড প্রতিনিধি photo সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশিত: ১৫-২-২০২৩ দুপুর ১২:৪০

জেলার সীতাকুণ্ড উপজেলায়  আবাসিক হোটেলগুলোতে অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে তরুণ-তরুণী ও শিক্ষার্থীরা। পর্যটকের  ছদ্মবেসে এরা হোটেলে গিয়ে ঘন্টা হিসেবে অনৈতিক কাণ্ড চালিয়ে থাকে বলে একাধিক নির্ভরযোগ্য সুত্র নিশ্চিত করেছে।

জানা যায়, সীতাকুণ্ডে বিভিন্ন পর্যটন স্থানে দেশের বিভিন্ন এলাকার পর্যটকের উপস্থিতি বাড়তে থাকায় উপজেলার প্রাণকেন্দ্র পৌর সদরসহ উপজেলার বিভিন্ন স্থানে বেশ কয়েকটি আবাসিক হোটেল গড়ে উঠে। আবাসিক হোটেল ব্যবসার আড়ালে অনৈতিক ব্যবসা খুলে বসেন হোটেল কর্তৃপক্ষ। একইভাবে ঘণ্টা চুক্তিতে রুম ভাড়া দিয়ে অনৈতিক ব্যবসা চালানো শুরু করেন সীতাকুন্ড পৌর সদরের সন্ধীপ আবাসিক হোটেল সহ বেশ কয়েকটি হোটেলে।  আনাগোনা বাড়তে থাকে উঠতি বয়সি যুবক-যুবতীদের। যার বেশির ভাগই শিক্ষার্থী। শিক্ষার্থীরা প্রাইভেট, কোচিংয়ের বাহানা দিয়ে রুম ডেটিংয়ের নামে জড়িয়ে পড়ছে অনৈতিক কাজে। পর্যটক সেজে  তারা ডুকছে  হোটেলে ।  নিয়ম-নীতির বালাই না থাকায়, কোন সঠিক তথ্য ছাড়া টাকার বিনিময়ে দেওয়া হচ্ছে রুম ভাড়া। 

সর্বশেষ গত (৪ জানুয়ারি) অভিযোগ পেয়ে  সীতাকুণ্ড মডেল থানার এসআই হারুনুর রশিদের নেতৃত্বে একটি টিম সন্ধীপ আবাসিক হোটেলে গিয়ে এক যুগলকে দেখতে পায়। সামাজিক বিচার বিশ্লেষণে প্রথমবার পরিচয়  নিয়ে ছেড়ে দেওয়া হয় । তবে একাধিক প্রত্যক্ষদর্শী জানান মোট ৬ জন শিক্ষার্থী ছিলো, পুলিশ আসার খবর পেয়ে চারজন হোটেলের অন্যত্র দিয়ে চলে যায়। বাকি দুইজনকে হোটেল থেকে নামার সময় হাতেনাতে ধওে পুলিশ।  শুধু সন্ধীপ আবাসিক হোটেল নয়। উপজেলার অন্যান হোটেলগুলোতেও বিরাজ করছে একই অবস্থা। টাকার বিনিময়ে সুযোগ করে দেওয়া হচ্ছে অনৈতিক কাজের। 

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার এস আই হারুনুর রশিদ দৈনিক সকালের সময়কে বলেন, অভিযোগ  পেয়ে  আমরা সেখানে  গিয়ে তরুণ-তরুণীকে দেখতে পাই। প্রথম বারের মতো সর্তক করে তাদের পরিচয় নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। সীতাকুণ্ডের আবাসিক হোটেলগুলো জড়িয়ে পড়েছে অবৈধ ব্যবসায়  এমন তথ্য পেয়ে অনুসন্ধান করলে  প্রতিবেদকের  চোখে পড়ে আরো চাঞ্চল্যকর কিছু দৃশ্য। সীতাকুণ্ড বাজারে অবস্থিত সন্ধীপ আবাসিক হোটেলে সিঁড়ি বেয়ে জিন্স প্যান্ট পড়া এক তরুনকে উঠতে দেখা যায় গত ১৫ জানুয়ারি সকাল ১১ টায়।  তার ৫ মিনিট পর কালো বোরকা পরা ও কাঁধে  ব্যাগ নিয়ে এক তরুণী উঠে । দেখেই বুঝা যায় দুই জনেই কলেজ পড়ুয়া  শিক্ষার্থী। এক থেকে দের ঘন্টা পর আরো এক তরুণকে  উঠতে দেখা যায়, তার পিছে  কালো বোরকা পড়া অপর এক তরুণী তাকে অনুসরণ করে  প্রবেশ করে সন্ধীপ আবাসিক হোটেলে। তারা স্থানীয় কিনা যাচাই করতে, দীর্ঘক্ষন পর্যবেক্ষনের পর দুপুর ২:৪৫ ঘটিকা ও ৩ : ১৫ ঘটিকায় সিঁড়ি বেয়ে  নামতে দেখা যায় দুই যুগলকে। নেমে  মুহুর্তেই অদৃশ্য হয়ে যায় তারা । তাছাড়া ওই সময়ে প্রতিবেদকের চোখে পড়ে আরো নানা অসঙ্গতি। একাধিকবার এক তরুণীকে উঠতে নামতে দেখা যায়। 

এবিষয়ে সন্ধীপ আবাসীক হোটেলের মালিক মো. আক্তারের কাছে জানতে চাইলে তিনি বলেন, গত ৪ জানুয়ারি আমি ছিলাম না আমার হোটেলের ছেলেরা না জেনে তাদের ঢুকতে দিয়েছে। ইতিমধ্যে তাকে আমি বিদায় করেছি। আমার এখানে যারা আসে সবার তথ্য আছে আপনি চাইলে দেখতে পারেন। আমার এখানে এসব চলেনা, এগুলো অন্য হোটেলে চলে। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক আবাসিক হোটেলের কর্মরত যুবক বলেন, এখানে  দিনের বেলায় আসে বেশির ভাগ শিক্ষার্থীরা, রাতে অবশ্যই দূরদূরান্ত থেকে আসা পর্যটকরা থাকেন। তবে তাদের মধ্যে বিবাহিত এমন সংখ্যা খুব কম। বেশিরভাগ কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা আসে ঘুরতে, সময় কাটাতে। শুধু এখানে না!  সীতাকুণ্ড প্রায় হোটেলগুলোতে এরা উঠেন পর্যটকবেশে। আর অন্যকথা তো নাই বললাম ! এমন অনৈতিক কাজে হোটেলগুলো কেন সুযোগ করে দিচ্ছে শিক্ষার্থীদের ?  এমন প্রশ্নের জবাবে তিনি  বলেন, এগোলো না হলে হোটেল বিজনেস চলবে কেমন করে। এতো কিছু দেখলে হোটেল ব্যবসা হবেনা। প্রকৃত পর্যটকরা সুবিধা চায় বেশি, টাকা দেয় কম। প্রেমিক যুগল আসলে আমাদের লাভ । দুই-তিন  ঘন্টার জন্য  আসে, দুই-তিন হাজার টাকা দেয়। সীতাকুণ্ডে অনেক পরিচিত মানুষ আসে। আমরা চিনেও না চেনার ভান করি । এটা আমাদের চাকরি। এতো কিছু দেখার সময় নেই। 

সীতাকুণ্ডে পর্যটনের সংখ্যক দিন দিন  বৃদ্ধি হওয়াতে  বেড়েছে তুলনামূলক নিম্নমানের আবাসিক হোটেল সংখ্যা। এসব হোটেলে নেই কোন নিরাপত্তা  ব্যবস্থা। অগ্নিনির্বাপকের জন্য নেই কোন ফায়ার সেপ্টি প্লান্ট। পরিবেশের ছাড়পত্র ও প্রোয়জনীয় উপকরণ। বেশিরভাগ হোটেলগুলো দোকান  ও ফ্যামেলি ফ্ল্যাট থেকে  রূপান্তর করা হয়েছে। ফলে ঘটছে অনাকাঙ্খিত দূর্ঘটনা। অতীতে হোটেলগুলোতে ঘটেছে অগ্নিকাণ্ড,  খুন ও ধর্ষনের মতো ঘটনা। 
২০২০ সালের ১০ অক্টোবর জলসা আবাসিক হোটেলে এক যুবতী মেয়ে গণধর্ষণের শিকার হয়েছিলো। বিয়ের প্রলোভন দেখিয়ে, প্রেমিক ও তার বন্ধুরা মিলে আবাসিক হোটেলে এনে টানা দু'দিন ধরে ধর্ষণ করেছে বলে ভুক্তভোগী তরুণী অভিযোগ করেন। অসুস্থ অবস্থায়  সীতাকুণ্ড মডেল থানায় অভিযোগ করার পর পুলিশ প্রেমিক,  তার সহযোগী ৫ জন বন্ধু ও  হোটেল ম্যানেজারসহ ৬ জন ধর্ষককে আটক করে। 

গত বছরের ২৬ অক্টোবর দুপুরে পাঁচ তলাবিশিষ্ট জলসা আবাসিক হোটেলে অগ্নিকাণ্ড ঘটে । বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস । হোটেল জলসা সহ সীতাকুন্ড আবাসিক হোটেলগুলোর নেই কোন ফায়ার লাইসেন্স। এর আগে  ২০১৮ সালের ১ মে পৌরসদরে অবস্থিত সৌদিয়া আবাসিক হোটেলে বিষাক্ত মদপানে মৃত্যু হয়েছিল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল হোসেন রবি ও ব্যবসায়ী মোহাম্মদ নাছিরের। আজো উদঘাটন হয়নি মৃত্যুর রহস্য। তৎকালিক সীতাকুণ্ডের আবাসিক হোটেলে ধর্ষণ ও খুনের  ঘটনায় নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। নজরদারি বাড়ায়  সৌদিয়া আবাসিক হোটেল, সন্দ্বীপ আবাসিক হোটেল, জলসা আবাসিক হোটেল, সৈকত আবাসিক হোটেল, নিউ সৌদিয়া আবাসিক হোটেল, গ্রিন ভিউ আবাসিক হোটেল, কমফোর্ট আবাসিক হোটেল, সাইমুন আবাসিক হোটেল, ভাটিয়ারী আবাসিক হোটেল ও আল আরাফাত আবাসিক হোটেল সহ  সন্দেহজনক হোটেল গুলোর উপর। এরই মধ্যে নামে-বেনামে গড়ে উঠেছে আরো  বেশ কয়েকটি আবাসিক হোটেল।  

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  তোফায়েল আহমেদ  বলেন, অসামাজিক কাজে লিপ্ত  কাউকে পেলে  আইন আনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। তবে এই ক্ষেত্রে অভিভাবকদেরও সচেতন হতে হবে। যে সমস্থ আবাসিক হোটেলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তার ব্যবস্থা নেওয়ার নিদের্শ দেওয়া হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে অভিযান পরিচালনা করা হবে।  

এবিষয়ে সীতাকুণ্ড উপজেলার ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম বলেন, এমন অনৈতিক কাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা আবাসিক হোটেল মালিকদের ডেকে  সর্তক করেছি। এরপরও যদি এমন কোন তথ্য পাওয়া যায় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

টিসিবি'র কার্ডের কথা বলে নারী-পুরুষদের মানববন্ধনে দাঁড় করালেন প্যানেল চেয়ারম্যান, ক্ষিপ্ত এলাকাবাসী

শিবির কর্মী থেকে বিএনপি নেতা, কে এই জাকির হোসেন সরকার

রৌমারীতে বিয়ের প্রলোভনে তরুনীকে ধর্ষণের ঘটনায় মামলা

মান্দায় ছয় মাস ধরে এসিল্যান্ড শূন্য

পঞ্চগড়ে বিএনপির বিজয় র‌্যালি

প্রশাসনিক অনুমতিতে মরহুম বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনের দাফন সম্পন্ন

সড়ক দুর্ঘটনায় সুবিপ্রবি শিক্ষার্থী নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শোক

পটুয়াখালীতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে জেলা বিএনপির বিজয় র‍্যালি ও সমাবেশ

গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে ঠাকুরগাঁওয়ে বিজয় র‌্যালী

ঝিনাইদহে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তিতে আনন্দ শোভাযাত্রা

ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তিতে ফটিকছড়িতে বিজয় মিছিল-আলোচনা সভা

আর কোন স্বৈরাচারের জন্ম হতে দিবেনা বিএনপি

নোয়াখালী -৪ আসন থেকে দুটি ইউনিয়ন বাদ দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ