ঢাকা বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

ভবন আছে সেবা নেই, ভূমি সেবা থেকে বঞ্চিত শিলই ইউনিয়ন


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ২০-২-২০২৩ দুপুর ২:২

মুন্সিগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নে ভূমি সেবা পেতে বিড়ম্বনা আর চরম বেগ পোহাতে হচ্ছে ইউনিয়ন বাসিদের। শিলই ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে যায়, ভবন আছে অথচ সেবা প্রদানের কোন কার্যক্রম নেই। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, কয়েক বছর ধরেই এই ইউনিয়ন ভূমি অফিস টি বন্ধ রয়েছে। মিউটেশন, ভূমি উন্নয়ন কর, খতিয়ান পর্চা, ই নামজারি, জমির ম্যাপ, বিভিন্ন পরামর্শ সহ অন্যান্য ভূমি সেবা পেতে স্থানীয়দের প্বাশবর্তী চিতলীয়া বাজার ইউনিয়ন ভূমি অফিসে যেতে হচ্ছে। 

আরো জানা যায়, ১/২ বছর আগে শিলই ইউনিয়ন ভূমি অফিসে ১ জন কর্মকর্তাকে আনা হয়েছিল। মাঝে মধ্যে ওই কর্মকর্তা এসে কার্যক্রম পরিচালনা করতেন। তবে এখন আর আসেন না। কার্যক্রমও বন্ধ। অফিসে ঝুলছে তালা। 

বাধ্য হয়েই স্থানীয়রা ভূমি সংক্রান্ত সকল সেবা অন্য ইউনিয়ন থেকে গ্রহন করছেন। তাছাড়া পাশ্ববর্তী ইউনিয়নে ভূমি সেবা পেতে বাড়তি খরচ আর সময় অপচয় করতে হচ্ছে উপকারভোগীদের। সেই সাথে রয়েছে জটিলতাও। 

স্থানীয় মুরব্বি আনসার উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, আগে আমরা হাতের কাছেই ভূমি সেবা পেতাম। ১/২ বছর ধরে অত্র ইউনিয়ন ভূমি অফিস টি বন্ধ আছে। এখন আমাদের সকল কার্যক্রম করতে হয় চিতলীয়া বাজার ভূমি অফিসে। একদিকে সময় অপচয়, অন্যদিকে অর্থ ব্যয় আবার তো জটিলতা আছেই। 

নাম প্রকাশে অনিচ্ছুক নারী জানান, ইউনিয়ন ভূমি অফিস আছে কিন্তু আমরা কোন সেবা পাচ্ছি না। খাজনা দিতে যেতে হয় সেই চিতলীয়া বাজার। খাজনা না দিলেও সমস্যা। ভবন থাকার পরও কোন কার্যক্রম হচ্ছে না এ নিয়ে রয়েছে বেশ চাঞ্চল্য। 

আর উপজেলা ভূমি অফিস বলছে, শিলই ইউনিয়নের ভূমি অফিস টি খুব পুরনো ভবন। তারপরও বিষয়টি দেখে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে। 

শিলই ইউনিয়নে মোট জনসংখ্যা এগারো হাজার আটশত। ভুমি অফিসে ভূমি সেবা থেকে বঞ্চিত হচ্ছে পুরো  ইউনিয়নবাসি। ভূমি সংক্রান্ত সেবা পেতে চরম বেগ পেতে হচ্ছে  ভূমি মালিকদের। 

বিষয়টি স্বীকার করে শিলই ইউপি চেয়ারম্যান পারভেজ মৃধা জানান, আমি এ বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বেশ কয়েকবার অবগত করেছি৷ বার বার বলেও কোন লাভ হচ্ছে না। তিনি চাইলে একটা সমাধান করতে পারেন। 

উপজেলা নির্বাহী (সদর) কর্মকর্তার সাথে যোগাযোগ করেও তাকে পাওয়া যায় নি।

এমএসএম / এমএসএম

পিরোজপুরে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ উদযাপন

বিএনপি সরকার গঠন করলে হিন্দু অধ্যুষিত এলাকায় ডিজিটাল মন্দির নির্মাণ করা হবে — খন্দকার নাসিরুল ইসলাম

বকশীগঞ্জে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

বাকেরগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

চাঁদপুরে ৪৫ হাজার জেলেকে খাদ্য সহায়তা প্রদান

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবার পেল ২৫ লাখ টাকা

ঈশ্বরদীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

সাটুরিয়ায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত

মেহেরপুরে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

পটুয়াখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আত্রাইয়ে গোয়ালঘরের তালা ভেঙে ৫ টি গরু চুরি

কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও ডিজিটাল লার্নিং সেন্টার উদ্বোধন

কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত