ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধ পথে অস্ত্র আনতেন দেশে চার সদস্য গ্রেফতার র‍্যাবের হাতে।


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ২০-২-২০২৩ রাত ৮:১

পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধ পথে অস্ত্র চোরাচালান করে ভুয়া লাইসেন্স তৈরির মাধ্যমে অবৈধ আগ্নেয়াস্ত্র বিক্রয় এবং স্বনামধন্য বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানে চাকুরি দেয়া চক্রের মূলহোতা পলাশসহ অবৈধ অস্ত্র ব্যবসা ও ব্যবহারের সাথে জড়িত ০৬ জনকে বিপুল পরিমান দেশি-বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও ভুয়া লাইসেন্সসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

সাম্প্রতিক সময়ে র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি চক্র অবৈধ পথে পার্শ্ববর্তী দেশ হতে আগ্নেয়াস্ত্র চোরাচালানের মাধ্যমে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রয় করছে। চক্রটি চোরাচালানকৃত অবৈধ অস্ত্র অভিনব কৌশলে ভুয়া ও জাল লাইসেন্স তৈরির মাধ্যমে বিভিন্ন ব্যক্তির নিকট বিক্রয় এবং তাদেরকে বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানে নিরাপত্তা সংক্রান্ত চাকুরী প্রদানে আকৃষ্ট করে আগ্রহীদের নিকট হতে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিত। এই সংক্রান্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব এই চক্রের সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখা ও র‌্যাব-২ এর একটি যৌথ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে চক্রের মূলহোতা মোঃ পলাশ শেখ কে, গ্রেফতার করে র‍্যাব।তার পিতার নাম,নবীর শেখ। গ্রামের বাড়ি কলিয়া নড়াই। 

পলাশ সহ আরও  ৫ জন সহযোগী গ্রেফতার হয় র‍্যাবের হাতে।এরা হচ্ছে  মনোয়ার হোসেন (৩২) পিতা-মোঃ শেরেকুল ইসলাম।রশিদুল ইসলাম পিতা আব্দুর রহমান। নাজীম মোল্লা (৩৫)পিতা-মৃত আব্দুর রাজ্জাক মোল্লা থানা কালিয়া।মারুফ হোসেন (২৪)পিতা-মোঃ জাহাঙ্গির আলম। জেলা সিরাজগঞ্জে। 

গ্রেফতারকৃত মোঃ পলাশ এই চক্রের মূলহোতা। সে ২০০৪ সালে স্থানীয় একটি বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে। জীবিকার তাগিদে ২০১৩ সালে চাকুরীর জন্য ঢাকায় আসে এবং একটি স্বনামধন্য সিকিউরিটি প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ডের চাকুরী শুরু করে। সিকিউরিটি গার্ডের চাকুরীরত অবস্থায় ২০১৫ সালে এক ব্যক্তির কাছ থেকে ভুয়া লাইসেন্সকৃত একটি অবৈধ বন্দুক ক্রয় করে একটি বেসরকারী ব্যাংকে অধিক বেতনে সিকিউরিটি গার্ডের চাকুরী শুরু করে। পরবর্তীতে সে নিজেই অবৈধ পথে অস্ত্র চোরাচালান ও বিক্রয় শুরু করে এবং ৪-৫ জনের একটি দল তৈরি করে। তার নেতৃত্বে চক্রটি সীমান্তবর্তী অঞ্চল দিয়ে চোরাচালানের মাধ্যমে অস্ত্র সংগ্রহ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তার নামীয় সিল তৈরী করে জাল লাইসেন্স তৈরির মাধ্যমে বিভিন্ন ব্যক্তির নিকট অবৈধ অস্ত্র বিক্রয় করতে থাকে। দীর্ঘদিন যাবত একটি স্বনামধন্য বেসরকারি সিকিউরিটি প্রতিষ্ঠানে চাকুরী করার সুবাধে ঐ প্রতিষ্ঠানে নিজস্ব অবস্থান তৈরি হওয়ায় বিভিন্ন চাকুরী প্রার্থীদের অধিক বেতনের চাকুরীর প্রলোভন দেখাত এবং আগ্রহী চাকুরী প্রার্থীদের নিকট অবৈধ পথে আনা ভুয়া লাইসেন্সকৃত অস্ত্র ২-৩ লক্ষ টাকার বিনিময়ে বিক্রয় করত। এযাবত ২০-২৫ জনের নিকট অর্থের বিনিময়ে ভুয়া লাইসেন্সকৃত অস্ত্র বিক্রয় করতঃ বিভিন্ন বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানে চাকুরী প্রদান করেছে বলে জানা যায়। সে ৫/৬ বছর যাবত পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র ও গোলাবারুদ চোরাচালানের মাধ্যমে এনে সিকিউরিটি প্রতিষ্ঠানে চাকুরীরত ব্যক্তিদেরকে অবৈধ অস্ত্র সরবরাহের পাশাপাশি বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর কাছে বিক্রি করত বলে জানতে পারেন র‍্যাব। এবিষয় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান র‍্যাব কর্মকর্তারা।

এমএসএম / এমএসএম

তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ এর অভিষেক ও শপথ অনুষ্ঠান

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত

ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত

কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত

পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম

ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে

উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ

হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার

ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা