ঢাকা সোমবার, ৪ আগস্ট, ২০২৫

৫ দিনব্যাপী পাঁজিয়া বইমেলার উদ্বোধন করলেন এমপি.শাহীন চাকলাদার


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ২২-২-২০২৩ দুপুর ৪:৫

যশোরের কেশবপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ উপলক্ষে উপজেলার ঐতিহ্যবাহী পাঁজিয়ায় ৫ দিন ব্যাপী বইমেলার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। গত মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) বিকেলে পাঁজিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধান অতিথি ওই বইমেলার শুভ উদ্বোধন করেন।এসময় পাঁজিয়া বইমেলার স্মরণিকা অক্ষর ও পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের যৌথ প্রকাশনা ত্রৈমাসিক সাহিত্য ও গবেষণা বিষয়ক পত্রিকা ইংগিত নামে দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেন।

বইমেলা উদযাপন পরিষদের সভাপতি ও পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দীন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল ব্যানার্জীর সঞ্চালনায় আলোচনা সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তৃতা করেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন  উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, কেশবপুর পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম, পাঁজিয়া ডিগ্রি কলেজর অধ্যক্ষ মোঃ রুহুল আমীন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম মুকুল।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল ইসলাম হ্যাপী, কেশবপুর উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর বিশ্বাস শহিদুজ্জামান শহিদ, যুগ্ন-আহবায়ক আবু সাঈদ লাভলু,সহ-সভাপতি বাবুর আলী গোলদার, প্রকাশনা বিষয়ক সম্পাদক ও পাঁজিয়া বইমেলা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ মাসুদা বেগম বিউটি, পাঁজিয়া বইমেলা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হাদিউজ্জামান জয়, বইমেলা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ  সম্পাদক  রিয়াজ লিটন। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার কবি সাহিত্যিক সহ নানা শ্রেণী-পেশার মানুষ মেলায় অংশ গ্রহণ করেন। আলোচনা সভা শেষে স্থানীয় ও বিভিন্ন সংগঠনের শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠান মঞ্চস্থ হয়। 

বইমেলা উদযাপন পরিষদের সভাপতি ও পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দীন বলেন, প্রতিদিন স্থানীয় ও বহিরাগত শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠান রয়েছে। প্রতি বারের ন্যায় এবারও বইমেলা উদযাপন করা হচ্ছে। উদযাপন কমিটি ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বিশৃঙ্খলার চেষ্টা করলে কাউকে ছারে হবে না। 

এমএসএম / এমএসএম

সিডিএ'র কাজ করতে গিয়ে সন্ত্রাসীদের বাধার মুখে ঠিকাদার

পটুয়াখালীতে কিন্ডারগার্ডেন স্কুলের শত শত কোমলমতি শিশু শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

বেনাপোল বন্দরে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞায় বাণিজ্যে স্থবিরতা

রাণীনগরে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা

সম্প্রীতি বিনিষ্টকারীদের ছাড় নেই: গোপালগঞ্জে সম্মেলনে ডিসি

পল্লী বিদ্যুতের খুঁটির টানায় শক লেগে ৫ শিশু হাসপাতালে

আমন চাষে ব্যস্ত সময় পার করছে হাটহাজারীর কৃষকরা

রৌমারীতে আশ্রয়ণ কেন্দ্রের ঘর সংস্কারের অভাবে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে

ইসলামী আন্দোলনের কর্মীরা মৃত্যুকে ভয় পায় না বলেই আন্দোলন মুছতে পারেনি : এটিএম আজহারুল

বোদায় ১৩৫০ টাকার সার ১৮০০ টাকায় বিক্রি, যৌথ বাহিনীর অভিযান

সমাজ উন্নয়নে শিক্ষার বিকল্প নেই : জহুরুল আলম

নেত্রকোনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ বশির