ঢাকা বৃহষ্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

নারায়ণগঞ্জে ষড়যন্ত্র মুলোক মামলায় কারাগারে সাবেক ব্যাংক কর্মকর্তা


বজলুর রহমান‍ photo বজলুর রহমান‍
প্রকাশিত: ২৬-২-২০২৩ রাত ১১:০

নারায়ণগঞ্জ জেলার সিদ্দিরগঞ্জ  থানাধীন মিজমিজি সাহেব পাড়ার বাসিন্দা সাবেক ব্যাংক কর্মকর্তা মো: লিয়াকত আলী পিতা: মৃত: হোসেন আলী। উক্ত ব্যক্তি স্থানীয় সন্ত্রাসী ও ভূমি দস্যুদের দেয়া ষড়যন্ত্র মুলোক ও মিথ্যা মামলায় জেল হাজতে আছেন মোঃ লিয়াকত আলী,

লিয়াকত আলীর পরিবারের পক্ষ থেকে সংবাদ কর্মীদের বলেন, সি.এস ১১৭ এস.এ ১৩২ আর.এস ৪২৫ নং খতিয়ান ভুক্ত এস.এ ১৮৪ ও ৪০৪ নং দাগের ষোল আনায় ১০৫ শতাংশ সম্পত্তি রেকর্ডীয় মালিক ৮ জন গত ১১/৭/১৯৬৮ ইং তারিখে ১১৩০৭ নং দলিলে ৯১ শতাংশ এবং ৫/৮/১৯৬৮ ইং তারিখে ১২৫৮৯ নং দলিলে মো: আ:ছাত্তার কামালের ১৪ শতাংশ সহ একুনে দুটি দলিলে মোট ১০৫ শতাংশ গত ১/৮/১৯৭৩ইং তারিখে সাফ-কবলা দলিল হয় যাহার দলিল নং ১৮৮৮৬ খরিদা সূত্রে জমির মালিক হন মো: লিয়াকত আলী উক্ত দলিলে শনাক্তকারী সাক্ষী মো: করিম এখনো পর্যন্ত জীবিত আছেন।

ছাত্তার কামালের বিক্রি করা মুল দলিল সহ সম্পত্তির সম্পূর্ণ কাগজ পত্র লিয়াকত আলীর কাছে। একটি চক্র জমি বে দখলের চেষ্টা করেন এমনকি বিজ্ঞ আদালতে মামলা করেন যাহার মামলা নং ২৩৭/২২ উক্ত মামলাটি সরে জমিনে সুষ্ঠু তদন্তের জন্য বিজ্ঞ আদালত পুলিশের বিশেষ শাখা পিবিআই কে আদেশ প্রদান করেন। আদেশ নং পি-৩৫৭/২০২২ পিবিআইর তদন্ত কারী কর্মকর্তা মো: তৌহিদুল ইসলাম বিপিএম সরেজমিনে তদন্ত না করে মনগড়া ভাবে প্রতিপক্ষের কাছ থেকে মোটা অংকের ঘুষসের বিনিময়ে মামলার বাদীর পক্ষে এক তরফা রিপোর্ট প্রদান করে বিজ্ঞ আদালতে। ব্যাংক কর্মকর্তা লিয়াকত আলী সংবাদ কর্মীদের বলেন, পিবিআইর কর্মকর্তা তৌহিদুল ইসলাম আদালতে আমার পক্ষে প্রতিবেদন দিবে এমন আশ্রাস দিয়ে আমার কাছে নগদ ৫ লক্ষ টাকা ঘুষ দাবি করেন এবং ২ শতাংশ জমি দাবি করেন। পরবর্তীতে আমি নগদ  ৯০ হাজার টাকা আমি তাকে দিয়ে থাকি আমি আর কোনো টাকা কিংবা জমি কোনটাই দিতে পারবো না। আমার কাছে ছাত্তার কামালের দেয়া দলিলের মূল কপি সহ সকল কাগজ পত্র আছে আপনি সঠিক তদন্তে যা পান তাই প্রতিবেদনে লিখবেন।

উল্লেখিত জমি সংক্রান্ত বিষয় নিয়ে সিদ্দিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফার অফিস কক্ষে ২বার বৈঠক হয়। সাবেক ব্যাংক কর্মকর্তা লিয়াকত আলী জমির যাবতীয় কাগজ পত্র ওসির কাছে পেশ করেন। কিন্তু প্রতিপক্ষ সন্ত্রাসী ভূমি দস্যুরা জমির দলিল কিংবা প্রয়োজনীয় কাগজ পত্র দেখাতে পারেনি। তাই নারায়ণগঞ্জের পিবিআই কর্মকর্তা তৌহিদুল ইসলামকে মোটা অংকের ঘুষ দিয়ে লিয়াকত আলীর বিরুদ্ধে বাদীর পক্ষে এক তরফা একটি প্রতিবেদন করে আদালতে পাঠায়। প্রতিবেদনটি বিজ্ঞ আদালত আমলে নিয়ে লিয়াকত আলীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হয়। লিয়াকত আলীকে বাসা থেকে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ গ্রেফতার এর সময় পুলিশের গ্রেফতারকৃত অবস্থায় লিয়াকত আলীর উপর সন্ত্রাসী ও ভুমিদস্যু মো: আব্দুর রহমান বিশ্বাস, মো: পেয়ার আলী, মো: হেলাল উদ্দিন, মো: নুর ইসলাম, মো: সৌরভ সহ ১০/১২ জন সন্ত্রাসীরা হামলা চালায়। 

এতে গুরুতরভাবে আহত হন লিয়াকত আলী ও তার ছেলে বিশ্ববিদ্যালয় পড়–য়া নাঈম। হামলাকারীদের বিরুদ্ধে গত ২১ ফেব্রুয়ারী সিদ্ধিরগঞ্জ থানায় লিয়াকত আলীর ছেলে বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পর অদ্যাবধি পর্যন্ত সন্ত্রাসী ও ভূমিদস্যু গংদের কাউকেই গ্রেফতার করেনি পুলিশ। সন্ত্রাসীরা এলাকায় প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছে। লিয়াকত আলীর পরিবারের সদস্যদের হত্যা সহ নানা ধরনের হুমকি দিয়ে আসছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন পুরো পরিবারটি। এ বিষয়ে পিবিআই কর্মকর্তা তৌহিদুল ইসলাম এর সাথে কথা বললে তিনি জানান "আমাকে যে লিয়াকত আলী ৯০ হাজার টাকা দিয়েছে এবং দুই শতাংশ জমি চেয়েছি এটা সঠিক নয় , আমি লিয়াকত আলীর দলিল কিংবা বাদী হ্যাপি আক্তার এর দলিল কোনটা জাল তাহা আদালতে প্রমানিত হওয়ার আগে আমি প্রতিবেদনে জাল বা ভুয়া লিখতে পারবোনা। আমি প্রতিবেদনে অমিল বা গরমিল লিখতে পারবো, অথচ বিজ্ঞ  আদালতের  আদেশের আগেই জাল বা ভুয়া লিখেই প্রতিবেদন পাঠিয়ে দিলেন পিবিআইর কর্মকর্তা। এ বিষয়ে আইনজীবী আঃ হাই এর সাথে কথা বললে তিনি বলেন, আদালতে যতক্ষণ পর্যন্ত দলিল জাল প্রমাণিত না হবে এর আগে কোনো পুলিশ কর্মকর্তা জাল দলিল বলে আক্ষায়িত করা হলে সেটা অপরাধের সামিল ও বেআইনি বটে। "অন্য দিকে 

সিদ্দিরগঞ্জ থানায় কর্মরত এস আই আব্দুল রহিম সাথে কথা বললে তিনি জানান, লিয়াকত আলীর ওয়ারেন্ট নিয়ে তার বাসায় গিয়ে গ্রেফতার করি ওই মুহূর্তে প্রতিপক্ষরা তার উপর হামলা চালায় ঘটনা সত্য"।

এমএসএম / এমএসএম

বাবার শেষ চিহ্ন টুকু ফিরিয়ে দেয়ার আকুঁতি আজীম অননের

ফেলে যাওয়া প্লাস্টিকের বস্তা থেকে মিলল ২লাখ২০হাজার ইয়াবা

চট্টগ্রামে কেজিডিসিএল'র তিন শতাধিক অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

তিলকপুরের সেই মাঠেই ফুটবল খেললো নারীরা

মাগুরায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

২৪ গণবিপ্লবের চেতনা বিরোধী ধারায় দেশকে নিয়ে যাবার ষড়যন্ত্র রুখে দিতে হবে : মুহাম্মদ শাহজাহান

মোবাইল কোর্টের অভিযান

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে যখম অতঃপর থানায় মামলা

রায়পুরে পাবলিক লাইব্রেরীর দ্বিতীয়তলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইমরান খাঁন

গোদাগাড়ীতে বাঁশঝারের নিচ থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুলে মেধাবী সংবর্ধনা ও ফ্যামিলি স্পোর্টস ডে উদযাপন

বকশীগঞ্জে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পাকিস্তান ও বাংলাদেশের নাগরিকদের সমস্যা একইঃ পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহাম্মেদ মারুফ