ঢাকা বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

মুন্সিগঞ্জে স্বাস্থ্যের ক্ষতি জেনেও হচ্ছে তামাক চাষ


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ১-৩-২০২৩ দুপুর ১:১৮

মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলায় দিন দিন বেড়ে চলছে তামাক চাষ। সরকারের পক্ষ থেকে তামাক চাষে কৃষকদের নিরুৎসাহিত করা হলেও টঙ্গিবাড়ি উপজেলার কাঠাদিয়া ইউনিয়নে তামাক চাষ থেমে নেই।
জমিতে অন্য ফসলের চেয়ে তামাকের উৎপাদন বেশি হওয়ায় এবং স্থানীয় বাজারগুলোতে তামাকের আশানুরূপ মূল্য পাওয়ায় উৎপাদনে আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা। এ অবস্থায় চরম স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন এলাকার সাধারণ মানুষ ও কৃষকরা।

জেলা স্বাস্থ্য বিভাগ বলছে, তামাক চাষ ও সেবন মানবদেহের জন্য ক্ষতিকর। তামাক পাতা, বিড়ি, সিগারেট, গুল, ও জর্দাসহ এ ধরনের নেশাজাতীয় দ্রব্য সেবন করায় বাড়ছে ক্যানসারসহ নানা রোগ। তামাক চাষে কৃষকদের পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন সাধারণ মানুষ। 

টঙ্গিবাড়ি উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের কাঠাদিয়া এলাকার সমনা গাজীর ছেলে কৃষক মাজহারুল ইসলাম নিজের  ৮/১০ বিঘা কৃষি জমিতে গতবারের ন্যায় এবারও নিয়ম নীতির তোয়াক্কা না করে তামাক চাষ করেছেন। 

তামাক কাটার পর রোদে শুকিয়ে আঁটি বেঁধে ঘরে তুলতে হয়। বিক্রি না হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে হয়। এরপর তামাক যায় কোম্পানির গোডাউনে। সেখানেও তামাক পাতা সংরক্ষণ করতে হয়। এতে তামাকের গন্ধ সরাসরি মানবদেহে প্রবেশ করে শিশুসহ নানা বয়সী মানুষ আক্রান্ত হয়।

তামাক চাষী কৃষক মাজহারুল গাজী জানান ,গত বছরেও আমি তামাক চাষ করেছিলাম । অন্যান্য ফসলে লোকসান গুনতে হয়। তাছাড়া উপজেলা কৃষি অফিস থেকে কোন প্রকার প্রনোদনা কিংবা সুযোগ সুবিদা পাই না। সিগারেট কোম্পানীগুলো বাড়িতে এসে অগ্রিম টাকা দিয়ে যাচ্ছেন। এবার আমি ৮/১০ বিঘা জমিতে তামাক চাষ করেছি। 

উপজেলা কৃষি কৃষি কর্মকর্তা বলেন, এখন মানুষজন সচেতন হওয়ায় দিন দিন তামাক চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন কৃষকরা। তামাক চাষে কৃষকদের নিরুৎসাহিত করতে নানা ধরনের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আমরা কৃষকদের বলেছি, তামাকের পরিবর্তে গম, ভুট্টা, সরিষা, আলু ও মুগডালসহ বিভিন্ন ফসল চাষেও লাভবান হওয়া যায়।

কৃষকরা জানিয়েছেন, তামাক চাষের জন্য উদ্বুদ্ধ করছে বিভিন্ন তামাক কোম্পানি। তারা তামাক চাষে অগ্রিম টাকাসহ কৃষকদের সার ও বীজ সরবরাহ করে।

এ বিষয়ে জেলা তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ সেলের সদস্য ও জেলা স্যানিটারি ইন্সপেক্টর গাজী আমিন জানান, তামাক জাত দ্রব্য নিয়ন্ত্রণ আমাদের সে ক্ষমতা দেয়া হয়নি। এটা সম্পূর্ণ কৃষি বিভাগের দায়িত্ব। 

জেলা কৃষি সম্রসারন অধিদপ্তরের উপ পরিচালক ড.  মো. আব্দুল আজিজ সকালের সময় কে জানান, কাঠাদিয় শিমুলিয়া ইউনিয়নে তামাক চাষের বিষয়টি আমরা অবগত। মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তারা তামাক চাষে কৃষকদের নিরুৎসাহিত করতে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে যাচ্ছেন। তবুও বাড়তি লাভের আশায় তামাক চাষ করছেন কৃষকরা। তবে তামাক চাষ নিয়ন্ত্রণে চাষিদের প্রনোদনার আওতায় আনার চেষ্টা চলছে। ফলে তামাক উৎপাদন অনেকটা কমেছে। আশা করছি, আগামীতে তামাকের চাষ আরও কমবে।

এমএসএম / এমএসএম

পিরোজপুরে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ উদযাপন

বিএনপি সরকার গঠন করলে হিন্দু অধ্যুষিত এলাকায় ডিজিটাল মন্দির নির্মাণ করা হবে — খন্দকার নাসিরুল ইসলাম

বকশীগঞ্জে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

বাকেরগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

চাঁদপুরে ৪৫ হাজার জেলেকে খাদ্য সহায়তা প্রদান

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবার পেল ২৫ লাখ টাকা

ঈশ্বরদীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

সাটুরিয়ায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত

মেহেরপুরে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

পটুয়াখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আত্রাইয়ে গোয়ালঘরের তালা ভেঙে ৫ টি গরু চুরি

কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও ডিজিটাল লার্নিং সেন্টার উদ্বোধন

কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত