ঢাকা মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

ব্যক্তিগত উদ্যোগে রাস্তা সংস্কার


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ২৫-৭-২০২১ বিকাল ৬:১৭

অতিবৃষ্টির কারণে মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের ধলাগা‍ঁও এলাকার সড়কের বেহাল দশা। সদ্য তৈরি পাকা রাস্তাটির ১০০ ফুট রাস্তা ধসে গিয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। কিন্তু সেদিকে নজর নেই চেয়ারম্যান ও জনপ্রতিনিধিদের। এ অবস্থায় মানুষের ভোগান্তি কমাতে নিজস্ব অর্থায়নে রাস্তাটি সংস্কার করছেন বিশিষ্ট ব্যবসায়ী এলাকার সন্তান কামাল উদ্দিন। এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী। 

স্থানীয় বাসিন্দা ও বাংলাদেশের প্রথম সারির ক্রিকেট খেলোয়ার মেহেরাব হোসাইন জোসি জানান, আমাদের এ গ্রামীণ সড়কটি রওশন মোল্লার বাড়ি থেকে ফজল শেখের বাড়ি পর্যন্ত একেবারে ধসে পড়েছে। আমাদের চলাচল করার জন্য ব্যাপক সমস্যার সৃষ্টি হচ্ছে। অতিবৃষ্টির কারণে ঢলে পাকা রাস্তার পিস, ইট, পাথর উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। দুই পাশ ভেঙে যাওয়ায় জনসাধারণ ও যানবাহন চলাচলে রাস্তাটি সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। সদ্য নির্মিত রাস্তাটির কাজ চার মাস আগে সমাপ্ত হয়েছে। টানা বৃষ্টির কারণে ২০ দিন যাবৎ রাস্তাটি ধসে গেলেও কেউ সংস্কারে এগিয়ে আসেনি। জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে এলাকার সন্তান কামাল উদ্দিন নিজ উদ্যোগে এবং অর্থায়নে এলাকার যুবকদের সহযোগিতায় রাস্তাটি সংস্কার করে দেন। এমন মহৎ কাজের জন্য সকলেই তার প্রতি কৃতজ্ঞ। 

বেশ গুরুত্বপূর্ণ সড়কটিতে প্রতিদিন ৪০০ থেকে ৫০০ যানবাহন চলাচল করে। তাছাড়া ৩০টির বেশি গ্রামের সাথে সংযোগ তৈরি করেছে এই সড়কটি। মানুষের ভোগান্তির কথা ভেবে এগিয়ে এসেছেন এলাকার সন্তান কামাল মিয়া। 

সরেজমিন ধলাগা‍ঁও এলাকার রাস্তাটির ধসে যাওয়া অংশ চোখে পড়ে। প্রতিনিয়ত অসংখ্য যানবাহন চলাচল করে। সড়কটি ব্যবহার করে বজ্রযোগিনী, টঙ্গিবাড়িসহ বিভিন্ন স্থানে যাওয়া যায়। তাছাড়া কৃষিপ্রধান এলাকা হিসেবে এ সড়কটি স্থানীয় কৃষকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সড়কটি ব্যবহার করে কৃষকরা তাদের কা‍ঁচামাল জেলার বিভিন্ন জায়গায় সরবরাহ করে থাকে। 

এ ব্যাপারে কামাল জানান, আমাদের এই গ্রামীণ সড়কটি সদ্য নির্মাণ হয়েছে। রাস্তাটি পুকুর পাড়ঘেঁষে নির্মিত হওয়ার কারণে এবং কয়েক দিনের টানা বর্ষণে অনেকখানি জায়গা ধসে গেছে। তবে রাস্তার পাড় ধরে গাইডওয়ালের ব্যবস্থা থাকলে এমনটা হতোনা। রাস্তাটি টিকিয়ে রাখার জন্য গাইডওয়ালের প্রয়োজনীয়তা অপরিসীম। 

স্থানীয় রশিদ হাওলাদার, মহিউদ্দিন শিকদার, সোহেলসহ এলাকাবাসী দ্রুত রাস্তাটির গুরুত্বপূর্ণ স্থানে গাইডওয়াল নির্মাণের জোর দাবি জানান।

এমএসএম / জামান

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

বিশ্ব বসতি দিবস ২০২৫ উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় দুর্নীতি ও অনিয়র অভিযোগে সিভিল সার্জনের অপসারণের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে দক্ষিণ বাংলা সমাজকল্যাণ সংস্থার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত,

বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে জাল দলিল ও প্রতারণার অভিযোগে মানববন্ধন

কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, ১২২৭ হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত

মানিকগঞ্জে স্বর্ণের দোকানে লুটের ঘটনায় মূলহোতা দোকানের মালিকসহ গ্রেফতার ৩

জীবননগর হাসপাতালে শয্যা ও চিকিৎসক সংকট, ভোগান্তিতে সাধারণ রোগী

গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ছয় ইউনিট

পঞ্চগড়ে ইন্টার্নশিপ বিদ্যালয়ে সহকারি দুই শিক্ষক অনুপস্থিত, একজন হাজতে, ব্যবস্থা নেয়নি কেউ

কোটালীপাড়ায় মায়ের সাথে অভিমান করে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান