ঢাকা বুধবার, ১ অক্টোবর, ২০২৫

রাজধানীর মোহাম্মদপুর সড়ক দূর্ঘটনায় যুগান্তরের সাংবাদিক আহত


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ১৬-৩-২০২৩ রাত ১০:৫৯

মোহাম্মদপুর বেরীবাঁধ জুড়ে ফিটনেসবিহীন বেপরোয়া বাস চলাচল সড়ক দূর্ঘটনায় যুগান্তরের সাংবাদিক সালমান আহত। রাজধানীতে সড়ক দূর্ঘটনায় যুগান্তরের রিপোর্টার একে সালমান গুরুতর আহত হয়ে একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৪টায় মোহাম্মদপুরের বেরীবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান পাড় হয়ে অটো স্ট্যান্ডের পাশে আসতেই পিছন থেকে একটা সেন্ট্রাল বাস এসে মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এ সময় মোটরসাইকেলের সামনের চাকার ওপর দিয়েই বাসটি তুলে দেয়। ঘটনাটি দেখে আমরা আশপাশ থেকে দৌঁড়ে এসে দেখি মোটরসাইকেলসহ তার বাম পা নিচে চাপা পড়েছে। চাপা দিয়েই বাসটি দ্রুত পালিয়ে যায়। তখন আমরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত একটি অটো গাড়ীতে করে প্রথমে একটা ফার্মেসীতে নিয়ে যাই। সেখানে রক্ত বন্ধ করার পর কলেজ গেইট এলাকায় একটি বেসরকারী হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়রা আরও জানান, বেরীবাঁধের এই সড়কটিতে প্রতিনিয়ত এমন দূর্ঘটনা ঘটছেই। এই এ সড়কটিতে সেন্ট্রাল,ব্রাদার্স পরিবহনসহ নামে-বেনামে ফিটনেস বিহীন বাস চলাচল করে বলে জানা যায়। প্রতিটি বাসের চালকরা কেউ নেশাগ্রস্ত, আবার কোন চালক অপ্রাপ্তবয়স্ক অবস্থায় গাড়ী চালানোর কারণে প্রতিদিনই কোন না কোন দূর্ঘটনা ঘটেই যাচ্ছে। তারপরও সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগের এ বিষয়ে কোন নজরই নেই।

আহত সাংবাদিক একে সালমান সকালের সময় কে বলেন,আমি ঢাকা উদ্যান এলাকায় নিউজের একটি কাজ শেষ করে বেরীবাঁধ সড়ক হয়ে ঢাকা উদ্যান থেকে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিলাম। মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের কাছাকাছি চাঁদ উদ্যানের পাশে অটো স্ট্যান্ডে জ্যামে দাঁড়িয়ে আছি। এসময় বাঁ পাশ থেকে দ্রুত গতির সেন্ট্রাল পরিবহন নামে একটি বাস এসে মোটরসাইকেল ধাক্কা দিয়ে ফেলে দেয়। সাথে সাথে ডান পাশে একটি অটোর ওপর পড়ে গেলে আমার মোটরসাইকেলের উপর দিয়ে বাসের চালক বাস তুলে দেয়। এসময় আমার বাম পা বাসের বডির নিচে ঢুকে গেলে বাম পায়ের মাংসপেশীর মাংস পুরোপুরিভাবে আলাদা হয়ে যায়। সাথে সাথে আশেপাশের লোকজন দৌঁড়ে এসে আমাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে আসে। 

এবিষয়ে কথা হয় মোহাম্মদপুর জোনের ট্রাফিক এসি মোহাম্মদ ইমরুলের সাথে, তিনি সকালের সময় কে বলেন আমরা প্রতিনিয়ত ফিটনেস বিহীন এবং রোড পারমিট না থাকা বাস কে জরিমানা করাসহ ডাম্পিং করে থাকি সাংবাদিক আহতদের বিষয়টি দুঃখজনক। ট্রাফিক সার্জেন্টদের আরও করা নির্দেশ দেওয়ার ব্যবস্থা করা হবে। 

যুগান্তরের সাংবাদিক কে সেন্ট্রাল বাস চাপা দেওয়ায় অনেকেই ক্ষোপ প্রকাশ করেছে একজন গণমাধ্যম কর্মী কে যদি বাস এভাবে মেরে দিয়ে পালিয়ে যায় তাহলে সাধারণ জনগণের ক্ষেত্রে কি হতে পারে?  এবিষয় সেন্ট্রাল পরিবহনের মালিক শফিকের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন সকালের সময় কে বলেন, শুধু সাংবাদিক নয় প্রতিদিনই তো সড়কে মানুষ মারা পরছে। আমরা কি করতে পেরেছি? কেউই সচেতন না,আমাদের এবং  ড্রাইভারদের সচেতন হতে হবে। অপ্রাপ্তবয়স্ক গাড়ী চালকদের বিষয় জানতে চাইলে তিনি বলেন, এগুলো সরকার কে বলেন। কারণ, এ বিষয়ে ট্রাফিক দায়িত্বরত সার্জেন্ট পুলিশ নিয়োজিত আছে। ট্টাফিকের সার্জেন্টদের দায়িত্ব কি। নিরাপদ সড়কের জন্য আমিতো আন্দোলন করেই যাচ্ছি। কিন্তু আমাদের সকলের আরও সচেতন হতে হবে। এবং পাশাপাশি নিরাপত্তা সার্জেন্টদেরও আরও সচেতন হওয়ার পরামর্শ দেন। তিনি বলেন তাহলেই একমাত্র সড়ক দুর্ঘটনা কমতে পারে

উল্লেখ্য একই দিনে সাংবাদিক সালমান সড়ক দুর্ঘটনায় আহত হয়,এবং এর পাশাপাশি একই স্থানে মোহাম্মদপুর তিন রাস্তা ভাঙ্গা মসজিদের পাশে ট্রাক চাপায় জায়েদা আক্তার (৭) নামেও এক শিশু মারা যায়।

 

এমএসএম / এমএসএম

কৃষক লীগ নেতা মোজাজ্জেল ঢালী এখন স্বেচ্ছাসেবক দলে পদ পেতে মরিয়া

আশুলিয়াকে "উচ্চ শিক্ষা নগরী" গড়তে পাঁচ বিশ্ববিদ্যালয়ের একসাথে পথচলা

কোতোয়ালী থানা প্রেসক্লাবের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: সাংবাদিক সমাজে আনন্দ ও উচ্ছ্বাস

মেহনতী ও শ্রমজীবী মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজপথের নির্ভীক সৈনিক আব্বাস আলী: জয়পুরহাট-২ এ পরিবর্তনের প্রত্যাশা

ইসলামী ক্যাটাগরিতে সেরা অভিনেতার সম্মাননা পেলেন শিশু শিল্পী নাহিদুল ইসলাম

গঠনতন্ত্র ও আরপিও অনুযায়ী কাউন্সিলে নির্বাচিত বৈধ নেতৃত্ব লাঙ্গল প্রতীকের মালিক

মাদকবিরোধী অভিযান, ‎ব্যাপক পরিবর্তন গেন্ডারিয়া এলাকায়

জেএসএস এর নবনির্বাচিত যুগ্ম মহাসচিব শোয়েব রহমান

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রুহুল আমিন গাজীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মন্দির পরিদর্শনে ঢাকা গেন্ডারিয়া থানার ওসি, পূজাকে ঘিরে কড়া নিরাপত্তার আশ্বাস

রূপনগর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) মো.মোরশেদ আলমের যোগদান