পটিয়ায় মুক্তিযোদ্ধা শহীদ আসলাম মিয়া স্মৃতি সংসদের জায়গা জোর পূর্বক দখল করে সাইন বোর্ড
চট্টগ্রামের পটিয়ায় উপজেলার হাবিলাসদ্বীপের পাঁচুরিয়া এলাকায় বীর মুক্তিযোদ্ধা শহীদ আসলাম মিয়ার পরিবারকে সরকারের দেয়া একটি লীজের জায়গা দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছে। দীর্ঘদিন ধরে বীরমুক্তিযোদ্ধা শহীদ আসলাম মিয়া স্মৃতি সংসদ নামে একটি সাইন বোর্ড থাকলেও তা ভেঙ্গে রাতের আঁধারে একটি সন্ত্রাসী গ্রুপ আর একটি সাইন বোর্ড লাগিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় একটি ভূমিদস্যু চক্র আমিনুল ইসলাম প্রকাশ টিক্কা খানের পুত্র শেখ আহমদ, মফিজুল ইসলামের পুত্র জাহেদুল ইসলাম, মো. মুছার পুত্র দিদারুল ইসলামসহ জায়গাটি দখলে নিতে ভূয়া জাল কাগজ বানিয়ে জোর পূর্বক দখলের চেষ্টা করে আসছে বলে স্থানীয়রা জানান। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভূমিদস্যুকে উচ্ছেদ করে মুক্তিযোদ্ধা পরিবারকে বুঝিয়ে দিয়ে আসলেও ফের দখলের চেষ্টা করে আসছে। মুক্তিযোদ্ধা পরিবারকে হত্যার হুমকি দিচ্ছে বলে খবর পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানায় বীরমুক্তিযোদ্ধা আসলামের পরিবারকে ১৯৮২ সালে সরকার লীজ দেয়। পরবর্তীতে ২০১০ সালে মুক্তিযোদ্ধার ভাই মো. ইদ্রিসের নামে স্থায়ী লীজ দেয় সরকার। বর্তমানেও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ভোগ দখলে রয়েছে। সম্প্রতি রাতের আঁধারে একটি সন্ত্রাসী গ্রুপ জোর পূর্বক মুক্তিযোদ্ধার নামে সাইনবোর্ডটি ভেঙ্গে ফেলে আর একটি সাইন বোর্ড ঝুলিয়ে দেয়। গত বছরের ৮ মার্চ বিষয়টি চট্টগ্রাম জেলা প্রশাসককে লিখিত অভিযোগ করা হলে অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা সহকারী কমিশনার ভূমিকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) নেতৃত্বে প্রশাসনের একটি টিম মোবাইল কোর্টের মাধ্যমে স্থাপনা উচ্ছেদ করে জায়গাটি দখলমূক্ত করে মুক্তিযোদ্ধা পরিবারকে বুঝিয়ে দেয়। মুক্তিযোদ্ধার জায়গাটি অবৈধভাবে দখলে নেয়ার ঘটনায় সম্প্রতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম, চাপড়া ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার রমিজ উদ্দীনসহ উপজেলা প্রশাসনের একটি টিম অভিযোগের সত্যতা পান। জায়গাটি অবৈধভাবে দখলের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার হুশিয়ারী দেন। এরপরও প্রশাসনের কিছুটা নমনীয়তার সুযোগে রাতের আঁধারে দোকান ঘরের পিলার নির্মান করে আসছে বলে অভিযোগ রয়েছে। গত বছরের ২৩ জুলাই চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটিডে(চিএফএল) নামের একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান লিখিত অভিযোগে জানায়, অবৈধদখলদার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনল হক স্থানীয় থানা, উপজেলা প্রশাসনকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করেন। মুক্তিযোদ্ধা পরিবার নির্যাতনের ঘটনায় ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য জাতীয় সংসদের হুইপ ও পটিয়ার এমপি সামশুল হক চৌধুরীও প্রশাসনকে নির্দেশ দিয়েছে।
এ বিষয়ে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য মোহাম্মদ ইদ্রিস বলেন, মুক্তিযোদ্ধা পরিবার হিসেবে সরকার জায়গাটি আমাদের লীজ দেয়ার পর স্থানীয় ভূমিদস্যু চক্রটি দীর্ঘদিন নিরব থাকলেও তারা জোর পূর্বক জায়গাটি দখল করার অপচেষ্ঠা করে আসছে। আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। রাতে সন্ত্রাসী বাহিনী দিয়ে এলাকায় মহড়া দিচ্ছে বলেও তিনি জানান। এ প্রসঙ্গে স্থানীয় ইউপি সদস্য এয়াকুব আলী জানান, জায়গাটি নিয়ে মুক্তিযোদ্ধা পরিবারের সাথে বিরোধ চলে আসছে। তবে এ বিরোধ নিয়ে আমার কাছে কোন পক্ষ আসেনি, আসলে আমি উভয় পক্ষকে ঠিক করে দিতাম। এ বিষয়ে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল মামুন বলেন, মুক্তিযোদ্ধা পরিবারের উপর নির্যাতন ও জায়গা দখলের চেষ্টার বিষয়টি নিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য সহকারী কমিশনার ভূমিকে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে তিনি জানান।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ
নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট
সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা
ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান
মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ
সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা
জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা
ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫