ঢাকা বৃহষ্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

মাসুদ রানার প্রতারণার শেষ কোথায় ?


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ২৯-৩-২০২৩ দুপুর ৪:২৩

এস ,এম , মাসুদ রানা । যিনি পেশায় একজন ইন্সুরেন্স কর্মকর্তা। অন্যদিকে জাতীয় নিরাপদ সড়ক চাই সংগঠনের আজীবন সদস্য। গ্রাম সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নে। মাসুদ রানা দীর্ঘ ২০/২৫ বছর ধরে ইন্সুরেন্স পেশায় নিয়োজীত। সেই সুবাদে মুন্সিগঞ্জ জেলা সহ অন্যান্য উপজেলায় তার ইন্সুরেন্সের কার্যক্রম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তিনি মুলত সন্ধানি লাইফ ইন্সুরেন্স কোম্পানির সাথে জড়িত আছেন। তার গ্রাহক সংখ্যাও কম নয়।

তবে মাসুদ রানার ইন্সুরেন্স কর্মকান্ডে তার বিরুদ্ধে গ্রাহকদের অভিযোগের পাহাড় রয়েছে বিস্তর। ইন্সুরেন্সের মেয়াদ শেষে গ্রাহকদের টাকা দেওয়ার নানা অযুহাতে অনিয়ম। সেই সাথে গ্রাহক ভোগান্তি। ডিপিএস সহ সকল ধরনের বীমা সেবা বছর শেষে গ্রাহকদের বুঝিয়ে দিতে করেন নানা টালবাহনা। এ নিয়ে বিস্তর অভিযোগ তার বিরুদ্ধে।

অভিযোগ করে নাম প্রকাশ করার না শর্তে কতিপয় নারী জানান , আমরা ডিপিএস এবং ১০ বছর মেয়াদে বীমা করেছিলাম । পরে বছর শেষে শুধু বোনাস/ অতিরিক্ত লাভের কিছু অংশ দিয়েই খালাস। চালান আজো আমাদের বুঝিয়ে দেয়নি।

মোল্লাকান্দি ইউনিয়নে আরেক নারীর অভিযোগ ,মাসুদ রানা আমাকে মাসে ১ হাজার টাকা করে ১০ বছরের মেয়াদে ডিপিএস করতে বলে। ১০ বছর পরে আড়াই লাখ টাকা চালানসহ লভ্যাংশ দেওয়ার কথা বলেছিলেন। দশ বছর পর আমাকে চালান সহ মাত্র ১ লাখ সাতচল্লিশ হাজার টাকা লাভ দেন। যেখানে চালান সহ দুই থেকে আড়াই লাখ টাকা পাবার কথা। কম দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি আমাকে নানা রকম অযুহাত দেখান।

অশ্রুসিক্ত নয়নে বাংলাবাজার ্ইউনিয়নের আরেক নারী জানান , আমার স্বামী মারা গেছেন আজ ৪ বছর হলো। বীমা করেছিলাম মাসুদের কাছে। ৪ বছর পর বোনাস ছাড়া আর কিছুই পাইনি। তাও কম। সব টাকা চাইলে বলে আজ না , কাল , নানা অযুহাতে আমাদের ঘুরাচ্ছেন। আমরা গরীর মানুষ । চরাঞ্চলে আমাদের বাড়ি। না যেনে বুঝে মাসুদের কথায় ইন্সুরেন্স করেছি। এখন টাকার অভাবে অসহায়ত্ব জীবন যাপন করছি।

অভিযোগ অস্বীকার করে মাসুদ রানা বলেন , আমি কোন গ্রাহকের সাথে এমনটা করিনি।

তার বিষয়ে লাইফ সন্ধানি লাইফ ইন্সুরেন্স কোম্পানির জেনারেল ম্যানাজার তাজুল ইসলাম জানান , এ বিষয়ে কোন গ্রাহক আমার কাছে অভিযোগ করেনি। অভিযোগ পেলে মাসুদ রানা কে কারন দর্শানোর জন্য বলা হবে।

এখানেই শেষ নয়। জানা যায় , মাসুদ রানা ইউনিসেফ বাংলাদেশ এর ( মুন্সিগঞ্জ) সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন অনেক বছর ধরেই। অথচ ইউনিসেফ বাংলাদেশ সুত্রে জানা যায় , মুন্সিগঞ্জে ইউনিসেফের কোন অফিস কিংবা প্রতিনিধি নেই।

এদিকে ইউনিসেফের কথা বলে বিভিন্ন ত্রান সামগ্রী ও নগদ অর্থ তার  নিজের লোক ( যারা তার কাছে বীমা করেছে) তাদের মাঝে বিতরণ করেন মাসুদ রানা। তাহলে এসব সামগ্রী ও নগদ অর্থের উৎস কোথায়? এ বিষয়ে মাসুদ রানা প্রতিবেদকে জানান , আমাদের অফিস কিংবা অফিস কর্মকর্তাদের ঠিকানা , মোবাইল নাম্বার কাউকে দেয়ার নীয়ম নেই। আমি ইউনিসেফের কেন্দ্রীয় সদস্য। সব ধরনের তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন মাসুদ রানা ।

অভিযোগ করে কতিপয় ব্যাক্তিরা জানান , মাসুদ রানা ইউনিসেফের সদস্য বলে দাবি করেন। ইউনিসেফ থেকে আসা সাহায্য সহযোগীতা প্রকৃত নারী ও শিশুদের বদলে তার সাথে যারা জড়িত তারা পাচ্ছেন । বিষয়টি অমানবিক। যারা আবার পাচ্ছেন সেখানে গরমিল।

ইউনিসেফ প্রতিটি দেশের সরকারের সাথে শিশু ও দুস্থদের সাহায্য সহযোগিতা এবং শিশূদের কাঙ্খিত উন্নতি ও বিকাশ ঘটাতে কাজ করে। সেই সুবাদে কম/বেশি সব জেলায় ইউনিসেফের কাজ চলমান থাকলেও মুন্সিগঞ্জে কোন প্রতিনিধি নেই।

এদিকে ইউনিসেফের নাম করে মাসুদ রানা প্রতি বছর সেলাই মেশিন , নগদ অর্থ , পানির পাম্প , খাদ্য সামগ্রী বিতরন করে যাচ্ছেন । সেই সাথে আত্মসাৎ করছেন লাখ লাখ টাকা।

এ ক্ষেত্রে মাসুদ রানা শর্ত হলো , যারা তার ইন্সুরেন্স কিংবা বীমার গ্রাহক তারাই সকল ধরনের সাহায্য পাবেন। যেখানে অসহায় , শিশু ,এবং দুস্থরা ইউনিসেফের সহযোগিতা পাওয়ার যোগ্যতা রাখে সেখানে মাসুদ রানা নিজের মন গড়া  ভাবে তার লোকদের তা বিতরণ করেন। সেখানেও অভিযোগের পাহাড় । গত কয়েক বছর ধরে ইউনিসেফের খাদ্য সামগ্রী , পানির পাম্প , সেলাই মেশিন , নগদ টাকা , ইত্যাদি বিতরনে রয়েছে বিস্তর অনিয়ম।

তারই সুত্র ধরে গত ১৯ মার্চ রবিবার  কাচারি  এলাকায় মাসুদ রানার নিজস্ব ইন্সুরেন্স অফিস কার্যালয়ে অসহায়দের মাঝে সেলাই মেশিন , খাদ্য সামগ্রী , নগদ অর্থ বিতরন করেন। ব্যানারে অসহায়দের কথা উল্লেখ থাকলেও সেখানে দুস্থ কিংবা অসহায় কেউই নেই। প্রত্যেক ১ শ জনকে ২ কেজি পিয়াজ , ২ কেজি কেজি আলু , ৫ কেজি মোটা চাল  এবং ৩ টি সেলাই মেশিন দেওয়া হয়। যার মধ্যে ২ টি ভাঙ্গা। সেই সাথে ১শ জনকে ৫০ টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়।

টানা কয়েক বছর ধরে ইউনিসেফ থেকে সকল ধরনের সুযোগ সুবিধা নিজের বীমার লোকগুলোকে কমবেশি বিতরণ করে তার তৃতীয়াংশ নিজের পকেটে ঢুকিয়েছেন মাসুদ রানা। লুফিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। ইউনিসেফ বাংলাদেশ এর সকল ধরনের উন্নয়ন কার্যক্রম কে মানখুন্য করছেন মাসুদ রানা। ইউনিসেফের ভাবমূর্তি রক্ষার্থে মাসুদ রানার এমন নিন্দনীয় ও সমালোচীত কাজ বন্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা প্রয়োজন বলে মনে করেন সুশিল সমাজের ব্যাক্তিবর্গরা।

এ বিষয়ে জানতে মাসুদ রানার সাথে যোগাযোগ করলে তিনি কোন তথ্য দিতে পারবেন না বলে জানান। সেই সাথে সাংবাদিকদের সাথে অসদ আচরন করেন।

এমএসএম / এমএসএম

পিরোজপুরে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ উদযাপন

বিএনপি সরকার গঠন করলে হিন্দু অধ্যুষিত এলাকায় ডিজিটাল মন্দির নির্মাণ করা হবে — খন্দকার নাসিরুল ইসলাম

বকশীগঞ্জে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

বাকেরগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

চাঁদপুরে ৪৫ হাজার জেলেকে খাদ্য সহায়তা প্রদান

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবার পেল ২৫ লাখ টাকা

ঈশ্বরদীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

সাটুরিয়ায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত

মেহেরপুরে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

পটুয়াখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আত্রাইয়ে গোয়ালঘরের তালা ভেঙে ৫ টি গরু চুরি

কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও ডিজিটাল লার্নিং সেন্টার উদ্বোধন

কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত