ঢাকা বৃহষ্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

সীতাকুণ্ডে যাত্রী ছাউনিতে বালির ব্যবসা 


সীতাকুণ্ড প্রতিনিধি photo সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশিত: ৫-৪-২০২৩ দুপুর ২:৫২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশের প্রায় ৩৫ কিলোমিটার জুড়ে  কিছু দূর গেলেই চোখে পড়বে ছোট-বড় অর্ধশত ইট, বালুর  স্তুপ। এগুলো সড়ক সংস্কারের জন্য নয়, স্থানীয় চক্র বাণিজ্যিকভাবে  সড়কের উপর রেখে রমরমা  ইট-বালির ব্যবসা করছে। সীতাকুণ্ডে খুচরা পর্যায়ে যারা ইট-বালির ব্যবসায়ি, তারাই সড়কের উপর কর্তৃপক্ষেও অনুমতির তোয়াক্কা না করে চালিয়ে যাচ্ছে ব্যবসা। এতে যাত্রীস্বার্থ চরম বিঘ্নিত হলেও দেখার যেন কেউ নেই অবস্থা। 

উপরে ছবিটি গত ১৮ মার্চ  সীতাকুণ্ড পৌরসভার উত্তরবাজার বাসস্যান্ড থেকে তোলা। যেখানে যাত্রী ছাউনিতে বালি রেখে চলছে ইট-বালির ব্যবসা। অথচ সড়ক ও জনপথ (সওজ)  লক্ষ লক্ষ টাকা  খরচ করে যাত্রীদের বিশ্রামের জন্য যাত্রী ছাউনি করলেও তার সঠিক ব্যবহার হচ্ছেনা। শুধু সওজ নয় এসবের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য স্থানীয় প্রশাসনের দায়িত্ব রয়েছে জনগনের সেবা নিশ্চিত করা। কিন্তু বাস্তবে তার উল্টোচিত্র। 

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মতো গুরুত্বগূর্ণ একটি সড়কে প্রতিনিয়ত ঘটে সড়ক দূর্ঘটনা, যার একটি কারন এই বালির স্তুপ। সড়কের পাশ ঘেষে এই স্তুপ হওয়াতে রাস্তা সংকোচিত হয়ে পড়ছে ।  এতে  পথচারী পারাপার, যাত্রী উঠা-নামা, ছোট গাড়ি চলাচল, গাড়ির ওভারট্যাকিং করতে গিয়ে ঘটে  নানা দূর্ঘটনা। 

মহাসড়কের উভয়পার্শ্বে ১০ মিটারের মধ্যে হাট-বাজার বাসার ব্যাপারে রয়েছে কঠোর বিধিনিষেধ। এআইন উপেক্ষা করে সীতাকুণ্ডে সড়কের পাশে ৫ থেকে ১০ মিটারের মধ্যে রয়েছে জমজমাট হাট-বাজার। পাশাপাশি প্রায় অর্ধশত স্পটে  সড়কের উপরে ইট- বালির স্তুপ গাড়ি চলঅচলে মারাত্ম বিঘ্ন সৃষ্টি করছে। সড়ক ও জনপথের বিট কর্মচারীদের ম্যানেজ করে অবৈধভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে নাম প্রকাশ না করার শর্থে একাধিক স্থানীয় ব্যক্তি জানিয়েছেন। 

জানা যায়, সড়ক ও জনপথের এলাকাভিত্তিক রয়েছে বিট কর্মচারী। তাদের দায়িত্ব সওজের সম্পত্তি দেখবাল ও দখলমুক্ত রাখা। তবে বিভিন্ন সময় তাদের বিরুদ্ধে চাঁদা,  বিভিন্ন অবৈধ স্থাপনা ও  বালি ব্যবসায়িদের  থেকে মাসিক মাসোয়ারা নেওয়ার অভিযোগ রয়েছে। সাম্প্রতিক সময়ে উপজেলার কুমিরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে হাইওয়ের জমি থেকে স্কেভেটর দিয়ে  মাটি কেটে অন্যত্র বিক্রির করছিলো অসাধুচক্র।  সওজ’কে ম্যানেজ করে মাটি কাটছেন বলে জানান তারা।  

জানতে চাইলে সড়ক ও জনপথ চট্টগ্রাম  উপ-বিভাগীয় প্রকৌশলি(এসডিই) রোকন উদ্দীন খালেদ  বলেন, সড়কের পাশে ইট-বালির রাখার বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে। এটি অস্থায়ী হওয়াতে অভিযানের পর কেউ কেউ আবার দখল শুরু করে।  এই ক্ষেত্রে আমরা প্রথমে নোটিশ করি। তারা যদি নিজ থেকে না সরে, আমরা উচ্ছেদ অভিযান করে থাকি, যা চলমান থাকবে।##

এমএসএম / এমএসএম

টিসিবি'র কার্ডের কথা বলে নারী-পুরুষদের মানববন্ধনে দাঁড় করালেন প্যানেল চেয়ারম্যান, ক্ষিপ্ত এলাকাবাসী

শিবির কর্মী থেকে বিএনপি নেতা, কে এই জাকির হোসেন সরকার

রৌমারীতে বিয়ের প্রলোভনে তরুনীকে ধর্ষণের ঘটনায় মামলা

মান্দায় ছয় মাস ধরে এসিল্যান্ড শূন্য

পঞ্চগড়ে বিএনপির বিজয় র‌্যালি

প্রশাসনিক অনুমতিতে মরহুম বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনের দাফন সম্পন্ন

সড়ক দুর্ঘটনায় সুবিপ্রবি শিক্ষার্থী নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শোক

পটুয়াখালীতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে জেলা বিএনপির বিজয় র‍্যালি ও সমাবেশ

গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে ঠাকুরগাঁওয়ে বিজয় র‌্যালী

ঝিনাইদহে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তিতে আনন্দ শোভাযাত্রা

ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তিতে ফটিকছড়িতে বিজয় মিছিল-আলোচনা সভা

আর কোন স্বৈরাচারের জন্ম হতে দিবেনা বিএনপি

নোয়াখালী -৪ আসন থেকে দুটি ইউনিয়ন বাদ দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ