মোহাম্মদপুরে ৩ বছরের শিশু নিখোঁজ : উদ্ধারের তৎপরতা নেই প্রশাসনের
রাজধানীর মোহাম্মদপুর ঢাকা উদ্যান এলাকা থেকে সিদ্দিক (৩) নামে একটি শিশু নিখোঁজের ১০ দিনেও উদ্ধার হয়নি । এবিষয় গত ২৭ এপ্রিল মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন শিশুটির বাবা মোঃ দেলোয়ার হোসেন ডায়েরি (জিডি) নং ১৯৪১ জিডিতে উল্লেখ করেন যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, গত ২৬/04/202৩ইং তারিখে দুপুর ১২:৩০ মিনিটে বাসা নং-১২, রোড নং-০১, ব্লক-সি, ঢাকা উদ্যান হাউজিং থেকে পুলিশ ও সাধারণ জনগনের সহযোগীতায় পাশের বাড়ীর সি.সি টিভি ফুটেজ অনুযায়ী দেখা যাচ্ছে যে একজন অপরিচিত ব্যক্তি আমার ছেলে মোঃ সিদ্দিককে চকলেটের প্রলোভন দেখিয়ে তাকে অপরহণ করিয়ে নিয়ে যায় আমি যথারীতি মোহাম্মদপুর থানায় অবগত করি আমার ছেলেকে খুঁজে পেতে।এবিষয় ৬ মে বিকালে সরেজমিনে গেলে শিশুটির বাবা সকালের সময় কে বলেন আমার ছেলে কে এখনো ফিরে পাইনি এবিষয় র্যাব-২ বরাবরও একটি অভিযোগ দেওয়া হয়েছে নিখোঁজ শিশুর বর্ণনায় তিনি বলেন নাম মোঃ সিদ্দিক, বয়স-০৩ (তিন) বৎসর, উচ্চতা ২ (দুই) ফিট, গায়ের রং ফর্সা, পরনে ছিল সাদা স্যান্ডো গেঞ্জি লাল হাফ প্যান্ট, ডান চোখের ভ্রুতে আঘাতের চিহ্ন আছে। ডান পায়ের উরুতে চারটি কালো দাগ আছে। মুখমন্ডল গোলাকার।অতএব মহোদয়ের নিকট আমার আকুল আবেদন যে, আমার সন্তানকে অপহরণ থেকে মুক্ত করে আমার মাঝে ফিরিয়ে দিলে আমি আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকিব।
শিশুটির বাবা দেলোয়ার হোসেন সকালের সময় কে আরও বলেন আমরা গরিব মানুষ আমাদের কাছে টাকাপয়সা নেই তাই খরচ করতে পারছিনা হয়তো সেজন্যই আমার আদরের সন্তান কে খুঁজে পাচ্ছি না, আপনারা আমাকে একটু সহযোগিতা করেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন দয়া করে যাতে আমার ছেলেকে খুঁজে পাই।
শিশুটির মা রুমা বেগম জানান, আমরা স্বামী-স্ত্রী মিলে ঢাকা উদ্যানের সি ব্লক এলাকায় একটি টিনশেড বাড়িতে ভাড়া থাকি। আমি বাসা বাড়িতে কাজ করি আমার স্বামী গাড়ী চালায়। গতো বুধবার (২৬ এপ্রিল) দুপুর সাড়ে বারোটার দিকে আমার ৯ বছরের মেয়ে ও আমার ৩ বছরের ছেলে সিদ্দীকসহ আরও ১০-১৫ জন শিশু বাড়ির সামনে রাস্তায় খেলাধূলা করতেছিলো। তখন একটি লোক এসে সব শিশুদের চকলেট খাওয়ায়। এ সময় আমার ছেলেকে বাজার থেকে আম কিনে দেওয়ার কথা বলে কোলে নিয়ে যায়। তখন আমার মেয়ে তার পিছন পিছন গেলে আমার মেয়েকে বেশ কয়েকবার ধমক দিয়ে সেখান থেকে চলে আসতে বলে। এক পর্যায়ে আমার মেয়ে বাসায় এসে আমাকে বিস্তারিত জানালে আমি দ্রুত আমার ছেলেকে খুঁজতে বের হয়ে যাই। কিন্তু আমার ছেলেকে গিয়ে আর খুঁজে পাই না। এর আগে আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী বেশ কয়েকবার হুমকি দিয়ে বলতো, আমার সাথে আমার স্বামী না থাকলে আমি তোরেও সুখ করতে দিবো না। তোর বাচ্চা আমার স্বামীর বুকে কিভাবে ঘুমায় আমি দেখবো। আমার মনে হয়, আমার স্বামীর দ্বিতীয় স্ত্রীই আমার ছেলকে অপহরণ করেছে। আশপাশে বাড়ির লোকেরা বলেছেন, এর আগে আরও দুই তিনদিন নাকি আমার ছেলেকে অপহরন করা লোকটাকে আমাদের বাড়ীর সামনে ঘুরাঘুরি করতে দেখেছেন।
এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আজিমুল হক জানান, আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। চারপাশের সিসি ফুটেজ ইতিমধ্যে সংগ্রহ করেছি।
এমএসএম / এমএসএম
তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ এর অভিষেক ও শপথ অনুষ্ঠান
জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত
ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি
জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত
কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত
পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম
ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে
উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ
হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার
ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা
Link Copied