ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

মুন্সিগঞ্জে মেডিকেল কর্মকর্তার বিরুদ্ধে যত অভিযোগ, ব্যাহত চিকিৎসা সেবা


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ২০-৫-২০২৩ দুপুর ১:৩৪
মুন্সিগঞ্জ সদর উপজেলার মহাকালি ইউনিয়নের অন্তর্গত বাগেশ্বর কমিউনিটি ক্লিনিকের মেডিকেল কর্মকর্তা আসমা আক্তারের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠেছে। ঠিকমতো ক্লিনিকে না আসা, স্বেচ্ছায় অফিস কার্যক্রম, সেবাগ্রহীতাদের সাথে কখনো কখনো দুর্ব্যবহার, ক্ষমতার দাপট সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। 
 
 তাছাড়া কমিউনিটি ক্লিনিকে মা ও শিশুসহ অন্যান্যদের চিকিৎসা সেবায়ও রয়েছে ধীরগতি। সপ্তাহের বেশিরভাগ সময় নানা অযুহাত দেখিয়ে ক্লিনিকে আসেন না আসমা আক্তার। স্থানীয় এক নারী কে পরিস্কার পরিচ্ছন্নতার কাজে নিয়োগ দিয়ে তিনি ক্লিনিকে আসেন নিজের খেয়াল খুশি মতো। মহিলা ও শিশুদের বিভিন্ন স্বাস্থ বিষয়ক সেবা দেওয়ার কথা থাকলে ও এর কোনটাই পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন বেশ কয়েকজন ভুক্তভোগি নারি।
 
বেশ কয়েকদিনের অনুসন্ধানে জানা যায়, টানা কয়েক দিন বাগেশ্বর কমিউনিটি ক্লিনিক ছিল তালাবদ্ধ। ক্লিনিকের সামনে নানা বয়সি শিশু ও মহিলাদের দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থেকেও সেবা মিলছে না। বাধ্য হয়ে অনেকে আবার সদরের বিভিন্ন ক্লিনিকে সেবা নিচ্ছেন। এতে একদিকে সময়ের অপচয় হচ্ছে অন্যদিকে অর্থের। 
 
ক্ষোভ প্রকাশ করে নাম প্রকাশে অনিচ্ছুক নারীরা জানান, আমাদের বাড়ির সামনেই কমিউনিটি ক্লিনিক। কখন খোলে, কখন বন্ধ করে সেটাই জানি না। বেশির ভাগ সময় দেখি তালাবদ্ধ। যখনি খোলা পাই, নিজের সমস্যার কথা বলে ঔষুদ নিয়ে আসি। মাঝে মাঝে মেডিকেল কর্মকর্তা রেগে কথা বলেন। 
 
তারা আরো জানায়, গত সপ্তাহের টানা কয়েকদিন ক্লিনিকে আসেন নি আসমা আক্তার। আমরা এসে আবার ফিরে গিয়েছি। কেবল গত সপ্তাহেই নয়, মাসের বেশির ভাগ সময় তিনি আসেন না। আমরা কোন সেবা পাই না। বাধ্য হয়ে আমরা সদরে যাই। তবে এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে বাগেশ্বর কমিউনিটি ক্লিনিকের মেডিকেল কর্মকর্তা আসমা আক্তারের সাথে বেশ কয়েকবার মুঠোফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায় নি। 
 
অন্যদিকে মেডিকেল পরিস্কার পরিচ্ছন্ন কর্মী নার্গিস আক্তার জানান, আমি তো ক্লিনিক বন্ধ রাখি না। ম্যাডাম আসলে কল দেয় আমি আগে যাই, ক্লিনিক খুলে দেই। 
এদিকে স্থানীয় সুত্রে আরো জানা যায়, আয়া এবং মেডিকেল কর্মকর্তার যোগসাজশে ক্লিনিক খোলা কিংবা বন্ধ থাকে। সেবা নিতে আসা প্রত্যেকর কাছ থেকে পাঁচ টাকা চাদা নিয়ে থাকেন। আসমা আক্তার ক্লিনিকে আসেন ১০ টা/১১ টায়। বসেন মাত্র ঘন্টা দেড়েক। দুপুর ১ টা গড়ালেই বিদায় নেন তিনি। পাচ টাকার রিসিট কেটে কোনরকম ঔষুদ দেন।  এ নিয়ে স্থানীয়রা আসমা আক্তারকে কিছু বলতে গেলে তিনি তাদের দলীয় প্রভাব দেখান। 
 
স্থানীয়দের দাবি, সেবার স্থানে দলীয় কোন প্রভাব না দেখিয়ে মানুষকে যেন  সঠিক চিকিৎসা টুকু প্রদান করা হয়। তাছাড়া স্থানীয়রা আসমা আক্তারের সেবার মান নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেন। দ্রুত আসমা আক্তারকে অন্যত্র বদলি করে এখানে অন্য একজন মেডিকেল কর্মকর্তা নিয়োগ দিতে উপর মহলের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী। 
 
জেলা সিভিল সার্জন অফিসার ডাঃ মঞ্জুরুল আলম সকালের সময় কে জানান, বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখছি। কেন কি কারনে এমনটি হচ্ছে আমরা দেখে দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নিবো।

এমএসএম / এমএসএম

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের প্রাণিসম্পদ সপ্তাহ, প্রদর্শনী এর উদ্বোধন ও দিনব্যাপী প্রশাসনিক কার্যক্রম

ধামইরহাটে ইউনিয়ন পর্যায়ে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা যাচাই কর্মশালা অনুষ্ঠিত

বালাগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

বরিশাল ৩নং আসনে তৃণমুলের পছন্দের প্রার্থী আঃ ছত্তার খান

বাঁশখালীর সেই ভেঙে পড়া কালভার্ট নিজস্ব অর্থায়নে মেরামত করে দিলেন গণ্ডামারা ইউপি চেয়ারম্যান

কাউনিয়ায় আমন মৌসুমের ধান ও চাল ক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু

রাজশাহী-১ আসনে ভোটের মাঠে জনপ্রিয়তার শীর্ষে অধ্যাপক ড. আব্দুর রহমান মুহসেনী

ফ্যাসিস্ট,চাঁদাবাজ,জুলুমবাজদের আর ছাড় দেয়া হবেনাঃ ডাকসু ভিপি সাদিক কায়েম

আদমদীঘিতে জাতীয় প্রানি সপ্তাহ উপলক্ষ্যে প্রানি সম্পদ প্রদর্শনী

হাটহাজারীতে প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

নড়াইলে সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই আমির হোসেন ও এএসআই রুহুল আমিন

পাবিপ্রবির শিক্ষার্থীদের জন্য ‘উচ্চ শিক্ষায় মানসিক চাপ নিয়ন্ত্রণ কৌশল’ শীর্ষক কর্মসূচি ও রিসার্চ মেথোডলোজি বিষয়ে প্রশিক্ষণ

ধামইরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে উদ্বোধনী প্রদর্শনী মেলায় দুম্বা প্রদর্শন