ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

কমলগঞ্জে জলবায়ু সহিষ্ণু পদ্ধতিতে সবজি চাষ


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ৩১-৭-২০২১ দুপুর ২:১৫
মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে জলবায়ু সহিষ্ণু পদ্ধতিতে উঁচু মাদা, বস্তায় ও টাওয়ার গার্ডেন করে বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয়েছে। কমলগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও হেলেন কেলার ইন্টারন্যাশনালের কারিগরি সহযোগিতায় এবং  সূচনা প্রকল্পের বাস্তবায়নে জলবায়ু সহিষ্ণু পদ্ধতিতে জয়েন্ট ডেমো প্রদর্শনী প্লট করা হয়। 
 
 
জানা যায়, ভিলেজ মডেল ফার্মার শাপলা বেগম ও তার স্বামী জামাল মিয়া কমলগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও হেলেন কেলার ইন্টারন্যাশনাল থেকে জলবায়ু সহিষ্ণু পদ্ধতিতে লাউ, করলা, শসা চাষের বিভিন্ন কারিগরি সহায়তা পেয়ে সবজি চাষ করছেন। প্রশিক্ষণ পেয়ে কৃষক জামাল মিয়া ও শাপলা বেগম তাদের ১৫ শতাংশ জায়গায় জলবায়ু সহিষ্ণু পদ্ধতিতে উঁচু মাদা, বস্তায় ও টাওয়ার বাগান করেন। ১৫ শতাংশ জায়গায় জলবায়ু সহিষ্ণু পদ্ধতিতে জমি প্রস্তুত করতে তাদের খরচ হয়েছে প্রায় ২৫ হাজার টাকা।
 
জামাল মিয়া জানান, জলবায়ু সহিষ্ণু পদ্ধতিতে তিনি লাউ চাষ করে এখন পর্যন্ত লাউ বিক্রি করছেন প্রায় ৪০ হাজার টাকার মতো। করোনা ভাইরাসের প্রভাব যদি বাজারে না পড়ে তাহলে আরো ৪০ হাজার টাকার উপরে লাউ, করলা বিক্রি করতে পারবেন বলে জানান তিনি।
 
হেলেন কেলার ইন্টারন্যাশনালের কারিগরি সহায়তাকারী কামরুল ইসলাম বলেন, এটি মূলত সরকারি ও বেসরকারি সংস্থার একটি প্রদর্শনী প্লট। তিনি বলেন, জলবায়ু সহিষ্ণু পদ্ধতি সাংবাদিকদের মাধ্যমে সকল কৃষকের মধ্যে ছড়িয়ে দেয়া হোক।
 
উপ-সহকারী কৃষি কর্মকর্তা রিপন দাস বলেন, জলবায়ু সহিষ্ণু পদ্ধতি মূলত একটি আধুনিক পদ্ধতি। এই পদ্ধতি ব্যবহার করলে বন্যা কিংবা অতিবৃষ্টি হলেও কৃষকের ফসলের ক্ষতির সম্ভাবনা থাকে না। উঁচু মাদা ও টাওয়ার গার্ডেন মূলত জলযুক্ত ও বন্যাকবলিত এলাকায় করা হয়, যা মাটি থেকে ৪ ফুট উঁচু মাদা ও টাওয়ার তৈরি করে সেখানে বীজ ও চারা রোপণ করা হয়। আবার ক্ষেত্রবিশেষে বেশি বন্যাকবলিত এলাকায় ৫ ফুট পর্যন্ত উঁচু টাওয়ার করা হয় যাতে রোপণকৃত ফসলটি ঝুঁকিমুক্ত থাকে। 
 
 
এ বিষয়ে সূচনা প্রকল্পের কমলগঞ্জ-শ্রীমঙ্গল উপজেলা সমন্বয়কারী এমএইচ মিলন বলেন, কমলগঞ্জের শমশেরনগরে জলবায়ু সহিষ্ণু পদ্ধতিতে উঁচু মাদা ও টাওয়ার গার্ডেনে যে সবজি চাষ করা হচ্ছে এটি মূলত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও হেলেন কেলার ইন্টারন্যাশনালের কারিগরি সহায়তা। সূচনা প্রকল্পের বাস্তবায়নে একটি জয়েন্ট প্রদর্শনী প্লট। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় আমরা সূচনা প্রকল্পে এ ধরনের জলবায়ু সহিষ্ণু পদ্ধতিতে আরো প্রদর্শনী প্লট করব, যাতে অতিবৃষ্টি ও বন্যায় কৃষকের ফসলের ক্ষতি না হয়। সেই সাথে সর্বত্র এই প্রযুক্তি ছড়িয়ে দেব যাতে সকল কৃষক এ পদ্ধতিতে সবজি চাষ করতে পারেন।
 
 
উল্লেখ্য, আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের কারণে খরা ও অতিবৃষ্টি আমাদের কৃষি উৎপাদনের জন্য মারাত্মক ক্ষতিকর। কৃষিপণ্য উৎপাদন থেকে শুরু করে আহরণ পর্যন্ত আমাদের কৃষকদের যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তার মধ্যে অন্যতম অসময়ে বৃষ্টি কিংবা অতিবৃষ্টি আবার অনেক সময় বৃষ্টি মৌসুমে বৃষ্টি না হয়ে তীব্র খরার সৃষ্টি হয়। ফলে প্রতিকূল প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেই আমাদের কৃষিপণ্য উৎপাদন করতে হয়। প্রাকৃতিক এসব দুর্যোগের কারণে অনেক সময় বীজ, চারা, ফসল বিনষ্ট হলে কৃষকরা লোকসানের শিকার হন। এমন প্রতিকূল প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে দেশের বিজ্ঞানীরা জলবায়ু সহিষ্ণু কৃষি চাষাবাদের প্রতি গুরুত্ব দিয়ে উদ্ভাবন করেন বিভিন্ন জলবায়ু সহিষ্ণু পদ্ধতিতে চাষাবাদ।
 
পদ্ধতিগুলো হল- উঁচু মাদা, টাওয়ার গার্ডেন, বস্তায় সবজি চাষ, ভাসমান সবজি চাষ, সরজন পদ্ধতি ও হ্যাঙ্গিং গার্ডেন বা ঝুলন্ত বাগান।

এমএসএম / জামান

সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা

ত্রিশালে মসজিদে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত