বাঁচাতে হবে চাকরি, রাজধানীর পথে হাজারও অসহায় শ্রমিক
হঠাৎ করেই পোশাক কারখানা খোলার ঘোষণায় দেশের নানা প্রান্তের পোশাক শ্রমিক ও কর্মজীবীরা ঈদের ছুটি কাটিয়ে করোনাকে উপেক্ষা করে মৃত্যু ঝুঁকি নিয়েই রাজধানীর পথে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কজুড়ে বিভিন্ন স্থানে মানুষের জনস্রোত আর বেড়েছে দুর্ভোগ-ভোগান্তি। এদিকে, টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু দিয়ে গণপরিবহন চলাচল বন্ধ থাকায় উত্তরাঞ্চলের ১৯ টি জেলার হাজার হাজার মানুষ পড়েন চরম বিপাকে। তবে ঝুঁকিপূর্ণ পণ্যবাহী খোলা ট্রাক, পিকআপ, মোটরসাইকেল যোগে সেতু পারাপার হচ্ছেন। অন্যদিকে, যমুনা নদীর নৌ পথর ঝুঁকি নিয়ে ও ছোট ছোট ইঞ্জিনচালিত নৌকায় পাড় হয়ে ঢাকায় ফিরছে খেটে খাওয়া মানুষগুলো।
গতকাল শনিবার ভোর সকাল থেকে রবিার (১ আগস্ট) বিকাল পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বঙ্গবন্ধু সেতু রেল স্টেশন, এলেঙ্গা, টাঙ্গাইল বাইপাস, আশেকপুর, করটিয়া বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে ঢাকামুখী মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। এছাড়া সেতু না দিয়ে পারাপার না হতে পেরে সিরাজগঞ্জের গোয়লার মতিয়ার নৌকা ঘাট থেকে টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী পুরাতন ফেরিঘাট দিয়েও পার হচ্ছেন মানুষ। তবে নদী পথেও শান্তিতে পারাপার হতেও নানা ভোগান্তিতে পড়তে হয়েছে ঢাকামুখী মানুষদের।
জানা গেছে, গেল জুলাই মাসের দ্বিতীয় দফায় লকডাউন শেষ হবে আগামী ৫ আগস্ট। এরমধ্যে হঠাৎ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো দেশে রপ্তানীমুখী শিল্প ও কলকারখানা খুলে দেয়া হবে। এরই খবর গত বৃহস্পতিবার পোশাক শ্রমিকদের মোবাইল ফোন বা এসএমএস করে জানানো রবিবার (১ আগস্ট) থেকে অফিস চালু করা হবে। এমন সংবাদ পেয়েই গত শনিবার (৩১ জুলাই) থেকে গ্রাম ছাড়ছেন কর্মজীবী মানুষগুলো। তবে, গণপরিবহন বন্ধ থাকার কারণে ছোট ছোট যানবাহনে কয়েকগুণ বেশি ভাড়া আদায় করছে পরিবহনগুলো আলোচনা-সমালোচনা ঝড় সৃষ্টি হয় সামাজিক গণমাধ্যম ফেসবুকে। পরে শনিবার বিকালে কর্মজীবী মানুষদের জন্য গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়।
অন্যদিকে, নানা শঙ্কা আর চাকরি হারানোর ভয়ে পায়ে হেঁটেই ঢাকার দিকে রওনা হয়েছেন মানুষ। তাদের লক্ষ্য একটাই রবিবার (১ আগস্ট) সকালের মধ্যে কাজে যোগ দিতে হবে। আর রক্ষা করতে হবে চাকরি। তাদের মধ্যে একজন শায়লা বেগম। তিনি এসেছেন বগুড়া থেকে। কয়েকবার ধাপ যানবাহন পরিবর্তন করে অনেক কষ্টে স্বামী সন্তান নিয়ে যাবেন সাভার। তিনি বলেন- বগুড়ার বনানী থেকে গোবিন্দাসী নৌকা-ঘাটে আসতে তিন জনের খরচ হয়েছে ১ হাজার ৪৮০ টাকা। যেখানে খরচ হতো মাত্র ৩০০ টাকা সর্বোচ্চ।
নাটোর থেকে গাজীপুরমুখী পোশাক শ্রমিক শিউলী খাতুন, সাদিয়া আক্তার ও সমুন বলেন- বনপাড়া থেকে সকাল ৭ টায় সিএনজি যোগে সিরাজগঞ্জ পর্যন্ত তিন জন আসছি ১ হাজার ৫০০ টাকা ভাড়ায়। এখন সেতু পাড় হবো কিভাবে। দুপুর পর্যন্ত কোন পরিবহন না পেয়ে বাধ্য হয়ে ভরা নদীপথে নৌকা-যোগে ভূঞাপুর উপজেলার সিরাজকান্দি নেংড়া বাজার ঘাটে নেমেছি ৩৫০ টাকা ভাড়ায়। দ্বিগুণ ভাড়া অসহ্য ভোগান্তি কেন দিচ্ছেন তারা। তারা জানান, গণপরিবহন খুলে দিতে তাদের কিসের এত সমস্যা। করোনা কি শুধু বাসের মধ্যে থাকে। সেতু থেকে গাজীপুর চন্দ্রা যেতে জানিনা আর কয় হাজার টাকা খরচ হবে।
জামালপুর থেকে আসা বিথী আক্তার জানান জানান, আশুলিয়া যেতে হবে। রবিবার কাজে যোগ না দিলে চাকরি থাকবে না। এলেঙ্গাতে এক ঘণ্টারও বেশি সময় দাঁড়িয়ে ছিলাম কোন যানবাহন পায়নি। আর যা দু’কয়েকটা পাওয়া যায় তাতে কয়েকগুণ বেশি ভাড়া চাচ্ছে। এ কারণে বাধ্য হয়ে হেঁটেই রওনা দিয়েছি। রাস্তায় কোন যানবাহন পেলে তাতে উঠে পড়বো। হেঁটে যতটুকু এগিয়ে থাকা যায়। তিনি আরও জানান, ট্রাকেও অনেক বেশি ভাড়া চায়। আর অন্য গাড়িগুলো ১০ থেকে ১২ গুন বেশি ভাড়া চাচ্ছে। তাই হেঁটেই ঢাকা যাচ্ছি। চাকরি বাঁচাতেই হবে। চাকরি হারালে কি করে চলব বলেন আপনারাই। তাই শেষমেশ কোন উপায় না পেয়ে বাড়তি ভাড়াতেই ছুটছি।
রাজধানীমুখী গণপরিবহনের চাপ বাড়তে থাকায় এদিকে, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের রাবনা থেকে বাইপাস পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। অন্যদিকে, এ মহাসড়ক দিয়ে চলাচলরত উত্তরবঙ্গের ১৯ টি জেলাসহ টাঙ্গাইল, জামালপুর ও শেরপুরের বিভিন্ন গণপরিবহনগুলোকে মহাসড়কে চলতে দেখা যাচ্ছে। তবে এসব গণপরিবহনে মানা হচ্ছে না এক আসন খালি রাখা নীতি। রক্ষা করা হচ্ছে না স্বাস্থ্যবিধি। স্বাস্থ্যবিধি মানাতে কোন প্রকার তৎপরতাও দেখা যায় যায়নি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্তৃপক্ষকে।
এমএসএম / এমএসএম
কোচিং থেকে প্রেম, এরপর বিয়ে-ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মিলল ইভার লাশ
বাকেরগঞ্জে মিথ্যা মামলা থেকে অব্যাহতি চেয়ে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন
ঈশ্বরদীতে ট্রেনে কেটে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু
মসজিদের খতিব–ইমাম–মুয়াজ্জিনদের সুরক্ষায় নীতিমালা চূড়ান্তঃ কুমিল্লায় ধর্ম উপদেষ্টা
মেহেরপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পুনঃবিবেচনার দাবিতে গণজমায়েত
চর ওয়াশপুর প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর করেন জাতীয় বীর আমান উল্লাহ আমান
গাজীপুরের রাজনীতিতে ঝড় তুললেন ইরাদ সিদ্দিকী
ধুনটে বালুবাহী দুই ট্রাকের চাপে অটোরিকশাচালক নিহত
পটুয়াখালী প্রেসক্লাবের হীরক জয়ন্তী পালন
হৃদরোগে আক্রান্ত হয়ে চিলমারী মডেল থানার এসআই আসাদুজ্জামানের আকস্মিক মৃত্যু
কোম্পানীগঞ্জে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সম্মাননা ও সহায়তা প্রদান
দুমকিতে সশস্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত