চিড়িয়াখানায় শিশুর হাত ছিঁড়ে নিয়ে গেল হায়েনা

চিড়িয়াখানায় খাচা বন্দী হায়েনার আক্রমণ আহত ২ বছেরের শিশু। শিশুটির গ্রামের বাড়ি রংপুর জেলায়,
গ্রাম থেকে আসা স্বজনদের সঙ্গে বেড়াতে গিয়েছিল ঢাকার চিড়িয়াখানা সেখানেই হায়েনার আক্রমনের শিকার হয় শিশু হাসান।
রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায় খাচায় বন্দী হায়েনার আক্রমণে হাত হারানো সাইফ হাসান গ্রামের বাড়ি থেকে আসা স্বজনদের সঙ্গে বেড়াতে গেছিলো বলে জানা যায়। পরে মা শিউলী বেগমের কোল থেকে নেমে হায়েনার খাচার কাছে গেলে আক্রমনের শিকার হয় এই শিশু।
বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন আহত শিশু হাসানের মামা মো. ইউসুফ।
তিনি বলেন, গ্রামের বাড়ি থেকে আমার মা-বাবা ঢাকায় বেড়াতে এসেছিলেন। পরে আমার বোন (সাইফ হাসানের মা)সহ আরও কয়েকজন আজ সকালে মিরপুর চিড়িয়াখানায় ঘুরতে যায়। ভেতরে ঢোকার পরে শিশু হাসান মায়ের কোল থেকে নেমে খাচার কাছে গেলে হায়েনা আক্রমণ করে, প্রথমে শিশুটির দুটি আঙ্গুল ভিতরে গেলে হায়েনা কামড়ে ধরে টেনে ভিতরে নিয়ে গেলে পুরো হাতটি দর্শনার্থীরা টেনে ধরলে কনু থেকে হাতটি ছিঁড়ে নিয়ে নেন হিংস্র হায়েনা। এতে
হাসানের ডান হাত খাচার ভেতর থেকে যায়। শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে আনলে সেখান থেকে দ্রুত পঙ্গু হাসপাতালে আনা হয়।শিশুটি বর্তমানে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এই ঘটনায় চিড়িয়াখানা কর্তৃপক্ষের অবহেলা ছিলো উল্লেখ করে ইউসুফ বলেন, যে খাচায় হায়েনা ছিলো তার দুটি পার্ট। ভেতরের পার্টের গেট খোলা ছিলো। আমার ভাগ্নে ছোট মানুষ। ও ভালো মন্দ বোঝে না। দৌড়ে খাচার কাছে গেছে। চিড়িয়াখানার লোকজন যদি ভালোভাবে খেয়াল রাখতো তাহলে এই দূর্ঘটনা ঘটত না। চিড়িয়াখানায় একাধিক স্টাফ থাকলেও দর্শনার্থীদের খেয়াল খোঁজ না রাখারও অভিযোগ রয়েছে। তাই কর্তৃপক্ষের আরো নজরদারি বাড়ানো উচিত বলে অনেকেই মনে করেন।
চিড়িয়াখানার কর্মকর্তার ম্যানেজ করার চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, চিড়িয়াখানার লোকজন নানাভাবে আমাদের বোঝানোর চেষ্টা করছে। তারা চিকিৎসার ব্যবস্থা করেছে। পাশাপাশি এও বলছে, আমরা যেনো কোনো কিছু না করি। হাত গেছে, এটা তো আর পাওয়া যাবে না। তারা আমাদের সহযোগিতা করবে বলে আশ্বাস দেন। কিন্তু আমার ভাগ্নে তো সারাজীবনের জন্য পঙ্গু হয়ে গেলো তার দায় কে নিবে?
পঙ্গু হাসপাতালে চিকিৎসা দিতে বিলম্বনার অভিযোগঃ
এ ঘটনায় সরেজমিনে গেলে শিশুর আত্মীয়স্বজন,সকালের সময় কে, বলেন আমরা চিড়িয়াখানার গিয়েছিলাম সকাল ৯ টায় ঘটনা ঘটেছে ১১ টায় ঘটনার পরপরই হাসপাতালে গেলো চিকিৎসা দিতে বিলম্বিত করেন পঙ্গু হাসপাতাল কর্তৃপক্ষ পরবর্তীতে শিশুটি নানা,এসে রাগারাগি করে সাংবাদিকদের ফোন নাম্বার খোঁজ করে এবং তিনি বলেন আমি দেশের সকল সাংবাদিকদের জানাবো একথা হাসপাতাল কর্তৃপক্ষ শুনে বিকাল ৪ টার সময় চিকিৎসা শুরু করেন বলে শিশুটির নানার অভিযোগ।
শিশুটির স্বজনরা আরও অভিযোগ করে বলেন হাসপাতালের আনসার সদস্যদের টাকা না দিলে রোগীদের কাছে যেতে দেয়না।
সাংবাদিকরা এ ঘটনায় পঙ্গু হাসপাতালে নিউজ করতে গেলেও বাধার সৃষ্টি করে কয়েকজন আনসার সদস্য বলেন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এখানে নিউজ করা যাবেনা কোনো ছবি কিংবা ভিডিও করা যাবে না।
এ দিকে শিশু আহত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে জানিয়ে চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার জানান, আহত শিশুটি বর্তমানে জাতীয় আর্থপেডিক( পঙ্গু) হাসপাতালে ভর্তি। শিশুর বাড়ি রংপুর। তারা সাভারের জিরানী বাজার এলাকায় থাকে। তার চিকিৎসার ব্যয়ভার বহন করছে জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। হায়েনার খাচার নিরাপত্তা বেষ্টনি উঁচু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি এও বলেন চিড়িয়াখানার কোনো স্টাফদের যদি অবহেলার কারণে এমনটা ঘটে থাকে তাহলে তাদের চাকরিচ্যুত করা হবে, এবং শিশুটির চিকিৎসার সবরকম সহযোগিতা করা হবে।
এ দিকে ঘটনার পরে চিড়িয়াখানার ভেতরে ঘটনাস্থল পরিদর্শন করেছে শাহ আলী থানা পুলিশ।
মিরপুর বিভাগের দারুস সালাম জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মফিজুর রহমান পলাশ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘটনাটা শোনার পরে আমরা যাই। সাত ফিট উঁচু বেড়ায় নেট লাগানো। এই নেটের ভেতরে বড় মানুষের হাত ঢুকে না। সাইফ হাসান দুই বছরের বাচ্চা হওয়ায় সামহাউ সে হাত ঢুকিয়ে দিয়েছে। চিড়িয়াখানায় সতর্কীকরণ ব্যানার ও মাইকিং করা হয়,যে খাচার আশেপাশে যাওয়া যাবে না। কিন্তু অসাবধানতাবসত ওই বাচ্চাটা হাত ঢুকিয়ে দিয়েছিল বলে জানতে পেরেছি।
তিনি আরও বলেন, এ ঘটনায় শিশুটির ডান হাতের কনুই থেকে বিচ্ছিন্ন হয়েছে। ওই শিশু তার বাবা-মাসহ ৭ জন মিলে চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছিল। শিশুটির মায়ের নাম শিউলি, পিতার নাম সুমুম আহমেদ।
এমএসএম / এমএসএম

কৃষক লীগ নেতা মোজাজ্জেল ঢালী এখন স্বেচ্ছাসেবক দলে পদ পেতে মরিয়া

আশুলিয়াকে "উচ্চ শিক্ষা নগরী" গড়তে পাঁচ বিশ্ববিদ্যালয়ের একসাথে পথচলা

কোতোয়ালী থানা প্রেসক্লাবের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: সাংবাদিক সমাজে আনন্দ ও উচ্ছ্বাস

মেহনতী ও শ্রমজীবী মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজপথের নির্ভীক সৈনিক আব্বাস আলী: জয়পুরহাট-২ এ পরিবর্তনের প্রত্যাশা

ইসলামী ক্যাটাগরিতে সেরা অভিনেতার সম্মাননা পেলেন শিশু শিল্পী নাহিদুল ইসলাম

গঠনতন্ত্র ও আরপিও অনুযায়ী কাউন্সিলে নির্বাচিত বৈধ নেতৃত্ব লাঙ্গল প্রতীকের মালিক

মাদকবিরোধী অভিযান, ব্যাপক পরিবর্তন গেন্ডারিয়া এলাকায়

জেএসএস এর নবনির্বাচিত যুগ্ম মহাসচিব শোয়েব রহমান

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রুহুল আমিন গাজীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মন্দির পরিদর্শনে ঢাকা গেন্ডারিয়া থানার ওসি, পূজাকে ঘিরে কড়া নিরাপত্তার আশ্বাস
