ঢাকা মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

৩ কিলোমিটারেই সীমাহীন দুর্ভোগ


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ১-৮-২০২১ দুপুর ৪:২৯
শুধুই ভোগান্তি। মুন্সীগঞ্জ সদর উপজেলার গোয়ালগুনি এলাকার সড়কটি দীর্ঘদিন মেরামত না করায় সড়কটি অচলাবস্থায় পড়ে রয়েছে। যোগাযোগ ব্যবস্থা থেকে অনেকটাই পিছিয়ে, সেই সাথে যান চলাচলে সৃষ্টি হচ্ছে নানা জটিলতা। সদরের সিপাহীপাড়া এলাকার গোয়ালগুনি থেকে চন্দনতলা ব্রিজ, মিরকাদিম পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়কের বেহাল অবস্থা হলেও সংস্কারে এগিয়ে আসছে না কেউ। বছরের পর বছর রাজনৈতিক দলের নেতারা এলাকাবাসীকে রাস্তা সংস্কারের নামে প্রতিশ্রুতি দিলেও কোনো কাজে আসেনি। প্রায় ১২ বছর ধরে ৩ কিলোমিটার সড়কের এমন করুণ অবস্থায় দিআহারা এলাকাবাসী। 
 
দীর্ঘ ১২ বছর ধরে চলাচলের জন্য একেবারেই অযোগ্য হলেও সংস্কার করার কোনো উদ্ধোগ নেই স্থানীয় প্রশাসনেরও। মেরামত না করার কারণে সড়কটির বেশিরভাগ জায়গায় পিচ উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। রাস্তা ভেঙে অনেকটাই পাশের খালের সাথে বিলীন হওয়ার মতো অবস্থা। যান চলাচলের উপযোগী না হওয়ায় এই রুটে কোনো যানবাহন চলাচল করে না। 
 
সরেজমিন রাস্তাটির বিভিন্ন জায়গায় খানাখন্দ চোখে পড়ে। বিস্তীর্ণ সড়কজুড়ে ব্যাপক অংশে তীব্র ভাঙন। স্থানীয়রা বলছেন, দীর্ঘ ১২ বছর ধরে সড়কটির করুণা অবস্থা। যেন দেখার কেউ নেই। সদরের সিপাহীপাড়া থেকে গোয়ালগুনি মিরকাদিমে কোনো যানবাহন আসতে চায় না। বাধ্য হয়ে স্থানীয়রা হেঁটেই যার যার বাড়ি ও গন্তব্যে পৌঁছেন। জরুরি প্রয়োজনে সদরে আসা-যাওয়ায় সৃষ্টি হচ্ছে নানান প্রতিবন্ধকতা। তাছাড়া খানাখন্দ ভরা রাস্তায় আলোর কোনো ব্যবস্থা নেই। ফলে দুর্ঘটনার আশংকা থেকেই যায়। 
 
সরেজমিন আরো দেখা যায়, খানাখান্দে ভরা রাস্তাটিতে যানবাহনগুলোকে ঝুঁকি নিয়ে অর্ধেকটা পথ বেশ হেলেদুলে চলতে হয়। বাকি পথ চলাচলের অযোগ্য। ভোগান্তি নিরসনে ক্ষতিগ্রস্ত সড়কটির সংস্কার আদৌ করা হবে কি-না, সে প্রশ্ন জনমনে। তাছাড়া  দীর্ঘ ১২ বছরের এই  বেহাল রাস্তার সংস্কার না হওয়ায় যাতায়াতে ভোগান্তির শিকার এলাকাবাসী৷ চলাচলের অযোগ্য হওয়ায় দ্রুততম সময়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে পৌঁছানো মুশকিল হয়ে পড়ছে। এতে যে কোনো সময় মারাত্মক দুর্ঘটনার সম্ভাবনা থেকে যায়। তাছাড়া বর্ষা ও বৃষ্টির মৌসুম আসায় ভোগান্তি যেন বেড়েছে বহুগুনে।
 
স্থানীয় ব্যবসায়ী মো. আশিক জানান, রাস্তাটির বেহাল অবস্থা দীর্ঘ ১২-১৩ বছর। রাজনৈতিক ব্যক্তিরা শুধু আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন। করে দিচ্ছি, করে দেব। কিন্তু কিছুই হচ্ছে না। নির্বাচনের পরে কেউ আর এ রাস্তার কোনো খো‍ঁজই নেয়নি। আশপাশের কয়েকটি এলাকার কয়েক লাখ মানুষের প্রধান সড়ক এটা। সড়কটি ব্যবহার করে, গোয়ালগুনি, কাগজিপাড়া, চন্দনতলা, মিরকাদিমসহ বিভিন্ন এলাকায় যাতায়াত করা যায়। আমরা মিরকাদিম পৌরসভার অন্তর্ভুক্ত হয়েও অনেক অবহেলিত, অনেকটা পিছিয়ে। আমরা অচিরেই রাস্তাটি সংস্কারের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। 
 
বাংলাদেশের প্রথম সারির ক্রিকেটার মেহেরাব হোসাইন জোসি অভিযোগ করে বলেন, গোয়ালগুনির এই সড়কটি এত বছরে কেউ সংস্কারে এগিয়ে আসেনি। বিষয়টি আমার কাছে অদ্ভুত মনে হচ্ছে। এখানকার মানুষ জরুরি প্রয়োজনে সদরে আসা যাওয়ার ব্যাপক সমস্যার সৃষ্টি হচ্ছে। সড়কটি চলাচলের উপযোগী না হওয়ায় এখানে কোনো যানবাহন আসতে পারে না। উন্নয়নশীল দেশে আমি এমন জঘন্যতম ভাঙা সড়ক দ্বিতীয় আর দেখিনি। জরুরি ভিত্তিতে রাস্তাটির সংস্কার কাজ শুরু করার জন্য কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি। 
 
বেহাল এই সড়সটির দ্রুত সংস্কারের দাবি জানান স্থানীয় মহল। তাছাড়া এই সড়কটিতে পিচের কোনো অস্তিত্বই নেই। চলাচলের অযোগ্য হওয়ায় স্থানীয় অনেকেরই পায়ে হেঁটে চলাচল করতে দেখা গেছে। দীর্ঘ কয়েক বছর ধরে অচল রাস্তাটি সচল করার কোনো উদ্বোগ না নেয়ায় ক্ষোপ প্রকাশ করছেন এলাকাবাসী। দ্রুত সময়ে রাস্তাটির সংস্কারের জোর দাবি এলাকাবাসীর। যান চলাচল স্বাভাবিক করার লক্ষ্যেে এবং সেই সাথে ভোগান্তি নিরসনে চলাচল উপযোগী করে তুলতে দ্রুত সংস্কার প্রয়োজন বলে মনে করেছেন স্থানীয় সুশিল সমাজ।
 
এ ব্যাপারে মুন্সীগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) জানান, রাস্তাটির ব্যাপারে আমরা অবগত। তবে রাস্তাটি মিরকাদিম পৌরসভার অন্তর্ভুক্ত হওয়ায় আমাদের কিছু করার নেই। 

এমএসএম / জামান

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

বিশ্ব বসতি দিবস ২০২৫ উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় দুর্নীতি ও অনিয়র অভিযোগে সিভিল সার্জনের অপসারণের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে দক্ষিণ বাংলা সমাজকল্যাণ সংস্থার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত,

বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে জাল দলিল ও প্রতারণার অভিযোগে মানববন্ধন

কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, ১২২৭ হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত

মানিকগঞ্জে স্বর্ণের দোকানে লুটের ঘটনায় মূলহোতা দোকানের মালিকসহ গ্রেফতার ৩

জীবননগর হাসপাতালে শয্যা ও চিকিৎসক সংকট, ভোগান্তিতে সাধারণ রোগী

গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ছয় ইউনিট

পঞ্চগড়ে ইন্টার্নশিপ বিদ্যালয়ে সহকারি দুই শিক্ষক অনুপস্থিত, একজন হাজতে, ব্যবস্থা নেয়নি কেউ

কোটালীপাড়ায় মায়ের সাথে অভিমান করে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান