মুন্সিগঞ্জে আ.লীগের সম্মেলনঃ সভাপতি আফসু ,সম্পাদক কবীর মাস্টার

দীর্ঘ ১০ বছর পর মুন্সিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জুন) সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সদর উপজেলার চর কেওয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার উদ্দিন ভুইয়া আফসু কে সভাপতি ও আধারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুল কবীর মাস্টার কে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
এর আগে এদিন সকালে স্টেডিয়াম মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক এ সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মহিউদ্দিন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন ভুইয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শামসুল কবীর মাস্টারের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য মির্জা আজম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আজম, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, বাংলাদেশ আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আনিছ উজ্জামান আনিছ।সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ লুৎফর রহমান। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহানা তাহমিনা ও মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোঃ ফয়সাল বিপ্লব।
সম্মেলন কে কেন্দ্র করে আ.লীগের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দিপনা ও উৎসাহ লক্ষ করা গেছে। মিছিল আর স্লোগানে মুখরিত ছিল পুরো শহর। সম্মেলনে সভাপতি পদে কোন প্রতিদ্বন্ধী না থাকায় বীনা প্রতিদ্ধতায় নির্বাচিত হন আফসার উদ্দিন ভুইয়া। তবে সাধারন সম্পাদক নিয়ে নানা বিতর্ক থাকলেও বিকল্প কোন প্রার্থী না থাকায় সাধারন সম্পাদক নির্বাচিত হন সামসুল কবীর মাস্টার।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আজম বলেন , আগামী ২০২৪ সালের জানুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে । সেই নির্বাচন শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনকালীন সরকার ও স্বাধীন নির্বাচন কমিশনের অধীনেই অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে কে অংশগ্রহন করলো আর কে করলো না সেটা দেখার বিষয় নয়। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গিয়ে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাছাড়াও বর্তমান সরকারের নানা উন্নয়ন তুলে ধরে আলোচনা করেন।
এমএসএম / এমএসএম

পিরোজপুরে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ উদযাপন

বিএনপি সরকার গঠন করলে হিন্দু অধ্যুষিত এলাকায় ডিজিটাল মন্দির নির্মাণ করা হবে — খন্দকার নাসিরুল ইসলাম

বকশীগঞ্জে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

বাকেরগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

চাঁদপুরে ৪৫ হাজার জেলেকে খাদ্য সহায়তা প্রদান

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবার পেল ২৫ লাখ টাকা

ঈশ্বরদীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

সাটুরিয়ায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত

মেহেরপুরে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

পটুয়াখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আত্রাইয়ে গোয়ালঘরের তালা ভেঙে ৫ টি গরু চুরি

কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও ডিজিটাল লার্নিং সেন্টার উদ্বোধন
