ঢাকা বুধবার, ১ অক্টোবর, ২০২৫

মোহাম্মদপুরে মুক্তিযোদ্ধার বাড়ি দখলের অভিযোগ


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ১৯-৬-২০২৩ দুপুর ১:৪৫
প্রতারণা করে মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের একটি ফ্ল্যাট  দখলের করার অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়,মুক্তিযোদ্ধা মৃত শহীদ সিরাজুল ইসলামের স্ত্রী মোছা: জাহানারা বেগমের সরকারী বরাদ্দ কৃত ফ্ল্যাট টি রেজিষ্ট্রেশন ছাড়াই বিপুল নামে একজন দখল করে নেন। এ বিষয় মোহাম্মদপুর থানায় একটি অভিযোগ  করেছেন ওই ভুক্তভোগী পরিবার। 
 
ঘটনাটি ঘটেছে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রাজিয়া সুলতানা রোডস্থ যার স্মারক নং-শা- ১২/এপি-ডি/২৩০/৮২/৩৯৮, মুক্তিযোদ্ধা মৃত শহীদ সিরাজুল ইসলাম ১৯৭১ সালে যুদ্ধ চলাকালীন সময় দেশের জন্য তিনি তার জীবন উৎসর্গ করেন।
 
সেই সুবাদে মুক্তিযোদ্ধা মৃত শহীদ সিরাজুল ইসলামের স্ত্রী জাহানারা বেগমকে ২৮/০৯/১৯৯৬ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ হতে একটি তিন তলা ভবনের  নিজ তলায় একটি  ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয় ও জাহানারা বেগমকে সেখানে বসবাস করার জন্য অনুমতি দেয়া হয়। জাহানারা বেগম ১৯৯৬ সাল থেকেই সেই বরাদ্দ কৃত ফ্লাটে বসবাস করে আসছে। ফ্ল্যাটে বসবাসরত অবস্থায় সামসুন্নাহার মিনু নামের একজন মহিলার সাথে সুসম্পর্কে আবদ্ধ হন জাহানারার। সূত্রে জানা যায় জাহানারা বেগমের কোনো সন্তান নেই ও সামসুন্নাহার মিনুর সন্তানরা সব দেশের বাইরে থাকেন, জাহানারা বেগমের কোনো সন্তানাদি না থাকায় সামসুন্নাহার মিনু তার এ সুযোগ কে কাজে লাগিয়ে জাহানারা বেগমের সাথে বেশ কিছু বছর ঐ ফ্ল্যাটে বসবাস করেন। 
 
গত জানুয়ারি/২০২৩ ইং জাহানারা বেগম বরাবরের মত সামসুন্নাহার মিনুকে তার ফ্ল্যাটটি  দেখাশোনা করার কথা বলে নিজ গ্রাম কুমিল্লাতে বেড়াতে যান, তার আত্মীয়র বাসায়। বেড়ানো শেষে ২০ সে মার্চ ২০২৩ ইং তারিখে সে ঢাকার নিজ বাড়িতে (ফ্ল্যাটে) যান এবং তিনি তার বাসায় গিয়ে সামসুন্নাহার মিনুকে অনুপস্থিত দেখতে পায় ও তার বাসায় বিপুল নামের এক ব্যক্তিকে দেখতে পান, জাহানারা বেগম তার বাসায় থাকা বিপুল নামের ব্যক্তিকে জিজ্ঞাসা করলে বিপুল বলেন শামসুন্নাহার মিনু তার কাছে ফ্ল্যাট টি, বিক্রি করে দিয়েছে। এ বিষয়ে জাহানারা বেগম সুষ্ঠ বিচার চেয়ে মোহাম্মদপুর থানায় একটি প্রতারণার অভিযোগ দায়ের করেন। বিপুলের কাছে এ বিষয় জানতে চাইলে তিনি বলেন আমি মিনু আপা এবং এবং জাহানারার বেগমের  কাছ থেকে ১৩ লক্ষ টাকায় ফ্ল্যাট টি ক্রয় করেছি  স্ট্যাম্পের মধ্যেমে যার প্রমাণাদি আমার কাছে রয়েছে। 
 
এ বিষয় মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ সকালের সময় কে বলেন, এমন একটা ঘটনা শুনেছি পরবর্তীতে দুই পক্ষ কে থানায় আসতে বলেছিলাম কিন্তু ওনারা সময় করে আসতে পারে না। বিষয় টা যদি ফৌজদারি হয় তাহলে কোর্টের মাধ্যমে শেষ করতে হবে।কারণ পুলিশ কখনো কাউকে কারো বাড়িতে উঠতে সাহায্য করেনা এবং কাউকে বের করতেও পারবেনা। তারপরও তদন্ত করে বিষয় টা দেখবো।

এমএসএম / এমএসএম

কৃষক লীগ নেতা মোজাজ্জেল ঢালী এখন স্বেচ্ছাসেবক দলে পদ পেতে মরিয়া

আশুলিয়াকে "উচ্চ শিক্ষা নগরী" গড়তে পাঁচ বিশ্ববিদ্যালয়ের একসাথে পথচলা

কোতোয়ালী থানা প্রেসক্লাবের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: সাংবাদিক সমাজে আনন্দ ও উচ্ছ্বাস

মেহনতী ও শ্রমজীবী মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজপথের নির্ভীক সৈনিক আব্বাস আলী: জয়পুরহাট-২ এ পরিবর্তনের প্রত্যাশা

ইসলামী ক্যাটাগরিতে সেরা অভিনেতার সম্মাননা পেলেন শিশু শিল্পী নাহিদুল ইসলাম

গঠনতন্ত্র ও আরপিও অনুযায়ী কাউন্সিলে নির্বাচিত বৈধ নেতৃত্ব লাঙ্গল প্রতীকের মালিক

মাদকবিরোধী অভিযান, ‎ব্যাপক পরিবর্তন গেন্ডারিয়া এলাকায়

জেএসএস এর নবনির্বাচিত যুগ্ম মহাসচিব শোয়েব রহমান

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রুহুল আমিন গাজীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মন্দির পরিদর্শনে ঢাকা গেন্ডারিয়া থানার ওসি, পূজাকে ঘিরে কড়া নিরাপত্তার আশ্বাস

রূপনগর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) মো.মোরশেদ আলমের যোগদান