বিএনপির সমাবেশকে কেন্দ্র করে মুন্সিগঞ্জে বাস চলাচল ব্যাহত
রাজধানীর নয়াপল্টনে বিএনপির ডাকা সরকার পতনের এক দফা আন্দোলনের ঘোষণার সমাবেশকে কেন্দ্র করে মুন্সিগঞ্জে বাস চলাচল বন্ধ রয়েছে।আজ বুধবার সকাল থেকে মুন্সিগঞ্জ শহর থেকে ঢাকা যাওয়ার এক মাত্র যাত্রী পরিবহন কারী দিঘীরপাড় পরিবহনটি বন্ধ রয়েছে।
এতে ভোগান্তিতে পড়েছেন ঢাকামুখী যাত্রীরা।তবে লঞ্চ,সিএনজি ও ,লেগুণা চলাচল করছে।বাস বন্ধের সুযোগকে কাজে লাগিয়ে যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায় করছে সিএনজি,লেগুনা চালকরা।
বিএনপির মুন্সিগঞ্জ জেলার কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা হলে তারা জানান, পূর্ব অভিজ্ঞতা থেকে আমরা যতটুকু দেখেছি, ঢাকায় বিএনপির কোনো কর্মসূচি হলে,স্থানীয় বাস-লঞ্চসহ অন্যান্য পরিবহনের মালিকরা তাদের পরিবহন গুলো বন্ধ করে দেয়। পুলিশও ধরপাকড় শুরু করে। তাই যারা সমাবেশে যাওয়ার তারা দুদিন আগেই চলেগেছে।
বুধবার সকালে মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে গিয়ে দেখা যায়,লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।লঞ্চে করে যাত্রীরা ঢাকা-নারায়নঞ্জে যাতায়াত করছে। ঘাট থেকে বেড়িয়ে মুন্সিগঞ্জ বাস স্ট্যান্ডের দিকে আসার পথ হাটক্ষীগঞ্জ এলাকায় সাড়ি বেঁধে বাস দাড়িয়ে থাকতে দেখাযায়।বাস কাউন্টারে গেলে তালা দেখাযায়।বাস না থাকায় লঞ্চ ঘাটের দিকে ছুটে যাচ্ছিলেন যাত্রীরা।কেউ কেউ মুক্তাপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় কয়েকজন যাত্রী বলেন, ঢাকায় বিএনপির সমাবেশ।লোকজন আটকাতে পূর্ব ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা যারা প্রতিদিন ঢাকা যাতায়াত করি। পেট চালানোর জন্য কাজ করি। তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
দিঘীর পরিবহনের একটি বাসের চালকের সহকারি জানান,গতকাল রাতেই আমাদেরকে বাস বন্ধ রাখতে বলা হয়েছে।শুনেছি ঢাকায় বিএনপির সমাবেশ আছে। শুনেছি মুন্সিগঞ্জ থেকে যেনে মানুষ যেতে না পারে এজন্য বাস বন্ধ রেখেছে।
বাসের বিষযে দিঘীরপাড় পরিবহনের মালিকপক্ষের একজন মো. বাবুল বলেন, তাদের কোম্পানির মোট ২৭ টি বাস রয়েছে। তাদের প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে কি কারণে বন্ধ করতে বলেছেন, এটি তার জানা নেই।
এদিন দুপুরে মুক্তাপুর বাসস্ট্যান্ডে এলাকায় গেলে সেখানেও কাউন্টার বন্ধ পাওয়া যায়।বাসের অপেক্ষায় কয়েকজন যাত্রী দীর্ঘ সময় অপেক্ষা করছিলেন।অনেক যাত্রী বাস না পেয়ে সেখান থেকে সিএনজি,লেগুনা করে ভেঙে ভেঙে ঢাকা-নারায়গঞ্জে যাচ্ছিলেন। তবে সুযোগ কাজে লাগিয়ে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করতে দেখাযায় সিএনজি,অটোরিকশা ও লেগুনা চালকদের।
দুপুর একটার দিকে বাসের অপেক্ষায় শাহজাহান (৪৫) নামে এক এনজিও কর্মী মুক্তাপুর দাড়িয়ে ছিলেন। তিনি ময়মনসিংহ যাবেন। শাহানাজ বলেন,ভোরে অফিসিয়াল কাজে ময়মনসিংহ থেকে মুন্সিগঞ্জে এসেছিলাম।সকাল সাড়ে ১০ টায় কাজ শেষ হওয়ার পর ঢাকায় যেতে বাসের জন্য অপেক্ষা করছি। তিন ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি।জানিনা কখন বাস চালু হবে।
তিনি বলেন,মুন্সিগঞ্জ থেকে ঢাকায় যেতে বাস ভাড়া ৭০ টাকা।অথচ নারায়নগঞ্জ যাওয়ার জন্য সিএনজি,লেগুনা ১০০ টাকা ভাড়া চাচ্ছে।সদরের বজ্রযোগিনী ইউনিয়নের বাসিন্দা সাইফুল ইসলাম (৫০) । তিনি ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসার জন্য যাবেন। স্ত্রী ও এক মেয়ে নিয়ে মুক্তারপুর বাসস্ট্যান্ডে দাড়িয়েছিলেন।
তিনি বলেন,বিএনপি'র কর্মসূচি হলে পুলিশ আটকাবে। বাস ও লঞ্চ চলাচল বন্ধ থাকবে, এগুলা বিএনপি নেতাকর্মীরা জানেন।তাই তারা যারা সমাবেশে যাওয়ার তারা তো আগেই চলে গিয়েছেন। তাদের জন্য আমাদের বাস চলাচল বন্ধ রাখা হলো। বিএনপি'র লোকজনের কোনো ক্ষতি হলো না। ক্ষতি যা হওয়ার আমাদের মত সাধারণ যাত্রীদের হচ্ছে। বাস বন্ধের সুযোগে সিএনজি লেগুনার চালকরা ৫০ টাকার ভাড়া ১০০ টাকা,১০০ টাকার ভাড়া ২০০ টাকা চাচ্ছে।
তাও ভেঙে ভেঙে যেতে হবে। এতে টাকা এবং সময় দুটোই বেশি লাগবে। ভোগান্তির কথা তো বাদই দিলাম। মুন্সিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব বলেন, বিএনপির সমাবেশকে ঘিরে পুলিশ বাড়তি কোন নিরাপত্তার ব্যবস্থা রাখেনি।নিয়মিত টহলের অংশ হিসেবে প্রতিটি থানার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ রয়েছে।
এ দিকে ঢাকায় আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দিতে মুন্সিগঞ্জ থেকে ৬ টি বাসে করে যায় নেতা-কর্মীরা। সকালে মুক্তারপুর থেকে বাসগুলো রওনা করে। জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিনের নেতৃত্বে ও মুন্সিগঞ্জ পৌর মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সার্বিক তত্ত্বাবধানে আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের কয়েক শতাতাধিক নেতাকর্মী সমাবেশে যান।
এমএসএম / এমএসএম
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের প্রাণিসম্পদ সপ্তাহ, প্রদর্শনী এর উদ্বোধন ও দিনব্যাপী প্রশাসনিক কার্যক্রম
ধামইরহাটে ইউনিয়ন পর্যায়ে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা যাচাই কর্মশালা অনুষ্ঠিত
বালাগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত
বরিশাল ৩নং আসনে তৃণমুলের পছন্দের প্রার্থী আঃ ছত্তার খান
বাঁশখালীর সেই ভেঙে পড়া কালভার্ট নিজস্ব অর্থায়নে মেরামত করে দিলেন গণ্ডামারা ইউপি চেয়ারম্যান
কাউনিয়ায় আমন মৌসুমের ধান ও চাল ক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু
রাজশাহী-১ আসনে ভোটের মাঠে জনপ্রিয়তার শীর্ষে অধ্যাপক ড. আব্দুর রহমান মুহসেনী
ফ্যাসিস্ট,চাঁদাবাজ,জুলুমবাজদের আর ছাড় দেয়া হবেনাঃ ডাকসু ভিপি সাদিক কায়েম
আদমদীঘিতে জাতীয় প্রানি সপ্তাহ উপলক্ষ্যে প্রানি সম্পদ প্রদর্শনী
হাটহাজারীতে প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন
নড়াইলে সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই আমির হোসেন ও এএসআই রুহুল আমিন
পাবিপ্রবির শিক্ষার্থীদের জন্য ‘উচ্চ শিক্ষায় মানসিক চাপ নিয়ন্ত্রণ কৌশল’ শীর্ষক কর্মসূচি ও রিসার্চ মেথোডলোজি বিষয়ে প্রশিক্ষণ